বেশ কয়েক জন পুরনো সদস্যকে সরিয়ে নতুন মুখ আনা হল সিপিএমের কালনা শহর লোকাল কমিটিতে। ১৭ জন সদস্যকে নিয়ে গঠিত এই কমিটিতে ১৫ জন রয়েছেন মূল কমিটিতে। আমন্ত্রিত সদস্য হিসেবে রয়েছেন দু’জন।
সম্প্রতি কালনা শহরে অনুষ্ঠিত এই লোকাল সম্মেলনে গত বারের কমিটি থেকে বাদ দেওয়া হয় মিত্রা ঘোষ, গৌরাঙ্গ গোস্বামী, মালবিকা গোস্বামী ও অরুণ বসুকে। নতুন মুখ হিসেবে কমিটিতে এসেছেন কৌশিক মল্লিক, মানিক রায়, জয়দীপ সেন, আশুতোষ পাল এবং মনোরঞ্জন মুখোপাধ্যায়। আমন্ত্রিত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বীরেন বসুমল্লিক ও দিলীপ দত্ত। গত বারের মতো এ বারও সম্পাদক নির্বাচিত হয়েছেন কেশব ঘোষ। দল সূত্রে জানা গিয়েছে, জোনাল কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্যই এলাকার পরিচিত নেতা গৌরাঙ্গবাবুকে লোকাল কমিটিতে রাখা হয়নি। তবে মালবিকাদেবী এবং মিত্রাদেবী দলে প্রয়োজন অনুযায়ী সময় দিতে পারছিলেন না। অন্য দিকে, অরুণবাবুকে কমিটিতে না রাখা প্রসঙ্গে দলের দাবি, চাকরি সূত্রে মালদহে চলে যাচ্ছেন তিনি। তাই এমন সিদ্ধান্ত। তবে ওয়ার্ড কমিটি থেকে অরুণবাবুর বিরুদ্ধে কিছু অভিযোগ উঠছিল বলেও দলের অন্য একটি সূত্রে জানা গিয়েছে।
তবে সদ্য নির্বাচিত নতুন কমিটি নিয়েও বেশ কিছু প্রশ্ন উঠেছে। গত বার যেখানে মহিলা সদস্যের সংখ্যা ছিল তিন জন, সেখানে এ বার রয়েছেন মাত্র এক জন। গোটা কমিটিতে দলের সর্বক্ষণের কর্মী মাত্র তিন জন। কমিটিতে নেই কোনও শ্রমিক শ্রেণির প্রতিনিধিও। লোকাল কমিটির সম্পাদক কেশববাবু অবশ্য বলেন, “আগামী দিনে লোকাল কমিটিতে মহিলাদের প্রতিনিধিত্ব এবং সর্বক্ষণের কর্মী বাড়ানোর ব্যাপারে ইতিমধ্যেই চিন্তা-ভাবনা শুরু হয়েছে।” |