আইনি জটিলতার কারণে বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না তা খতিয়ে দেখতে জেলা সফর করল বিধানসভার আইন বিষয়ক কমিটি। ওই কমিটির সাত জন সদস্য তথা বিধায়ক সোমবার পুরুলিয়া ও মঙ্গলবার বাঁকুড়া সফর করেন। পুরুলিয়ার বাঘমুণ্ডির অযোধ্যা পঞ্চায়েতে তাঁরা যান। কমিটির চেয়ারম্যান নেপাল মাহাতো বলেন, “বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য আইন রয়েছে। আইনি জটিলতার কারণে প্রকল্পের কাজগুলি বাধাপ্রাপ্ত হচ্ছে কিনা তা দেখা হচ্ছে।” তিনি জানান, এ সম্পর্কে বিস্তারিত রিপোর্ট বিধানসভায় জমা দেওয়া হবে। সেদিন দুপুরে তাঁরা পুরুলিয়ায় জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। জেলা সভাধিপতি বিলাসীবালা সহিস, জলাশাসক অবনীন্দ্র সিংহ ও অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। বাঁকুড়ার সার্কিটহাউসের বৈঠকে জেলাশাসক মহম্মদ গুলাম আলি আনসারি-সহ প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
|
খেলার মাঠ থেকে এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সকালে মেজিয়া থানার অর্ধগ্রাম এলাকায় দেহটি দেখতে পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম উজ্জ্বল গরাই (৩৬)। ওই এলাকাতেই তাঁর বাড়ি। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উজ্জ্বলবাবু পেশায় দিন মজুর ছিলেন। তাঁর বাড়িতে দুই মেয়ে ও স্ত্রী রয়েছেন। তাঁর স্ত্রী মালা গরাই বলেন, “প্রতি দিনকার মতো সোমবারও সারাদিন কাজ সেরে বাড়ি ফিরছিলেন স্বামী। সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে গল্প করতে বের হন। তারপরে আর বাড়ি ফেরেনি।” সারা রাত তাঁরা অপেক্ষা করে থাকেন। সকালে খবর পান, স্থানীয় মাঠে স্বামীর দেহ পড়ে রয়েছে। তাঁর অভিযোগ, “আমাদের সন্দেহ স্বামীকে খুন করা হয়েছে। পুলিশ দোষিকে গ্রেফতার করে চরম শাস্তি দিক।” জেলার পুলিশ সুপার প্রণব কুমার বলেন, “ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত ওই যুবককে খুন করা হয়েছে কি না তা স্পষ্ট নয়।”
|
পুকুরের জলে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। খাতড়ার সুপুর গ্রামে সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম গুরুপদ রজক (২২)। ওই গ্রামেই তাঁর বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শৌচকর্ম করতে তিনি গ্রামের রজকপুকুরের পাড়ে গিয়েছিলেন। জলে তিনি পড়ে যান। তাঁর মৃগীরোগ ছিল। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান।
|
মাদক সামগ্রী সরবরাহ করার অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেফতার করল। ধৃতের নাম পাহাড়ি দাস। মানবাজারের দাস পাড়ায় তার বাড়ি। পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় নিষিদ্ধ নেশা সামগ্রী সরবরাহ করার সময় তাকে পাকড়াও করা হয়। তার কাছ থেকে ১৬টি ‘অ্যাম্পুল’ উদ্ধার করা হয়েছে। জেরার পুলিশ জানতে পেরেছে, এলাকার যুবকদের সে নেশা সামগ্রী বিক্রি করত।
|
তিন দিন ধরে নিখোঁজ এক বধূ। প্রতিমা সোরেন নামের ৩৫ বছরের ওই বধূটি বাপের বাড়ি মানবাজারের দাহিবাড়ি গ্রামে থাকতেন। তাঁর দাদা স্বপন হেমব্রম বলেন, “শনিবার সকালে বাড়ি থেকে বোন বেরিয়েছিল। তারপর থেকে আর ফেরেনি।” |