রাইপুরে সমবায়ের সভায় সিপিএম-তৃণমূল মারামারি
মবায় সমিতির সাধারণসভায় সিপিএম-তৃণমূলের মধ্যে বচসা ও মারামারির ঘটনা ঘটল রাইপুরের কেন্দুয়াপাড়া গ্রামে। শনিবার বিকেলে ওই ঘটনায় গ্রামের বাসিন্দা ফাল্গুনী সাউ জখম হয়েছেন। তাঁকে বাঁকুড়া মেডিক্যালে ভর্তি করানো হয়েছে। তৃণমূলের অভিযোগ, স্থানীয় সিপিএমের লোকেরাই সভা ভণ্ডুল করার জন্য হামলা চালিয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন সিপিএমের স্থানীয় নেতৃত্ব। পুলিশ জানিয়েছে, দুই দলের মধ্যে মারামারি হয়েছে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে হরিপদ মণ্ডল নামে এক জনকে গ্রেফতার করা হয়েছে। কেন্দুয়াপাড়া গ্রামে তাঁর বাড়ি। রবিবার ধৃতকে খাতড়া আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে কেলেপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিমির সাধারণসভা ছিল। সমিতির ৬৭৫ জন সদস্যের মধ্যে ৩৫০ জন উপস্থিত ছিলেন। সদস্যদের একাংশ সভার শুরুতে সিপিএমের পরিচালন সমিতি বাতিল করার দাবিতে সরব হন। সেই সময় সিপিএম সমর্থকেরাও ছিলেন। সভায় উপস্থিত বাঁকুড়া জেলা কেন্দ্রীয় কো-অপারেটিভ ব্যাঙ্কের মনোনীত সদস্য বলাই মণ্ডল জানান, এই পরিচালন সমিতি তিন বছরই থাকবে। এই বক্তব্যের জেরে সভায় বাকবিতণ্ডা শুরু হয় সিপিএম-তৃণমূল সমর্থকদের মধ্যে। পরে মারামারিও হয়।
ওই সমবায় সমিতির সদস্য, তৃণমূল শিক্ষা সেলের স্থানীয় নেতা মধুসূদন মণ্ডলের দাবি, “এক বছর আগে এক বছর আগে অগণতান্ত্রিক উপায়ে কেলেপাড়া সমবায় সমিতির পরিচালন সমিতি দখল করেছিল সিপিএম। তার পর থেকে আর সদস্যদের সাধারণসভা ডাকেনি। শনিবার সেই সভা ডাকা হয়। অধিকাংশ সদস্য সিপিএমের পরিচালন সমিতি বাতিল করে নতুন পরিচালন সমিতি গঠনের দাবি জানান।” তাঁর অভিযোগ, “সভায় উপস্থিত সংখ্যাগরিষ্ঠ মতামতকে গুরুত্ব না দিয়ে পরিচালন সমিতির মনোনীত সদস্য বলাই মণ্ডল বর্তমান বোর্ডকে রাখার স্বপক্ষে কথা বলাতেই সভায় উত্তেজনা ছড়ায়। তখন সিপিএমের বহিরাগত লোকজন আমাদেরকে মারধর করে। তার মধ্যে ফাল্গুনী সাউকে বেধড়ক মারা হয়।”
বলাইবাবু অবশ্য বলেন, “সরকারি নিয়মের কথা সভায় বলেছি। এতে আমার কী দোষ আছে?” ওই সমবায় সমিতির সম্পাদক অলোক ঘোষ দাবি করেছেন, “সভায় আমি ছিলাম না। কী হয়েছে বলতে পারব না। তবে আমরা গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়েছি।” সিপিএমের রাইপুর জোনাল কমিটির সম্পাদক শ্যামসুন্দর সিংহ মহাপাত্র তৃণমূলের অভিযোগ অস্বীকার করে বলেন, “গায়ের জোরে সমবায় সমিতির ক্ষমতা কাড়তে চাইছে। প্রথমে মারধর করেছে তৃণমূলের লোকেরাই।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.