ইজরায়েলে পড়ার সুযোগ এখন অনেক
পাশ্চাত্যের দেশগুলিতে অর্থনৈতিক মন্দার জেরে যখন স্কলারশিপের সুযোগ কমেছে, তখন গবেষণার কেন্দ্র হিসেবে ইজরায়েলকে গন্তব্য করা যেতেই পারে। ইজরায়েল সরকার ভারতীয়দের উচ্চশিক্ষা তথা গবেষণার জন্য ২০১২-১৩ সালের সেশনে ভর্তি হতে আগ্রহীদের জন্য স্কলারশিপের ঘোষণা করেছে। শিক্ষার্থী তথা গবেষকের টিউশন ফি, মাসিক ভাতা ও স্বাস্থ্যবিমা এই স্কলারশিপের অন্তর্ভুক্ত। ইজরায়েলে থাকা, যাতায়াত, বিমান ও গাড়িতে ভ্রমণের দায়িত্ব শিক্ষার্থীর নিজের। যে সমস্ত বিষয়ে গবেষণার ক্ষেত্রে এই স্কলারশিপের আবেদন করা যাবে, সেগুলি হল কম্পারেটিভ স্টাডি (উইথ স্পেশাল রেফারেন্স টু জুডাইজম্), মিডল ইস্ট স্টাডিজ, হিব্রু ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, হিস্ট্রি অব দ্য জিউয়িশ পিপল, ইকনমিক্স, এগ্রিকালচার, বিজনেস ম্যানেজমেন্ট, মাস কমিউনিকেশন, এনভায়রনমেন্ট স্টাডিজ, কেমিস্ট্রি, বায়োলজি ও বায়োটেকনোলজি। কেবলমাত্র বিশ্ববিদ্যালয় থেকেই এই স্কলারশিপ পাওয়া যাবে। স্কলারশিপের সময়সীমা ৮ মাস।
ইজরায়েলে এগ্রিকালচার, কেমিস্ট্রি, বায়োলজি, বায়োটেকনোলজি, এনভায়রনমেন্ট স্টাডিজ নিয়ে গবেষণা বা স্পেশালাইজেশন করতে হলে আবেদনকারীর মাস্টারস ডিগ্রিতে ৬০ শতাংশ নম্বর থাকা বাঞ্ছনীয়। বাকি বিষয়গুলিতে আবেদনের জন্য মাস্টারস ডিগ্রিতে ৫৫ শতাংশ নম্বর থাকলেই চলবে। ইংরাজি অথবা হিব্রু ভাষায় দখল থাকার প্রমাণ দাখিল করতে হবে। বয়সের কোনও ঊর্ধ্বসীমা নেই। অনলাইন অ্যাপ্লিকেশনের শেষ তারিখ ৩০ নভেম্বর ২০১১। বিস্তারিত জানতে দেখতে হবে ওয়েবসাইট: http://www.sakshat.ac.in. অথবা ই-মেল করা যেতে পারে এই ঠিকানায়: scholarship@mfa.gov.in.
পর্তুগালে পড়তে আগ্রহী ভারতীয়দের জন্যও রয়েছে কিছু স্কলারশিপের খবর। লিবসনের ক্যামোস ইনস্টিটিউট পর্তুগিজ ভাষা ও সংস্কৃতির উন্নয়ন, সংরক্ষণ ও প্রচারের লক্ষ্যে ভারতীয় ছাত্রদের স্কলারশিপ দেয়। বার্ষিক কোর্স, রিসার্চ প্রোগ্রাম ও গ্রীষ্মকালীন কোর্সের জন্য এই স্কলারশিপ দেওয়া হয়। স্কলারশিপের বিজ্ঞাপন নতুন দিল্লিতে পর্তুগাল দূতাবাস, পর্তুগাল সংস্কৃতি কেন্দ্র এবং গোয়ার পর্তুগিজ কনসুলেটের মাধ্যমে দেওয়া হয়। বিস্তারিত জানতে দেখতে হবে ওয়েবসাইট: www.institute_camoes.pt.
পর্তুগাল সরকারের ফাউন্ডেশন ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডক্টরাল এবং পোস্ট ডক্টরাল স্টাডিজের জন্য স্কলারশিপ অফার করে। বিস্তারিত জানতে পর্তুগাল দূতাবাসে যোগাযোগ করা যেতে পারে, অথবা দেখা যেতে পারে ওয়েবসাইট: www.fct.mct.pt.
গুলবেনকিয়ান ফাউন্ডেশন ও পর্তুগালে ভারতীয় ছাত্রদের পড়ার জন্য স্কলারশিপ অফার করে। বিস্তারিত জানতে ফাউন্ডেশনের শিক্ষা বিভাগে যোগাযোগ করা যেতে পারে। ই-মেল: educa@gulbenkian.pt.

• ইজরায়েলে পড়তে হলে ইংরেজি অথবা হিব্রু ভাষায় দখলের প্রমাণ দেখাতে হবে।
• কিছু কিছু বিষয়ে গবেষণার জন্য স্নাতকোত্তর স্তরে অন্তত ৬০ শতাংশ নম্বর চাই।
• পর্তুগাল সরকার ভারতীয় ছাত্রদের ডক্টরাল ও পোস্ট-ডক্টরাল গবেষণার জন্য স্কলারশিপ দেয়।

জাপানে উচ্চশিক্ষায় আগ্রহী। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সে দেশে স্কলারশিপের সুযোগ কতখানি?


জাপানে পড়তে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য জাপান সরকারের শিক্ষা, সংস্কৃতি, খেলাধূলা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক তিন ধরনের স্কলারশিপ দেয়। প্রফেশনাল ট্রেনিং কলেজে তিন বছরের, প্রযুক্তিবিদ্যার কলেজে চার বছরের এবং ব্যাচেলর ডিগ্রি স্তরে পাঁচ বছরের কোর্স করার ক্ষেত্রে এই স্কলারশিপ পাওয়া যাবে। ছাত্রকে হিউম্যানিটিজ, সমাজবিজ্ঞান ও প্রাকৃতিক বিজ্ঞানের যে কোনও বিষয়ে কোর্স করতে হবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ-এর মাধ্যমে স্কলারশিপের জন্য নির্বাচিত হলে এক বছরের জাপানি ভাষাশিক্ষা এবং অন্যান্য প্রস্তুতিমূলক কোর্স করতে রাজি থাকা দরকার। ভর্তির আবেদনপত্র পাওয়া যাবে কনস্যুলেট জেনারেল অফ জাপান থেকে অথবা ডাউনলোড করা যাবে এই ওয়েবসাইট থেকে www.studyjapan.go.jp

বিদেশে বি এড ইন স্পেশাল এডুকেশন (মাল্টিপ্ল ডিসএবিলিটি ফিজিক্যাল অ্যান্ড নিউরোলজিক্যাল রিহ্যাবিলিটেশন) নিয়ে পড়তে আগ্রহী। আমেরিকায় কোথায় পড়ানো হয়?


আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রিহ্যাবিলিটেশন, ফিজিক্যাল থেরাপির ওপর নানা ধরনের পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের ব্যবস্থা রয়েছে। যেমন, ইস্ট ক্যারোলিনা ইউনিভার্সিটিতে বিহেভিয়ার ডিস-এবিলিটি, লার্নিং ডিস-এবিলিটি, লো-ইন্সিডেন্স ডিস-এবিলিটি, মেন্টাল রিটার্ডেশন প্রভৃতি বিষয়ে পড়ানো হয়। ক্লিভল্যান্ড স্টেট ইউনিভার্সিটিতে স্পেশাল এডুকেশন (মাইল্ড/ মডারেট/ ইনটেনসিভ ডিস-এবিলিটি) কোর্স করার সুবিধা রয়েছে। মাস্টার্স ডিগ্রিতে ভর্তির শর্ত: জি আর ই জেনারেল টেস্ট, টোয়েফল অথবা আই ই এল টি এস স্কোর। ইউনিভার্সিটি অব পিটসবার্গে হেলথ্ অ্যান্ড রিহ্যাবিলিটেশন সায়েন্সেস, ফিজিক্যাল থেরাপি, রিহ্যাবিলিটেশন কাউন্সেলিং, রিহ্যাবিলিটেশন সায়েন্স অ্যান্ড টেকনলজি-র মতো বিষয় পড়ানো হয়। আমেরিকার অধিকাংশ বিশ্ববিদ্যালয়েই স্কলারশিপ, অনুদানের সুবিধা রয়েছে।

ব্রিটেনে কোথায় এয়ারোনটিক্যাল বা এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়?


ব্রিটেনে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এয়ারোস্পেস বা এয়ারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। যেমন, ব্রিস্টল, লিডস, লিভারপুল ইত্যাদি। লিভারপুল বিশ্ববিদ্যালয়ে ‘এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং উইথ পাইলট স্টাডিজ’-এ ব্যাচেলর ও মাস্টার্স ডিগ্রি করা যায়। দ্য ইউনিভার্সিটি অব ম্যাঞ্চেস্টার-এ এই বিষয়ে স্নাতক স্তরে ভর্তির শর্ত উচ্চ মাধ্যমিকে অঙ্ক ও পদার্থবিজ্ঞানে খুব ভাল নম্বর এবং আই ই এল টি এস পরীক্ষায় ভাল স্কোর। ক্র্যানফিল্ড বিশ্ববিদ্যালয়ে এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং-এর এয়ারোডায়নামিক্স, এয়ারোস্পেস প্রোপালসন, অ্যাস্ট্রোনটিক্যাল অ্যান্ড স্পেস ইঞ্জিনিয়ারিং, ডিফেন্স অ্যাকুইজিসন ম্যানেজমেন্ট প্রভৃতি নানা বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন করার সুযোগ রয়েছে। ভর্তির শর্ত: আই ই এল টি এস-এ ৬.৫ স্কোর অথবা টোয়েফল-এ ভাল স্কোর।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.