দেগঙ্গায় চ্যাম্পিয়ন তাজ স্পোর্টিং |
দিনরাতের এক ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল সম্প্রতি উত্তর ২৪ পরগনার দেগঙ্গার দক্ষিণ চৌরাসিতে। স্থানীয় শান্তি সঙ্ঘের পরিচালনায় এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল ষোলেটি দল। ফাইনাল অনুষ্ঠিত হয় বারাসতের ইসলামপুর তাজ স্পোর্টিং ক্লাব এবং বেলিয়াঘাটার শান্তি সঙ্ঘের মধ্যে। উত্তেজনাপূর্ণ ফাইনালে নির্ধারিত সময়ে কোনও পক্ষই গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে। কিন্তু টাইব্রেকারে দু’দলই তিনি করে গোল করায় শেষ পর্যন্ত জয়-পরাজয়ের মীমাংসা হয় টসের মাধ্যমে। টসে জিতে চ্যাম্পিয়ন হয় তাজ স্পোর্টিং ক্লাব। ফাইনালের দু’টি দলকেই সুদৃশ্য ট্রফি ও নগদ পুরস্কার দেওয়া হয়। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন শান্তি সঙ্ঘের পরিমল মণ্ডল। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তাজ স্পোর্টিংয়েরঅহিত আহমেদ। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতে নেন হাবরার সুভাষ সঙ্ঘের রানা চক্রবর্তী। সেরা গোলকিপার হয়েছেন শান্তি সঙ্ঘের নিমাই মণ্ডল। ফেয়ার প্লে ট্রফি দেওয়া হয় তাজ স্পোর্টিংয়ের আব্দুল মতিনকে।
|
রবিবার ক্যানিংয়ের বাঁশড়া নবপল্লি সুইমিং সেন্টারের উদ্যোগে এক দিনের সাঁতার প্রতিযোগিতা হয়ে গেল। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকা থেকে ৮০ জন প্রতিযোগী যোগ দেন। মহিলা ও পুরুষ, দু’টি বিভাগে মোট ২৫টি ইভেন্ট হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন বাঁশড়া পঞ্চায়েতের প্রধান বিজন মণ্ডল। উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতা ক্রীড়া উন্নয়ন পর্ষদের সভাপতি প্রদীপকুমার দে, জাতীয় সাঁতারু অনিতা অধিকারী প্রমুখ। সম্পূর্ণ মহিলা পরিচালিত ওই ক্লাবের সম্পাদিকা মিনুজা গাজি বলেন, “গ্রামবাংলায় বহু প্রতিভা লুকিয়ে রয়েছে। সেই সব প্রতিভাকে তুলে আনতেই এই প্রয়াস।”
|
গোসাবার বালি হাটখোলা হাসপাতাল মাঠে দু’দিনের নক-আউট ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল মন্মথনগর একাদশ। শনিবার ফাইনালে টাইব্রেকারে তারা ৫-২ গোলে হারিয়ে দেয় চুনাখালি রাজদূত সঙ্ঘকে। চ্যাম্পিয়ন দলের গোপাল সর্দার ম্যান অব দ্য ম্যাচ হন। বন ও বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এবং কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা মিলিত ভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে। ফাইনাল খেলা দেখতে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সোমেন মিত্র, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের সহকারী ফিল্ড ডিরেক্টর অঞ্জন গুহ প্রমুখ। |