অবশেষে জগদ্দল পাথর নড়েছে। সুদের পুনর্বিন্যাস হতে চলেছে স্বল্প সঞ্চয় প্রকল্পে। কয়েকটিতে সুদ কম-বেশি বাড়বে। কিন্তু তাতে সব ক’টি প্রকল্পেরই যে আকর্ষণ বাড়বে, তা কিন্তু বলা যাচ্ছে না। এক বার দেখে নেওয়া যাক কী কী পরিবর্তন আসছে স্বল্প সঞ্চয় প্রকল্পে।
ডাকঘর সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে সুদ ৩.৫% থেকে বেড়ে হচ্ছে ৪%। আপাতদৃষ্টিতে মন্দ নয়। বাণিজ্যিক ব্যাঙ্কগুলিতে সেভিংস অ্যাকাউন্টের সুদ নিয়ন্ত্রণ মুক্ত হওয়ার পর এরই মধ্যে কিছু বেসরকারি ব্যাঙ্ক ৬% পর্যন্ত সুদ দেওয়ার ঘোষণা করেছে। ছোট ডাকঘরগুলির বহু গ্রাহকের অভিযোগ, তাঁদের সেভিংস অ্যাকাউন্টে সময়মতো সুদ জমা পড়ে না। তাই ডাকঘর সেভিংস অ্যাকাউন্টের জনপ্রিয়তা সুদ বৃদ্ধির ফলে দ্রুত বাড়বে তা কিন্তু বলা যাচ্ছে না। করদাতাদের কাছে অবশ্য এই অ্যাকাউন্টের আকর্ষণ আছে। বছরে একক অ্যাকাউন্টে ৩,৫০০ টাকা এবং যুগ্ম অ্যাকাউন্টে ৭,০০০ টাকা পর্যন্ত সুদ করমুক্ত। জমায় ঊর্ধ্বসীমা যথাক্রমে ১ লক্ষ এবং ২ লক্ষ টাকা।
উৎফুল্ল হওয়ার কারণ আছে পাবলিক প্রভিডেন্ট ফান্ডের (পিপিএফ) লগ্নিকারীদেরও। এক দিকে, এই অ্যাকাউন্টে সুদ ৮% থেকে বাড়িয়ে ৮.৬% করা হয়েছে। অন্য দিকে, বাৎসরিক জমার ঊর্ধ্বসীমা ৭০ হাজার থেকে বাড়িয়ে করা হয়েছে ১ লক্ষ টাকা। পিপিএফ অ্যাকাউন্টের সুদ করমুক্ত। ৮.৬% করহীন সুদের অর্থ ৩০% হারে করদাতাদের কাছে ১২.২৯% করযোগ্য আয়ের সমান। ২০ ও ১০% হার প্রযোজ্য যে সব করদাতাদের জন্য, তাঁদের ক্ষেত্রে করযোগ্য আয় দাঁড়ায় যথাক্রমে ১০.৭৫% ও ৯.৫৬%। সুদ এবং সুরক্ষার বিচারে যথেষ্ট আকর্ষণীয়।
|
• ডাকঘর সেভিংস অ্যাকাউন্টে সুদ ৩.৫% থেকে বেড়ে ৪%।
• পিপিএফ অ্যাকাউন্টে সুদ বেড়ে ৮.৬%। সর্বাধিক জমা বেড়ে ১ লক্ষ টাকা।
• মাসিক আয় প্রকল্পে সুদ ৮.২%। ৫% বোনাস প্রত্যাহার। মেয়াদ কমে ৫ বছর।
• কেভিপি প্রকল্প প্রত্যাহার।
• এনএসসি-র নতুন মেয়াদ ৫ বছর ও ১০ বছর। সুদ ৮.৪% এবং ৮.৭%।
• ১ থেকে ৪ বছর মেয়াদি টাইম ডিপোজিটে সুদ বৃদ্ধি।
• পিপিএফ অ্যাকাউন্ট থেকে ঋণে সুদ বৃদ্ধি।
• এজেন্টদের আয় হ্রাস। |
|
তবে হতাশ করেছে জনপ্রিয় ডাকঘর মাসিক আয় প্রকল্প। এর মেয়াদ ৬ বছর থেকে কমে হচ্ছে ৫ বছর। সুদ বেড়েছে নামমাত্র। ৮% থেকে ৮.২%। প্রত্যাহার করা হয়েছে মেয়াদ শেষে ৫% বোনাস। এর অর্থ গ্রাহকরা ৫ বছরে অতিরিক্ত পাবেন ১% এবং খোয়াবেন ৫%। এই বদল খুশি করবে না অবসরপ্রাপ্তদের।
বাতিল হচ্ছে জনপ্রিয় কিষাণ বিকাশ পত্র বা কেভিপি। গত মার্চের শেষে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে মোট জমা ৬.২০ লক্ষ কোটি টাকার প্রায় ২৬%-ই ছিল কেভিপি বাবদ জমা। জাতীয় সঞ্চয় পত্র বা এনএসসি এ বার থেকে মিলবে দু’টি মেয়াদে, পাঁচ ও দশ বছর। সুদ যথাক্রমে ৮.৪% ও ৮.৭%। আগামী অর্থবর্ষে নতুন প্রত্যক্ষ কর বিধি চালু হলে এনএসসি সম্ভবত কর সাশ্রয়কারী প্রকল্পের মর্যাদা হারাবে। তখন এই প্রকল্পের আকর্ষণ কমবে। কারণ, ব্যাঙ্কের মেয়াদি জমায় সুদ বেশি আকর্ষণীয়। কোনও পরিবর্তন হয়নি সিনিয়র সিটিজেন প্রকল্পের। এক, দুই, তিন এবং চার বছর মেয়াদি ডাকঘর মেয়াদি জমায় (টাইম ডিপোজিট) সুদ বেড়েছে প্রত্যেকটিতেই। নতুন সুদ যথাক্রমে ৭.৭, ৭.৮, ৮ এবং ৮.৩%। এ ক্ষেত্রেও ব্যাঙ্কের মেয়াদি জমা তুলনায় বেশি আকর্ষণীয়।
সুখবর নেই ডাকঘর এজেন্টদের জন্যও। পিপিএফ এবং সিনিয়র সিটিজেন প্রকল্পে কোনও এজেন্সি কমিশন দেওয়া হবে না। ছোট ছোট ডাকঘরে যেখানে গ্রাহক পরিষেবার ব্যবস্থা নেই, সেখানে এজেন্টরাই কিন্তু অনেকটা পরিষেবার সুব্যবস্থা করেন। এঁদের আয় কমলে অসুবিধায় পড়বেন গ্রাহকরাও। নতুন সুদ কবে চালু হবে তা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। প্রতি বছর ১ এপ্রিলের আগে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে ওই সুদ হার কী হবে। অর্থাৎ বাজার অনুযায়ী সুদের হেরফের হতে পারে প্রতি আর্থিক বছরে। এ বারের পরিবর্তন কিন্তু খুশি করবে শুধুমাত্র পিপিএফ গ্রাহকদের। |