গলায় ফাঁস লাগানো অবস্থায় হলদিয়ার ভাড়া বাড়ি থেকে বারুইপুরের এক যুবকের দেহ মিলল। রবিবার ঘটনাটি ঘটেছে। মৃতের নাম অরিন্দম ভট্টাচার্য (৪০)। পুলিশ জানায়, স্থানীয় চকদিপায় এক বেসরকারি সংস্থায় কাজ সূত্রে সেখানে একা থাকতেন তিনি। পুলিশের অনুমান, এটি আত্মহত্যা। অরিন্দমবাবুর পরিজনেরা আত্মহত্যার কারণ বুঝতে পারছেন না। তবে থানায় অভিযোগও দায়ের করেননি তাঁরা। এ দিনই ময়না-তদন্তের পরে অরিন্দমবাবুর দেহ বারুইপুরে আনেন পরিজনেরা।
|
পূর্ব রেলের শিয়ালদহ-নামখানা শাখার নারায়ণপুর স্টেশন থেকে শনিবার বছর আটেকের এক বালক উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, নিজের নাম কৃষ্ণ ও বাবার নাম শিবনাথ রায় বললেও ঠিকানা জানাতে পারেনি বালকটি। শিয়ালদহ থেকে ট্রেনে কোনও ভাবে সে সেখানে পৌঁছয় বলে পুলিশের অনুমান। মন্দিরবাজারের একটি হোমে রাখা হয়েছে তাকে।
|
দোকানে চুরি করতে গিয়ে পুলিশ হাতে ধরা পড়ল তিন দুষ্কৃতী। ঘটনাট ঘটেছে শনিবার রাতে ডায়মন্ড হারবার মহকুমার ন্যাতড়া বাজারে। পুলিশ জানিয়েছে, ধৃত তিনজনের নাম আবুল হোসেন মণ্ডল, রবিউল সাঁপুই এবং সারিব শেখ। প্রথম দু’জনের বাড়ি স্থানীয় জোয়ারু গ্রামে এবং তৃতীয় জন কামালপুরের বাসিন্দা। পুলিশ জানায়, ওই রাতে তিন দুষ্কৃতী বাজারে একটি মুদির দোকানের তালা ভেঙে ভিতরে ঢোকে। পাশের ঘরেই শুয়েছিলেন দোকানমালিক। শব্দ শুনে তিনি বাইরে বেরিয়ে চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয়ে যান। তিনজনকেই ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
|
পূর্ব রেলের শিয়ালদহ-নামখানা শাখার নারায়ণপুর স্টেশন থেকে শনিবার রাতে বছর আটেকের এক বালককে বাসিন্দারা উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়। নিজের নাম কৃষ্ণ ও বাবার নাম শিবনাথ রায় জানালেও বালকটি বাড়ির ঠিকানা জানাতে পারেনি বলে কাকদ্বীপ থানার পুলিশ জানিয়েছে। শিয়ালদহ থেকে ট্রেনে কোনওভাবে সে এখানে এসে পড়ে বলে পুলিশের অনুমান। আপাতত তাকে মন্দিরবাজারের একটি হোমে রাখা হয়েছে।
|
পুলিশকর্মীকে মারধরের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। রবিবার, ঘোলার নাটাগড়ে। উৎপল সরকার নামে ওই পুলিশকর্মী ব্যারাকপুর অতিরিক্ত পুলিশ সুপারের অফিসে কর্মরত। অভিযোগ, উৎপলবাবু রাস্তায় বন্ধুদের সঙ্গে কথা বলার সময়ে স্থানীয় এক যুবক মোটরবাইক এসে তাঁকে মারধর করে পালায়। তাঁর আরও অভিযোগ, সঞ্জয় দাস নামে ওই যুবক তৃণমূলকর্মী। পুলিশ জানায়, এ দিন ওই এলাকায় তৃণমূল শান্তিমিছিল করে। তাতে ছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র ও পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। নির্মলবাবু বলেন, “সিপিএমের অত্যাচারের প্রতিবাদে আমরাই শান্তিমিছিল করি। এ রকম ঘটনা ঘটে থাকলে তা অনভিপ্রেত। ওই যুবকের সঙ্গে তৃণমূলের যোগ আছে কি না, খোঁজ নিয়ে দেখছি।” |