শিল্পে নিষেধাজ্ঞা তুলতে কেন্দ্রকে চিঠি দিলেন পার্থ |
হলদিয়া, আসানসোলের মতো শিল্পাঞ্চলে নতুন শিল্প নির্মাণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিতে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জয়ন্তী নটরাজনকে চিঠি দিলেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পরিবেশ মন্ত্রক ওই নিষেধাজ্ঞা জারি করেছিল বছর দুয়েক আগে। মন্ত্রকের বক্তব্য ছিল, হলদিয়া-আসানসোলের মতো এলাকায় শিল্পের জন্য ভূগর্ভের জল যথেচ্ছ ভাবে ব্যবহার করা হচ্ছে। এর ফলে পানীয় জলের সমস্যা দেখা দেবে। পাশাপাশি, শিল্পের জন্য সবুজ নষ্ট করায় পরিবেশ দূষণ হচ্ছে। এই সব কারণে নতুন শিল্প নির্মাণের উপর নিষেধাজ্ঞা জারি করে পরিবেশ মন্ত্রক। এখন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থবাবুর দাবি, দূষণ নিয়ন্ত্রণের যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই হলদিয়া, আসানসোল থেকে কেন্দ্রের নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত। সোমবার দিল্লিতে থাকাকালীন তিনি এই নিয়ে পরিবেশ মন্ত্রকের অফিসারদের সঙ্গে কথা বলেছেন। তার ভিত্তিতেই এ দিন চিঠি পাঠান। পার্থবাবু বলেন, “ওই সব এলাকায় নতুন শিল্প তৈরির একাধিক প্রস্তাব রয়েছে। নিষেধাজ্ঞা না উঠলে সমস্যা দেখা দেবে।” রাজ্যের পরিবেশমন্ত্রী সুদর্শন ঘোষদস্তিদারের দাবি, শিল্পের প্রয়োজন মেটাতে গেঁওখালি থেকে পাইপলাইনের সাহায্যে জল আনার ব্যবস্থা করা হচ্ছে। নতুন শিল্পের ক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিমাণ জমি নিয়ে সবুজায়ন বাধ্যতামূলক করা হয়েছে। তাঁর কথায়, “আমার দফতরও চিঠি দিয়েছে। এতে কাজ না হলে আমি আর পার্থবাবু একসঙ্গে দিল্লিতে দরবার করব।”
|
নিজেদের মধ্যে লড়াই করে মারা গেল একটি গন্ডার। ঘটনাটি ঘটেছে কাজিরাঙায়। বনবিভাগ সূত্রে খবর, আজ সকালে কোহরা রেঞ্জের মিকিরজান বন শিবিরের কাছে একটি গন্ডারকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। প্রায় কুড়ি বছর বয়সী পুরুষ গন্ডারটির দেহে বেশ কিছু ক্ষতচিহ্ন ছিল। ডব্লিউটিআইয়ের পশু চিকিৎসক অভিজিৎ ভাওয়াল ময়না তদন্তের পরে জানান, সম্ভবত নিজেদের মধ্যে মারপিটেই গুরুতরভাবে জখম হয়েছিল গন্ডারটি। সেই ক্ষতের ফলেই তার মৃত্যু হয়। বনকর্মীরা গন্ডারের খড়্গটি কেটে নিয়েছেন। প্রথমে মনে করা হয়েছিল এটিও চোরাশিকারিদের কাজ। কিন্তু গন্ডারের খড়্গটি অক্ষত থাকায় সেই সন্দেহ দূর হয়।
|
আলিপুর চিড়িয়াখানায় রানি নামের একটি স্ত্রী শিম্পাঞ্জির মৃত্যু হয়েছে মঙ্গলবার। চিড়িয়াখানা সূত্রের খবর, ১৯৮৯-এ ৫ বছরের রানিকে আনা হয় জার্মানির কোলন চিড়িয়াখানা থেকে। আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা সুবীর চৌধুরী বলেন, “১০ নভেম্বর থেকে রানির শ্বাসকষ্টের চিকিৎসা চলছিল। শ্বাসকষ্টের কারণেই এই মৃত্যু বলে মনে হচ্ছে।” সুবীরবাবুর দাবি, রানি পূর্ণবয়স্ক অবস্থাতেই মারা গিয়েছে।
|