ভারতকে এমএফএন আগামী বছরেই |
আগামী বছরের প্রথম ছ’মাসের মধ্যেই বাণিজ্য ক্ষেত্রে ভারতকে সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশ (এমএফএন)-এর মর্যাদা দেবে পাকিস্তান। দুই বাণিজ্য সচিবের বৈঠকের শেষে আজ ইসলামাবাদ এ কথা জানিয়েছে। চলতি বছরের শেষে দু’দেশের স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে ব্যবসায়ীদের ভিসা শিথিল করার ঘোষণাটিও হবে বলে আশা করছে দু’দেশ। ভারত গত দেড় দশক ধরেই এমএফএন মর্যাদা দাবি করে আসছে। কিন্তু সন্ত্রাস, অনুপ্রবেশ বা কাশ্মীরের মতো প্রসঙ্গ বারবারই দ্বিপাক্ষিক সম্পর্ককে জটিল করে তুলছিল। যদিও শর্ম অল শেখ থেকে থিম্পু প্রধানমন্ত্রী মনমোহন সিংহ বরাবরই দেশীয় রাজনীতির চাপ উপেক্ষা করে পাকিস্তানের সঙ্গে আলোচনা চালায়ে যাওয়ার নীতি নিয়েছেন। তারই সূত্রে মলদ্বীপে এ বারের সার্ক সম্মেলনের সময় সম্পর্কে উন্নতির লক্ষণ নজরে আসে কিছুটা। এর সপ্তাহখানেকের মধ্যেই আজকের এই ঘোষণায় বিদেশ মন্ত্রকের এক কর্তা বলেন, “মুম্বই হামলার মতো ঘটনায় পরিস্থিতি আরও খারাপ হয়। আজকের মতো জায়গায় যে পৌঁছানো যাবে, এটা সেই সময় ভাবাই যেত না।” আজ বৈঠকের পর যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসের মধ্যে ভারতের উপর থেকে রফতানি নিষেধাজ্ঞা প্রায় পুরোটাই তুলে নেবে পাকিস্তান। বাকি অল্প ক’টি পণ্যেও নিষেধাজ্ঞা তোলা হবে কিছু দিনের মধ্যে। পাক বাণিজ্য সচিব বলেন, “ভারত সব রকম পণ্যই যাতে আমাদের রফতানি করতে পারে, তার জন্য যাবতীয় নিষেধাজ্ঞা তুলে নেব।”
|
সাম্রাজ্যবাদ বিরোধী সম্মেলন বাংলাদেশে |
তৃতীয় আন্তর্জাতিক সাম্রাজ্যবাদ-বিরোধী সম্মেলনের আসর বসতে চলেছে বাংলাদেশে। সাম্রাজ্যবাদ-বিরোধী আন্তর্জাতিক সমন্বয় কমিটি (আইএপিএসসিসি)-র সঙ্গেই বাংলাদেশের সোশ্যালিস্ট পার্টি এ বারের সম্মেলনের যৌথ উদ্যোক্তা। ঢাকায় ২৭ নভেম্বর উদ্বোধনী আসর বসবে, পরের দু’দিন ২৮-২৯ তারিখ চলবে প্রতিনিধি সম্মেলন। আইএপিএসসিসি-র সভাপতি র্যামসে ক্লার্ক, সাধারণ সম্পাদক মানিক মুখোপাধ্যায়ের সঙ্গেই নেপালের প্রাক্তন মাওবাদী নেতা তথা ইউনাইটেড কমিউনিস্ট পার্টি অফ নেপালের চেয়ারম্যান পুষ্পকমল দহল (প্রচণ্ড) ঢাকার সম্মেলনে অংশ নেবেন। ইরাক, আফগানিস্তান, উত্তর কোরিয়া থেকে লিবিয়া, গোটা বিশ্বেই সাম্রাজ্যবাদী আগ্রাসনের চেহারা নিয়ে আলোচনা হবে সম্মেলনে।
|
পরেশ বরুয়ার বিচার শুরু ঢাকায় |
অবৈধ অস্ত্র চোরাচালান মামলায় বাংলাদেশে বিচার শুরু হয়েছে আলফা নেতা পরেশ বরুয়ার। পরেশকে ‘পলাতক’ দেখিয়ে এই বিচার শুরু হয়েছে। ২০০৪ সালের ২ এপ্রিল চট্টগ্রামে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র আটক করা হয়। এই মামলায় অভিযুক্তদের মধ্যে পরেশ ছাড়াও রয়েছেন বাংলাদেশের প্রাক্তন দুই মন্ত্রী আমির মৌলানা মতিউর রহমান নিজামি ও লুৎফুজ্জামান বাবর। এই মামলার বিচারের জন্য চট্টগ্রামে এক বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
|
দাউদ ইব্রাহিমের সহযোগী ও ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণে অভিযুক্ত ইকবাল মির্চির বিরুদ্ধে অভিযোগ খারিজ করে দিয়েছে ব্রিটিশ সরকার। ফলে মির্চির ভারতে প্রত্যর্পণের সম্ভাবনাও আপাতত খারিজ হয়ে গেল। সম্প্রতি মির্চির বিরুদ্ধে এক ব্যক্তিকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ এনেছিল ব্রিটিশ পুলিশ। তখন মির্চিকে পেতে উদ্যোগী হয় ভারতও। প্রমাণের অভাবে মির্চির বিরুদ্ধে অভিযোগ খারিজ করা হয়েছে বলে জানিয়েছেন সরকারি আইনজীবীরা। |