|
|
|
|
দলীয় ‘দুর্নীতি’র প্রতিবাদ, কেশপুরে তৃণমূলের মিছিল |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দুর্নীতি ও তোলাবাজি থেকে দলকে মুক্ত করার দাবিতে পথে নামলেন কেশপুরের তৃণমূল কর্মী-সমর্থকদের একাংশ। রবিবার তাঁরা মিছিল করলেন। মিছিলে নেতৃত্ব দেন তৃণমূলের স্থানীয় নেতা মীর আরশেদ আলি, কাবিল মল্লিক, আব্দুল মান্নান, সাহাদাত কাজি প্রমুখ।
মীর আরশেদ বলেন, “আমাদেরই কিছু নেতা তোলাবাজি ও দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন। আমরা তা হতে দেব না। প্রতিবাদ করব।” তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি দীনেন রায় অবশ্য বলেন, “কেশপুরে মিছিল হয়েছে বলে শুনেছি। কারা তা করেছে, দলের অনুমতি ছিল কি না, মিছিলের বক্তব্য কী ছিল ব্লক সভাপতির কাছে তা জানতে চেয়েছি।” |
|
কেশপুরে তৃণমূলের মিছিল। —নিজস্ব চিত্র |
এক সময়ের সিপিএমের ‘শক্ত ঘাঁটি’ কেশপুরে সম্প্রতি তৃণমূলের প্রভাব বেড়েছে। জোরজুলুম, বয়কট, জোর করে টাকা আদায়ের অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। একাধিকবার হয়েছে গোষ্ঠী-সংঘর্ষ। সম্প্রতি কেশপুর ব্লক সভাপতি বদল করেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। চিত্ত গড়াইয়ের পরিবর্তে দায়িত্ব পান আশিস প্রামাণিক। তার পরেও পরিস্থিতি বদলায়নি।
শনিবারই তৃণমূলের ব্লক স্তরের নেতা নেপাল ঘোষকে মারধরের অভিযোগ ওঠে। নতুন ব্লক সভাপতি সব জেনেও ব্যবস্থা নেননি বলে অভিযোগ দলেরই একাংশের।
মীর আরশেদ আলির দাবি, “আগে চিত্ত গড়াইয়ের লোকজন এক তরফা নির্যাতন চালিয়েছে। চিত্তবাবু শিক্ষক হওয়ায় রেখেঢেকে কাজ করতেন। আর আশিসবাবু প্রকাশ্যেই যা খুশি করছেন। কেশপুরের মানুষ শান্তি চান। সে জন্য আমরা যথাসাধ্য লড়ব।” আশিসবাবুর মন্তব্য, “মিছিলের বিষয়টি খোঁজ নিয়ে দেখব।” |
|
|
|
|
|