জেলা বিভাজনের দাবিতে গত কয়েক মাস ধরে ডিমা হাসাও জেলায় ত্রাস সৃষ্টি করেছিল হিল টাইগার ফোর্স নামে অ-ডিমাসা উপজাতিদের জঙ্গি সংগঠন। আজ ভোরে পুলিশি অভিযানে ধরা পড়ে সংগঠনের স্বঘোষিত কমান্ডার-ইন-চিফ, বেঞ্জামিন জাওলিন জাতে-সহ নয় জঙ্গি।
ডিমা হাসাও জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুরজিৎ সিংহ পানিসর জানান, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে কাল গভীর রাতে অসম রাইফেলসের জওয়ানদের সঙ্গে নিয়ে পুলিশ যৌথ অভিযানে নামে। হাফলং থেকে ৩০ কিলোমিটার দূরে, আর্দা গ্রামের গভীর জঙ্গলে আজ ভোরে একটি জঙ্গিঘাঁটির সন্ধান মেলে। চারদিক থেকে ঘিরে ফেলে গ্রেফতার করা হয় মোট ন’জনকে। তাদের মধ্যে রয়েছে কমান্ডার-ইন-চিফ বেঞ্জামিন জাওলিন জাতে, অর্থসচিব জারে থিয়েক এবং এক জন সার্জেন্ট মেজর। বাকি ছ’জন সাধারণ ক্যাডার।
জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়ে সাতটি বন্দুক, ২টি গ্রেনেড, ২টি পিস্তল, ১৫টি জিলেটিন স্টিক, ১৯টি ডিটোনেটর উদ্ধার করা হয়েছে। রয়েছে বেশ কিছু তাজা কার্তুজও। ধৃতদের সবাইকে হাফলং থানায় জেরা করা হচ্ছে বলে পানিসর জানিয়েছেন। তাঁর আশা, জঙ্গি সংগঠনটির অন্য সদস্যরাও শীঘ্রই ধরা পড়বে। গত কয়েক মাসের মধ্যেই ত্রাস সৃষ্টি করেছিল জঙ্গি সংগঠনটি।
উল্লেখ্য, ২০১০-এর ১ এপ্রিল উত্তর কাছাড় পার্বত্য জেলার নাম বদলে ডিমা হাসাও (ডিমাসাদের অঞ্চল) করা হলে অ-ডিমাসা উপজাতিরা এর প্রতিবাদ করেন। দাবি জানান, জেলা বিভাজন করে তাদের জন্য পৃথক জেলা গঠন করতে হবে। এ নিয়ে শোরগোলের মধ্যেই একই দাবিতে হিল টাইগার ফোর্স আত্মপ্রকাশ করে। মালগাড়ির চালককে গুলি, রেললাইনে বোমা রাখা, স্বশাসিত পরিষদ কার্যালয়ে বিস্ফোরণ-সহ বহু ঘটনা তারা সংঘটিত করে। |