বহরমপুর ইউথ কয়্যার এবং নেহরু যুবকেন্দ্র যৌথ ভাবে শিশু দিবস উদযাপন করে। গত ১৪ নভেম্বর বহরমপুর রবীন্দ্রসদনে সেই উপলক্ষে এক সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করে। জওহরলাল নেহরুর ১২৩ তম জন্ম দিবস স্মরণে বহরমপুরের বিভিন্ন স্কুল থেকে বেছে নেওয়া ১২৩ জন শিশুশিল্পী রবীন্দ্রসদন মঞ্চে সমবেত রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করল। অনুষ্ঠানের আগে আয়োজক সংস্থার তরফে ওই শিশুশিল্পীদের প্রশিক্ষণও দেওয়া হয়। এ ছাড়াও ওই সন্ধ্যায় বহরমপুরের দুটি বেসরকারি স্কুলের কচিকাঁচারা পরিবেশন করে দুটি নৃত্যনাট্য, ভাগীরথীর পাড় লাগোয়া সুভাষপল্লি কলোনির শিশুশিল্পীদের সমবেত সঙ্গীত এবং ইউথ কয়্যারের নৃত্য-সহ বৃন্দ গান পরিবেশিত হয়েছে। এর আগে শিশু দিবস উপলক্ষে আয়োজক সংস্থার তরফে গত রবিবার এক সাংস্কৃতিক প্রতিযোগিতারও আয়োজন করা হয়। রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, অঙ্কন, আবৃত্তি, নৃত্য প্রতিযোগিতায় অংশ নেয় বহরমপুরের সরকারি ও বেসরকারি ৮৭টি প্রাথমিক স্কুলের পাঁচশো ছাত্রছাত্রী। শিশু দিবসে সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়।
|
শিশু দিবস উপলক্ষে আগামী ২০ নভেম্বর বহরমপুর রবীন্দ্রসদনে জেলা তথ্য সংস্কৃতি দফতর ও সিনি যৌথ ভাবে এক অনুষ্ঠানের আয়োজন করেছে। |
বহরমপুর রবীন্দ্রসদনে শিশু দিবসের অনুষ্ঠান। নিজস্ব চিত্র। |
শিশুদের সুরক্ষা-অধিকার এবং ওই অধিকার ভঙ্গ হওয়ার মূল কারণ অনুসন্ধান, অবিচারের বিষয়গুলি নিয়ে মুক্তকণ্ঠে শিশুরা যাতে আলোচনা করতে পারে, পাশাপাশি মুখোমুখি আলোচনার মাধ্যমে ওই বিষয়ে প্রতিকার ও পরিষেবা তৈরি করার উদ্দেশ্যে ওই অনুষ্ঠানে শিশু-কিশোর ও কিশোরীদের সঙ্গে সাংবাদিকদের একটি মুখোমুখি আলোচনা সভার আয়োজন করেছে আয়োজক সংস্থা।
|
রাজানগরের অনুষ্ঠান। নিজস্ব চিত্র। |
সারা দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার শিশু দিবস উদযাপন করে রঘুনাথগঞ্জ-২ ব্লকের রাজানগর প্রাথমিক বিদ্যালয়। ছিল প্রধান শিক্ষক অখিলকুমার দাসের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানও। ওই অনুষ্ঠানে আবৃত্তি, নৃত্য সঙ্গীত ছাড়াও ‘সংকল্প’ নামে একটি নাটক মঞ্চস্থ করে স্কুলের ছাত্রছাত্রীরা।
|
সম্প্রতি কৃষ্ণনগর রবীন্দ্রভনে দু-দিন ব্যাপী সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে ‘সপ্তসুর’ সংস্থা। অনুষ্ঠানের প্রথম দিনে সঙ্গীত পরিবেশন করেন সংস্থার শিক্ষার্থী শিল্পীরা। শেষ দিনে স্থানীয় এক শিল্পীর গানের অ্যলবাম আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয়েছে।
|
আগামী ১৯-২৫ নভেম্বর বিশ্ব ঐতিহ্য দিবস উদযাপন পালিত হবে লালবাগ হাজারদুয়ারি মিউজিয়াম প্রাঙ্গণে। ইতিহাস গবেষক বিজয়কুমার বন্দ্যোপাধ্যায় এবং লোকসংস্কৃতি গবেষক পুলকেন্দু সিংহ ওই উদ্বোধন অনুষ্ঠানে হাজির থাকবেন। ওই উপলক্ষে একটি চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। রয়েছে বিতর্ক প্রতিযোগিতাও।
|
কৃষ্ণনগরে কালেশ্বরের বার্ষিক অনুষ্ঠান। নিজস্ব চিত্র। |
গত শনি ও রবিবার দু-দিন ব্যাপী কৃষ্ণনগর রবীন্দ্রভবনে এক আবৃত্তি উৎসবের আয়োজন করে ‘কলস্বর’ সংস্থা। দশম বার্ষিক আবৃত্তি উৎসবের প্রথম দিন ছিল বিভিন্ন কবির কবিতা পাঠের আসর। উৎসবের সমাপ্তি দিনে ছিল ব্রততী বন্দ্যোপাধ্যায় ও আকাশ দত্তের কবিতা আবৃত্তি পাঠ।
|
কালীগঞ্জের বল্লভপাড়া নেহরু স্মৃতি সঙ্ঘের উদ্যোগে হয়ে গেল চতুর্থ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। সংস্থার তরফে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজনও করা হয়। সংস্থার সম্পাদক গঙ্গারাম সাহা বলেন, “১৯৫৯ সালের বন্যার সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী জহরলাল নেহরু গ্রামে আসেন। সেই স্মৃতিতেই এই অনুষ্ঠান।”
|
২৩ তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল ‘সপ্তপর্ণী’ সাংস্কৃতিক সংস্থা। গত ১০ নভেম্বর বহরমপুর রবীন্দ্রসদনে ওই সান্ধ্য অনুষ্ঠানে সমবেত সঙ্গীত, ‘ফুল-কুড়িদের গান’ শীর্ষক আবৃত্তি আলেখ্য, ‘তিন কন্যা’ শীর্ষক নৃত্যনাট্য, শিশুশিল্পীদের সমবেত রবীন্দ্র নৃত্য ও প্রাদেশিক নৃত্য পরিবেশিত হয়েছে। |