টুকরো খবর
বধূহত্যার অভিযোগ
এক বধূকে খুন করার অভিযোগ দায়ের হল তাঁর স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে। ঘটনাটি গঙ্গাজলঘাটি থানার কেন্দ্রবোনা গ্রামের। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে ওই গ্রামে শ্বশুরবাড়ি থেকে এক বধূর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। মৃতার নাম তাপসী গরাই (২১)। তাঁর বাবা বাদল গরাই রবিবার পুলিশের কাছে অভিযোগ করেন, তাঁর মেয়ের গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে খুন করা হয়েছে। তিনি জামাই ও মেয়ের শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তেরা পলাতক। তাঁদের তল্লাশি শুরু করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গঙ্গাজলঘাটি থানার সুবর্ণতোড়া গ্রামে তাপসীর বাপের বাড়ি। তিন বছর আগে তাঁর বিয়ে হয় কেন্দ্রবোনার তপন গরাইয়ের সঙ্গে। তাঁদের বছর দুয়েকের ছেলে রয়েছে। বাদলবাবুর অভিযোগ, “বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে মেয়ে শান্তিতে ছিল না। মেয়েকে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করা হত। মাঝেমধ্যে মেয়ে আমাদের বাড়িতে চলে আসত। মেয়েকে বুঝিয়ে ফেরত পাঠাতাম।” পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে।

ডাককর্মী সম্মেলন হল বিষ্ণুপুরে
ডাককর্মীদের সংগঠন ‘ন্যাশনাল ইউনিয়ন অব পোস্টাল এমপ্লয়িজ গ্রুপ সি, পোস্টম্যান ও গ্রুপ ডি এবং গ্রামীণ ডাকসেবক’-এর ২২ তম দ্বি-বার্ষিক বাঁকুড়া বিভাগীয় শাখা সম্মেলন হয়ে গেল। শনি ও রবিবার বিষ্ণুপুর যদুভট্ট মঞ্চে এই সম্মেলন হয়। উদ্বোধন করেন আবাসন মন্ত্রী শ্যাম মুখোপাধ্যায়। ছিলেন কোতুলপুরের কংগ্রেস বিধায়ক সৌমিত্র খান এবং ওন্দার বিধায়ক অরূপ খা। সংগঠনের জেলা সম্পাদক দেবাশিস বসু বলেন, “দু’দিনের এই সম্মেলনে প্রায় ৬০০ জন প্রতিনিধি ছিলেন। গঠন করা হয়েছে নতুন কর্মসমিতি। জনসাধারণের কাজের সুবিধা দেওয়া ও ডাক বিভাগের কাজের সুনাম অর্জনের জন্য কর্মীরা কাজ করে যাবেন।”

ধৃত তিন দুষ্কৃতী, উদ্ধার অস্ত্র
দু’টি থানা এলাকা থেকে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। তাদের কাছ থেকে দু’টি পাইপগান, চার রাউণ্ড গুলি, একটি ভোজারি ও চোরাই মোটরবাইক উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, শনিবার রাতে ডিভিসির নির্মীয়মাণ বিদ্যুৎ প্রকল্পে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল কয়েক জন দুষ্কৃতী। নিতুড়িয়া ও রঘুনাথপুর থানার পুলিশ যৌথ ভাবে অভিযান মকিম আনসারি ও লালু আনসারিকে ধরতে পারলেও বাকিরা পালিয়ে যায়। মকিমের বাড়ি পাড়া থানার রিগুড়ি গ্রামে। আর লালু রঘুনাথপুরের জামুয়া গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে আন্তঃরাজ্য দুষ্কৃতী চক্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে পুলিশের দাবি। ধৃতদের রবিবার রঘুনাথপুর আদালতে হাজির করানো হলে বিচারক ৫ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। অন্য দিকে, শনিবার রাতেই পুরুলিয়া-বাঁকুড়া ৬০-এ জাতীয় সড়কের পাতলই সেতুর কাছ থেকে শেখ সাইনা নামে এক দুষ্কৃতীকে ধরে পুরুলিয়া মফস্সল থানার পুলিশ। তার বাড়ি হুড়া থানার হুটমুড়া গ্রামে। রবিবার রাতে পুরুলিয়া আদালতে তোলা হলে বিচারক ৫ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।

লুঠে ধৃতদের পুলিশ হেফাজত
দোকান থেকে গয়না ও টাকা লুঠ করে পালানোর সময় ধরা পড়ে যাওয়া তিন দুষ্কৃতীর পুলিশ হেফাজত হল। রবিবার খাতড়া আদালতের বিচারক ধৃতদের সাত দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। তারা হল চিরঞ্জিৎ রাউৎ, সিনু রাউৎ ও শঙ্কর দাস। ওড়িশার জাজপুরে তাদের বাড়ি। শনিবার সকালে তালড্যাংরার বিবরদা মোড়ের একটি দোকান থেকে ব্যবসায়ীর অসতর্কতার সুযোগে ওই তিন দুষ্কৃতী টাকা ও গয়না ভর্তি একটি ব্যাগ নিয়ে মোটরবাইকে চম্পট দেয়। ফোনে আগাম খবর পেয়ে ওন্দা মোড়ে কয়েক জন যুবক ওই তিন দুষ্কৃতীকে পাকড়াও করে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

শবর মেলা
শেষ হল কেন্দার রাজনোয়াগরে শবরদের মেলা। পশ্চিমবঙ্গ খেড়িয়া শবর কল্যান সমিতি এই মেলার আয়োজন করেছে। তাঁরা জানিয়েছেন, প্রায় দু’দশক ধরে এই মেলার আয়োজন করা হচ্ছে। শনিবার সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন স্বনির্ভর ও স্বনিযুক্তি বিভাগের মন্ত্রী শান্তিরাম মাহাতো। মহাশ্বেতাদেবী বলেন, “শবরদের সমাজের মূলস্ত্রোতে ফেরানো ও তাদের সংস্কৃতি ধরে রাখার জন্য এই মেলার আয়োজন।”

বাস কম, ক্ষোভ
প্রতি রবিবার মানবাজার-পুরুলিয়া রুটে বাস কম চালানোয় যাত্রীরা সমস্যায় পড়েছেন। কেন্দায় এ দিন সাপ্তাহিক হাট বসে। অথচ, বাস কম চলে। এ নিয়ে যাত্রীরা ক্ষুব্ধ। তাঁদের অভিযোগ, কেন্দা হাটের কয়েক জন মদ্যপ মাঝেমধ্যে বাসে উঠে ঝামেলা করে। তাঁদের দৌরাত্ম্যেই হাটবারের দিন বাস কম চালানো হয়। পুরুলিয়া জেলা বাস মালিক সমিতির জেলা সম্পাদক প্রতিভারঞ্জন সেনগুপ্তও একই অভিযোগ করেছেন। তিনি বলেন, “পুলিশ ব্যবস্থা নিলে আশাকরি মদ্যপদের দৌরাত্ম্য কমবে।”

শ্মশানে ছাউনি
বাঁকুড়া শহরের লোকপুর শ্মশানে ছাউনি তৈরি করে দেওয়া হল। শনিবার বাঁকুড়ার পুরপ্রধান শম্পা দরিপা এর উদ্বোধন করেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.