তুলির টান শেষ। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এখন রাজ্যকে বিপণন করতে প্রস্তুত পশ্চিমবঙ্গ সরকার।
আগামিকাল থেকে দিল্লির প্রগতি ময়দানে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। যার উদ্বোধন করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। এ বছর ‘পার্টনার স্টেট’ পশ্চিমবঙ্গ হওয়ায় স্বাভাবিক ভাবেই রাজ্যের প্যাভিলিয়নের দিকে নজর থাকবে সকলের। আর সেটিরই সদ্ব্যবহার করতে প্রথম থেকেই সক্রিয় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলার থিম ‘ভারতীয় হস্তশিল্পঈশ্বরপ্রদত্ত হাতের জাদু’ হলেও পশ্চিমবঙ্গ যে দেশ-বিদেশের মানুষের কাছে অন্যতম পর্যটনস্থল হয়ে উঠতে পারে, মমতার নির্দেশে সেই বার্তাও পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে রাজ্যের প্যভিলিয়নটির মাধ্যমে। রাজ্য প্রশাসন সূত্রের খবর মমতার সক্রিয় তত্ত্বাবধানে প্যাভিলিয়নে বিভিন্ন রকমের হস্তশিল্পের সঙ্গে ফুটে উঠেছে পাহাড়-ডুয়ার্স-দিঘা-সুন্দরবনের মতো পর্যটনস্থলগুলি। এছাড়া ফি বছরের মতো শিল্প বা তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি বিশেষ জোর দেওয়া হয়েছে কৃষিতে বিপণনের উপরেও।
কাল বাংলার প্যাভিলিয়নটির উদ্বোধন করবেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আগামী ২৪ নভেম্বর পশ্চিমবঙ্গ দিবসের দিন আসার কথা রয়েছে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রেরও। এ দিকে রাজ্য প্রশাসনের একটি সূত্রের দাবি, সেই দিন দিল্লি আসতে পারেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে এখনও এ বিষয়ে চূড়ান্ত কিছু জানানো হয়নি। তবে তৃণমূল শিবিরের বক্তব্য, আন্তর্জাতিক মানের এই মেলায় পশ্চিমবঙ্গকে বিপণন করার সুযোগ ছাড়তে সম্ভবত রাজি হবেন না মমতা নিজেই। তাই সেই দিন জাতীয় ও আন্তর্জাতিক মহলের কাছে বাংলায় বিনিয়োগ করার বার্তা দিতে হাজির হতে পারেন তিনি। |