দেখবে, এমন অনেক মানুষ থাকে যারা অন্যকে কোনও কাজ করার ব্যাপারে ঠিক রাজি করিয়ে নেয়। যেমন, তুমি হয়তো তোমার স্কুল বা কলেজের কোনও একটা অনুষ্ঠানে যোগ দিতে তেমন রাজি নও। কিন্তু তোমার বন্ধু এমন ভাবে বলল যে তুমি তার কথায় কাজটি করতে রাজি হয়ে গেলে। তুমি কাউকে কোনও একটি বিষয়ে রাজি করাতে চাইছ। কী করে করবে? কয়েকটি পরামর্শ দিই:
১) বিষয়টি আকর্ষণীয় করে তোলো বিষয়টি এমন ভাবে পেশ করো যাতে সেটি চিত্তাকর্ষক হয়ে ওঠে। অপর ব্যক্তিটিকে দিয়ে তুমি যা করাতে চাইছ সেই বিষয়টির সুযোগ-সুবিধেগুলো তার সামনে তুলে ধরো। প্রয়োজনে নিজের বক্তব্যে একটু রংও চড়িয়ে দাও। উদাহরণ,
It really is an incredible way to spend a holiday.
It's just fantastic seeing all those fish around you.

২) বিষয়টা এমনভাবে পেশ করো যেন সেটা তোমার খুব ব্যক্তিগত বিষয়টিতে ব্যক্তিগত ছোঁয়া দিতে পারলে অপর ব্যক্তিকে রাজি করাতে সুবিধে হয়। এই সব ক্ষেত্রে তুমি কী বলতে পারো, তার কয়েকটি উদাহরণ দিই। যেমন,
I honestly believe that you’d enjoy it.
You’d really get on with the other guys.

৩) বিষয়টি বার বার আওড়াও অপর ব্যক্তিটির কাছে বিষয়টি মূল বৈশিষ্ট্যগুলি বার বার বলতে থাকো যাতে এক সময়ে সেটা তার মনে গেঁথে যায়। এর জন্য মূল কথাগুলি বার বার আওড়ানো খুব জরুরি। এই সব ক্ষেত্রে তুমি যা বলতে পারো
Let me show you the brochure.
Its upto you,but I’d love you to come

তোমাদের দুটো কথোপকথন দিচ্ছি। অফিসের দুই সহকর্মী A আর B-এর মধ্যে কথা হচ্ছে। A তার বন্ধুদের নিয়ে কোথাও বেড়াতে যাচ্ছে। B-কেও সে সঙ্গে নিয়ে যেতে চায়।
ক) A– So, where are you going on holiday this year?
B - Oh, I don’t know. I guess I’ll go on a beach holiday somewhere as usual.
A - But you do that every year. It’s very boring. Be more adventurous. Go scuba diving. You’ll enjoy it.
B - Oh no. I don’t think so. Don’t think its really meant for me.
A - You must. I’m going scuba diving soon. One of our friends can’t come. You can take his place. You must come.
B - Oh, I don’t know. I have never done it before…………I just like to relax…………I couldn’t do anything like that…………..
A – But you must come. You’ll enjoy it.
B - No…….no,thanks………….Thanks all the same, but that kind of thing isn’t for me.
ছবি: ওঙ্কারনাথ ভট্টাচার্য
A তার বন্ধুদের নিয়ে কোথাও বেড়াতে যাচ্ছে। B-কেও সে সঙ্গে নিয়ে যেতে চায়। কিন্তু কথোপকথনের ধারা দেখে তুমি নিশ্চয়ই বুঝতে পারছ যে B কিন্তু অবশেষে A-এর কথায় রাজি হল না।
এ বার দ্বিতীয় কথোপকথন
খ)
A – So, where are you going on holiday this year?
B - Oh, I don’t know. I guess I’ll go on a beach holiday somewhere as usual.
A - Didn’t you do that last year? And the year before? Why don’t you think about doing something different this time? Listen - I’ve got a good idea. Five of us had a scuba diving holiday booked, but now one of the others can’t go. Why don’t you come along? Its absolutely brilliant. You’re a good swimmer. I’m sure you’ll love it.
B - I don’t think so. It’s really not for me.
A – But why not? It's not that difficult. It doesn’t take long to learn the basics. We have also booked a course. What’s the problem?
B - Isn’t it scary? What about sharks?
A - Don’t you think driving a car is even more dangerous? It's fantastic to see the fish all around, wonderful plants and corals too. It’s a whole new world. It will be an incredible holiday.
B - I can’t afford it. Will be expensive.
A - The holidays you take at the moment are more expensive. You will really enjoy it - more than going to the beach everyday. Have a look at the brochure. The people accompanying us are also great! You won’t have a problem.
B - Well, I don’t know.
A – Well, it's upto you, but I’d love you to come.
B - Well, maybe. I’ll take a look at the brochure.

এই কথোপকথনে B A-র কথায় নিমরাজি হয়েছে বলেই মনে হচ্ছে। ফলে আশা করাই যায় যে অবশেষে B হয়ত A-দের সঙ্গে বেড়াতে যাবে।
দৈনন্দিন জীবনে তুমি কী সহজেই লোকদের রাজি করাতে পারো? বলতে পারো, শেষ কবে তুমি কাউকে কোনও কাজ করতে রাজি করাতে পেরেছিলে? কী ভাবে সেটা করেছিলে?
এ বার তোমাদের কিছু অনুশীলন করতে দিই। কিছু বিষয়ে তোমাকে কাউকে রাজি করাতে হবে। সে ক্ষেত্রে তুমি তাদের কী বলতে পারো সেই নিয়ে কথোপকথন তৈরি করে ফেল। বিষয়গুলি হল
১) একটা সিনেমা তোমার খুব দেখার ইচ্ছে আছে। কিন্তু তোমার বন্ধুর সেটা দেখতে কোনও আগ্রহ নেই। তাকে তুমি রাজি করাবার চেষ্টা করছ।
২) একটি রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে তুমি তোমার সহকর্মীর সাহায্য চাইছ। দায়িত্বটা তোমারই কিন্তু সহকর্মীটি এই ধরনের কাজে বিশেষ দক্ষ। তাকে কী বলে রাজি করাবে।
৩) বাড়ির কোনও একটা বড়সড় দায়িত্ব পালন করতে তোমাকে বাড়ির কারও সাহায্য নিতে হবে। কী ভাবে তাকে সাহায্য করাতে রাজি করবে।
আর একটা অনুশীলন করো। এখানে তোমাদের বেশ কয়েকটি ক্রিয়া দিয়ে দেওয়া হবে। সেই সঙ্গে থাকবে কয়েকটি অসমাপ্ত বাক্য। ঠিক ক্রিয়াটিকে শূন্যস্থানে বসিয়ে তোমাদের বাক্যগুলি পূর্ণ করতে হবে। ক্রিয়াগুলি হল
Lock, hide, avoid, leave, make, minimize, deter, distract, bother, report আর বাক্যগুলি:
1) ....................money and valuables under your clothes.
2) If someone starts to ......................you, politely ask them to leave you alone.
3) .......................dark streets at night.
4) .......................the risk of being robbed by wearing inexpensive clothes and leaving expensive watches and jewellery at home.
5) Never ......................your luggage unattended.
6) .......................thieves by keeping the windows and doors of your car closed when you stop at traffic lights.

যখন তুমি ছুটি এবং ছুটি সংক্রান্ত সমস্যা নিয়ে কথা বলছ তখন বেশ কিছু শব্দ তোমার জেনে রাখা উচিত। এই সূত্রে তোমাদের বিশেষ্যের দুটো তালিকা দেওয়া হল। তোমাদের কাজ হল এই দুটি তালিকা থেকে শব্দ জুড়ে যৌগিক বিশেষ্য
(Compound Noun) তৈরি করা। বিশেষ্যগুলি:

Package
Money
Food
Travel
Tourist
Tour
Charter
Shopping
Service
Youth
holiday
sight
flight
poisoning
hostel
belt
charge
operator
insurance
area

এখানে Youth-এর সঙ্গে hostel যুক্ত করে Youth hostel যৌগিক বিশেষ্য তৈরি হয়। এই ধরনের যৌগিক বিশেষ্য তোমাদের শব্দকোষ বাড়াতে সাহায্য করবে।

শ্রীলাহিড়ী ইউনাইটেডওয়ার্ল্ড স্কুল অব বিজনেস-এ কমিউনিকেশন স্কিল-এর শিক্ষক



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.