দিল্লি, মুম্বই বা কলকাতার মতো বড় কেন্দ্রেই শুধু নয়, টেস্ট ক্রিকেটকে বাঁচাতে এ বার দেশের ছোট কেন্দ্রতেও টেস্ট ম্যাচ আয়োজনের ভাবনা ভারতীয় বোর্ডের। চলতি সিরিজে কোটলা এবং ইডেনে দর্শকরা টেস্ট থেকে মুখ ফিরিয়ে থাকায় বোর্ড নতুন কেন্দ্রতে টেস্ট ম্যাচ করার কথা ভাবছে।
এখন বোর্ডের ন’টি কেন্দ্রে টেস্ট ম্যাচ হয়। দিল্লি, কলকাতা, মুম্বই, নাগপুর, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, মোহালি ও আমদাবাদে। কিন্তু কটক, বিশাখাপত্তনম, ইনদওরের মতো কেন্দ্রে টেস্ট ম্যাচ করার ভাবনা নিয়ে গুরুত্ব দিয়ে ভাবছে বোর্ড। মঙ্গলবার ইডেনে দাঁড়িয়ে বোর্ড সিএও রত্নাকর শেট্টি বলছিলেন, “যে সব কেন্দ্রে টেস্ট হয় না, আমরা সে সব কেন্দ্রে টেস্ট ম্যাচ করার কথা ভাবছি। কারণ এটা হলে আরও দর্শক মাঠে আসবে ম্যাচ দেখতে। পরবর্তী সভায় এ নিয়ে কথা হবে।” কিন্তু এক দিনের ম্যাচের স্বীকৃত কেন্দ্রকে টেস্ট কেন্দ্রে পরিণত করতে হলে ভারতীয় বোর্ডকে আইসিসি-র অনুমতি নিতে হবে। সেক্ষেত্রে প্রয়োজনীয় পরিকাঠামো থাকা দরকার। শেট্টি বললেন, “সব ক’টি ওয়ান ডে কেন্দ্রে টেস্ট আয়োজন করার মতো পরিকাঠামো নেই। সে জন্যই এ ব্যাপারে আইসিসি-র সঙ্গে কথা বলতে হবে।” একই সঙ্গে, টেস্ট ক্রিকেটের ফাঁকা গ্যালারি ভরাতে এ বার স্কুলছাত্রদের বিনামূল্যে মাঠে হাজির করাতে চাইছে বোর্ড। টেস্ট ক্রিকেটের জন্য আবার নতুন একটা ধাক্কাও থাকছে। আইসিসি চেয়েছিল ২০১৩ সালের ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ান ডে টুর্নামেন্টের বদলে টেস্ট চ্যাম্পিয়নশিপ করে দিতে। সেখানে টেস্ট র্যাঙ্কিংয়ে থাকা প্রথম চারটি দল নিজেদের মধ্যে প্লে-অফ খেলবে। কিন্তু স্পনসর এবং ব্রডকাস্টারের আপত্তিতে তা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে আইসিসি। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, ২০১৭ সালের আগে টেস্ট চ্যাম্পিয়নশিপ হবে না।
|
টয়োটা আইজিইউ পূর্বাঞ্চল গল্ফে প্রথম দিনে এগিয়ে কলকাতার ছেলে মোহন সর্দার। চার দিনের প্রতিযোগিতায় রয়েছে চারটি বিভাগ। প্রথম দিনে অনূর্ধ্ব ১৪ বিভাগে এগিয়ে মোহন। তার স্কোর ওভার-২ (৭২)। সঙ্গে তিনটি বার্ডি। |