বাস বন্ধ বহু রুটে
ত এক বছরে দূরপাল্লার এবং লোকাল রুটে উত্তর দিনাজপুর জেলায় একাধিক বাস বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ ছড়িয়েছে বিভিন্ন মহলে। এনবিএসটিসি কর্তৃপক্ষের দাবি চালক এবং কন্ডাক্টরের অভাবে বেশ কিছু রুটে বাস চালাতে পারছেন না তাঁরা। সেই সঙ্গে অনেক বাস বিকল হয়ে পড়ে থাকলেও যন্ত্রাংশের অভাবে তা মেরামত করে রাস্তায় নামানো সম্ভব হচ্ছে না। লাভজনক রুটে ফের বাস চলাচল স্বাভাবিক করে আয় বাড়ানোর দাবি তুলেছেন জেলার বিভিন্ন রাজনৈতিক দলগুলি। আগামী জানুয়ারির মধ্যে সেই কাজ না হলে জেলা জুড়ে তাদের একাংশ আন্দোলনে নামার হুমকিও দিয়েছে। এসবিএসটিসি’র রায়গঞ্জ ডিভিশনাল ম্যানেজার সুবীর দেবরায় বলেন, “চালক এবং কন্ডাক্টরের অভাব এবং বিভিন্ন প্রশাসনিক জটিলতায় বেশ কিছু রুটে বাস চালানো সম্ভব হচ্ছে না। যন্ত্রাংশের অভাবের বিষয়টিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।” এনবিএসটিসি’র অন্যতম বোর্ড ডিরেক্টর তিলক চৌধুরী জানান, লাভজনক রুটে বাস চালাতে তাঁরা ইতিমধ্যেই উদ্যোগ গ্রহণ করেছেন। এনবিএসটিসি’র রায়গঞ্জ ডিপো সূত্রে জানা গিয়েছে, চালক এবং কন্ডাক্টর মিলিয়ে বর্তমানে ডিপোয় ১৫৭ জন কর্মী রয়েছেন। তাঁদের অনেকেই অসুস্থতার কারণে নিয়মিত কাজে আসতে পারছেন না। ডিপোর ৭৫ টি বাসের মধ্যে যন্ত্রাংশ বিকল হয়ে পড়ে রয়েছে অন্তত ৩০ টি বাস। এই ডিপো থেকে বর্তমানে প্রায় ৪৫ টি বাস ঘুরিয়ে ফিরিয়ে চালানো হচ্ছে ৩০ টি রুটে। গত এক বছরে রায়গঞ্জ ডিপো থেকে চূড়ামন, বোলপুর, হরিরামপুর, আলিপুরদুয়ার, চাঁচল, বিষ্ণুপুর, সোলপাড়া, বাঙালবাড়ি, ভাটোল, রাধিকাপুর, হরিশ্চন্দ্রপুর, পাতনোলিয়াঘাট, হিলি এবং বর্ধমানের মতো বহু লাভজনক রুটে বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছে। রায়গঞ্জ-চাকুলিয়া রুটে নিয়মিত বাস চালানো হচ্ছে না। তাতে ওই সমস্ত রুটে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। সম্প্রতি নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের নেতারা কোচবিহারে গিয়ে এনবিএসটিসি’র চেয়ারম্যানের সঙ্গে দেখা করে লাভজনক রুটে বাস চালানো, আয় বাড়ানোর বিভিন্ন প্রস্তাব দেন। সংগঠনের সম্পাদক মণ্ডলীর সদস্য তারাপদ দাস বলেন, “আমাদের দেওয়া প্রস্তাবের সঙ্গে কর্তৃপক্ষ সহমত পোষণ করেছেন। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। দেখা যাক কী হয়।” তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অসীম ঘোষ জানান, বিভিন্ন রুটে বাস চলাচল স্বাভাবিক করার দাবিতে পরিবহণ মন্ত্রী এবং এসবিএসটিসি কর্তৃপক্ষকে তাঁরা চিঠি দিয়েছেন। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পবিত্র চন্দের অভিযোগ, “বিভিন্ন লাভজনক রুটে বাস বন্ধ হয়ে গিয়েছে। অথচ কর্তৃপক্ষের হুঁশ নেই। নিগমে কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীরা নিয়মিত বেতন পাচ্ছেন না। জানুয়ারি মাসের মধ্যে সমস্যা মেটাতে ব্যবস্থা না-নেওয়া হলে জেলা জুড়ে আন্দোলন করা হবে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.