দেগঙ্গায় চিত্র প্রদর্শনী |
সম্প্রতি উত্তর ২৪ পরগনার দেগঙ্গার কলসুর সাধারণ পাঠাগারে এক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হল। প্রদর্শনীটির উদ্যোক্তা ছিল আর্টিস্ট গ্রুপ এবং কলসুর আর্ট স্কুল। চারদিনের ওই প্রদর্শনীতে স্থান পেয়েছিল ৬৫ জন শিল্পীর মোট ১০২টি ছবি। এ ছাড়া ছিল আটটি ভাস্কর্য। জল, প্যাস্টেল ও তেল রঙের বেশ কিছু ছবি দর্শকদের মুগ্ধ করে। প্রদর্শনী দেখতে চারদিনই শিল্পানুরাগীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, এ বার যে ভাবে সাড়া পাওয়া গিয়েছে, তাতে এখন থেকে প্রতিবছর এই প্রদর্শনীর আয়োজন করা হবে।
|
সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের সঠিক ব্যবহারে দ্বিতীয় স্থান পেল উত্তর ব্যারাকপুর পুরসভা। শুক্রবার শেষ হয় যাদবপুর বিশ্ববিদ্যালয় আয়োজিত তিন দিনের আন্তর্জাতিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট শীর্ষক সেমিনার। বিশ্বের ১১টি দেশ সেমিনারে যোগ দেয়। ভারতের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে উত্তর ব্যারাকপুর পুরসভা। |