টুকরো খবর
আরও কয়েকটি বাড়িতে ফাটল সাঁকতোড়িয়ায়
কুলটি থানার সাঁকতোড়িয়া কলোনি এলাকায় রবিবার ছবিটি তুলেছেন শৈলেন সরকার।
ফাটল বেড়েছে সাঁকতোড়িয়ার ধস কবলিত এলাকায়। শনিবার সকাল থেকেই ফাটলের অংশ বড় হতে শুরু করে। রবিবার তা আরও খানিকটা বেড়েছে। কয়েকটি বাড়িতেও নতুন করে ফাটল দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত বাড়িগুলির বাসিন্দারা নিরাপদ স্থানে সরে গিয়েছেন। তবে এলাকাবাসীর ক্ষোভ, প্রশাসনের তরফে বিশেষ সাহায্য মিলছে না। শুক্রবার দুপুরে আচমকা ধস নামে কুলটি থানার সাঁকতোড়িয়া কলোনি এলাকায়। সে দিন চারটি বাড়িতে ফাটল ধরে। এর মধ্যে দু’টি বাড়িতে বেশি ক্ষতি হয়। একটি মাঠের বেশ কিছুটা অংশও বসে যায়। সেখানে তৈরি হওয়া গর্ত থেকে ধোঁয়া বেরোতে থাকে। শনিবার ওই এলাকায় ধসের অংশ বেড়েছে। মাটির তলা থেকে আরও বেশি ধোঁয়া বেরোচ্ছে। নতুন করে আরও প্রায় ১০টি বাড়িতে ফাটল ধরেছে। রবিবার এলাকায় গিয়ে দেখা যায়, বাসিন্দারা আতঙ্কিত। শনিবার থেকেই নিজের বাড়ি ছেড়ে আত্মীয়ের বাড়িতে থাকছেন মহম্মদ ইমরান। তাঁর কথায়, “শনিবার রাতে ঘরের দেওয়ালে ফাটল দেখতে পাওয়ার পরে ভয়ে আর থাকতে পারিনি। রাতেই আত্মীয়ের বাড়িতে উঠি।” তাঁর মতোই নিজেদের ফাটল ধরা বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল বেশ কয়েক জন বাসিন্দাকে। তবে বাড়ি ধসে পড়ার ভয়ে কেউই ঢুকতে সাহস করছেন না। ধসের ঘটনার পরেই এলাকায় যায় পুলিশ। ফাটল ভরাট করার জন্য ইসিএলের তরফে এলাকায় বালি মজুত করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ, প্রশাসনের তরফে ঠিক মতো উদ্যোগ হচ্ছে না। এ বিষয়ে আসানসোলের মহকুমাশাসক সন্দীপ দত্ত জানান, ডিরেক্টর জেনারেল অফ মাইনস সেফটি (ডিজিএমএস)-র তরফে ওই এলাকাটি ধসপ্রবণ বলে চিহ্নিত করা হয়েছে। তিনি বলেন, “এলাকার বাসিন্দাদের আগেই উঠে যেতে বলা হয়েছে। তাঁদের জন্য পুনর্বাসনেরও ব্যবস্থা করবে প্রশাসন।” সন্দীপবাবুর আশ্বাস, প্রশাসনের তরফে এলাকার পরিস্থিতি নিয়ে খোঁজখবর রাখা হচ্ছে।

জল ঢুকে কাজ বন্ধ খনিতে
নিজস্ব চিত্র।
খনিগর্ভে জল ঢুকে উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে ইসিএলের পাণ্ডবেশ্বর এরিয়ার পাণ্ডবেশ্বর ২ নম্বর খনিতে। কর্মরত ৩৫ জন শ্রমিক উপরে উঠে আসেন। কোলিয়ারি সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে ৭টা নাগাদ পাম্প খালাসি দেখেন পাম্পটি ডুবতে বসেছে। তিনি চিৎকার জুড়ে দেন। কর্মরত শ্রমিকরা উপরে উঠে চলে আসেন। এর পরে ম্যানেজার বিদ্যুৎ বন্দোপাধ্যায়-সহ অন্য অধিকর্তারা প্রয়োজনীয় কাজ শুরু করেন। ইন্ডিয়ান ন্যাশনাল মাইনস অফিসিয়াল অ্যান্ড সুপারভাইসারি স্টাফ অ্যাসোসিয়েশনের পাণ্ডবেশ্বর এরিয়ার সম্পাদক আশুতোষ বন্দ্যোপাধ্যায় জানান, উপরিভাগের কাজ আগেই বন্ধ হয়ে গিয়েছে। সেখানে জল আটকে রাখা হয়েছিল। কিন্তু নিয়মিত পর্যবেক্ষণ করা হয়নি। যার জেরে ওই ‘স্টপিং’-এ ছিদ্র তৈরি হওয়ায় জল চুঁইয়ে ভিতরে ঢুকে যায়। এক সঙ্গে বেশি পরিমাণ জল ঢুকলে দুর্ঘটনা ঘটতে পারত। কর্তৃপক্ষ এই গাফিলতির দায় এড়িয়ে যেতে পারেন না। ইসিএলের সিএমডি-র কারিগরি সচিব নীলাদ্রি রায় জানান, আর ২/৩ কয়লা স্তরে কাজ হচ্ছে। এর উপরের তলায় কয়লা অনেক আগেই কেটে নেওয়া হয়েছে। স্বাভাবিক ভাবেই ভূগর্ভে জমে যাওয়া জল দেওয়াল দিয়ে স্টপিং করা হয়েছিল। কী কারণে জল ভিতরে ঢুকেছে তা খতিয়ে দেখা হচ্ছে। শ্রমিকেরা জানান, ১৫ দিন ধরে জল চুঁইয়ে ঢুকছে। কর্তৃপক্ষকে বলেও কোনও লাভ হয়নি।

দু’টি পৃথক পথ দুর্ঘটনায় মৃত ২
দু’টি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। রবিবার কুলটি থানার শীতলপুরের কাছে ৩ নম্বর রেল গেটের কাছে ট্রাক্টরের ধাক্কায় মারা গিয়েছেন এক মোটরবাইক আরোহী। পুলিশ জানিয়েছে, মৃতের নাম দুগাই মুর্মূ (৩৬)। বাড়ি শীতলপুরে। জখম অবস্থায় তাঁকে ইসিএলের সাঁকতোড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান। অন্য দিকে, রবিবার সকালে আসানসোল দক্ষিণ থানার ঘাঘড়বুড়ি মন্দিরের কাছে ২ নম্বর জাতীয় সড়কে একটি দেহ উদ্ধার করেছে পুলিশ। বছর তিরিশের ওই পুরুষ মৃতদেহের নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ।

বিশ্ব ডায়াবেটিক দিবসে পদযাত্রা
বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে রবিবার এক পদযাত্রা হয়। মহকুমাশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া এই পদযাত্রার উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায়। ডায়াবেটিস বিষয়ে সচেতনতা গড়তে আয়োজিত এই পদযাত্রায় যোগ দেন চিকিৎসক, কলেজ পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষজন। পরে বিনামূল্যে ডায়াবেটিস চিকিৎসার শিবিরও আয়োজিত হয়।

খনিকর্মীর দেহ উদ্ধার
হাসপাতালের বাথরুমে এক খনিকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম লতিফ মিঞা (৪৬)। ইসিএলের বহুলা কোলিয়ারির নর্থ জামবাদ ইউনিটে কাজ করতেন তিনি। শনিবার মৃতের পোষ্যকে চাকরির দাবিতে সিটু-র নেতৃত্বে কোলিয়ারিতে বিক্ষোভ দেখানো হয়। কর্তৃপক্ষ এক মাসের মধ্যে চাকরি দেওয়ার চুক্তি করেছেন। লতিফকে সংস্থার ছোড়া রিজিওন্যাল হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার ভোরে তাঁর মৃতদেহ মেলে।

নেতা স্মরণ
এক বছর আগে গুলিবিদ্ধ হয়ে মৃত তৃণমূল নেতার স্মরণ সভা করল দল। জামুড়িয়ার পরাশিয়ায় ২০১০-এর ১৩ নভেম্বর বাড়ির সামনে একটি ক্লাবে শুয়েছিলেন বৈজ্যনাথ সিংহ নামে ওই নেতা। সিপিএম আশ্রিত চার দুষ্কৃতী তাঁকে ঘর থেকে বের করে গুলি করে চম্পট দেয় বলে অভিযোগ। এর পরে পুলিশ দু’জনকে গ্রেফতার করে।

অবৈধ কয়লা কেনায় ধৃত
অবৈধ কয়লা কেনার দায়ে একটি বেসরকারি সিমেন্ট কারখানার সুপারভাইজারকে শনিবার আসানসোল আদালতে পাঠাল রানিগঞ্জ পুলিশ। শুক্রবার মঙ্গলপুর শিল্পতালুকের একটি কারখানায় অভিযান চালিয়ে তারা ৪ টন কয়লা বাজেয়াপ্ত করে। পুলিশের অনুমান, বাঁশড়া বৈধ প্যাচ থেকে ওই কারখানায় কয়লা ঢুকছিল। গেটেই অবশ্য তা আটক করা হয়। কারখানার দুই কর্ণধারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাঁদের দু’জনকে না পেলেও এ দিন সুপারভাইজার অরবিন্দ ঝাকে গ্রেফতার করা হয়।

নিরাপত্তারক্ষী প্রহৃত
কয়লা চোরদের আটকাতে গিয়ে দুষ্কৃতীদের হাতে মারে জখম হয়েছেন এক নিরাপত্তাকর্মী। তাঁকে কোলিয়ারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার নর্থ সিহারসোল কোলিয়ারির কয়লা ডিপোয়। কোলিয়ারি সূত্রে জানা গিয়েছে, জনা দশেক দুষ্কৃতী কয়লা চুরি করতে হঠাৎ চড়াও হয়। নিরাপত্তারক্ষী সৈকত খান বাধা দিতে গেলে দুষ্কৃতীরা রুখে দাঁড়ায়। সৈকতবাবুকে বাঁচাতে গিয়ে অন্য এক নিরাপত্তারক্ষী তাপস বাউরিও জখম হন। পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত চলছে।

লরির ধাক্কায় মৃত্যু
লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক মোটরবাইক আরোহীর। রবিবার বিকেলে জাতীয় সড়কে গাঁধী মোড়ে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সৈকত ভট্টাচার্য (৩০)। বাড়ি বি-জোনে। তিনি একটি বেসরকারি হাসপাতালের কর্মী ছিলেন।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় বিদুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জখম অবস্থায় আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন আরও দু’জন। রবিবার ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার হিজলগড়া শিল্পতালুকে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম দয়ানাথ কর্মকার (২১)। বাড়ি বেনালি গ্রামে। পুলিশ ও কারখানা সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল সাড়ে ৯ টা নাগাদ ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন ওই তিন জন। ক্ষতিপূরণের দাবিতে আইএনটিটিইউসি-সহ অন্য সংগঠনগুলি বিক্ষোভ দেখায়। কর্তৃপক্ষ সাড়ে ৪ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ও পোষ্যকে চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন।

গুলিতে জখম
এটিএম-এ টাকা ভরতে গিয়ে নিজেরই বন্দুক থেকে গুলি ছুটে কান ভেদ করে গেল এক নিরাপত্তাকর্মীর। তাঁকে অচেতন অবস্থায় ভর্তি করানো হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। পুলিশ জানিয়েছে, জখম নিরাপত্তারক্ষীর নাম নুরুল ইসমাল। শনিবার বিকাল ৩টে নাগাদ বেনাচিতির শালবাগানের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম-এর সামনে ঘটনাটি ঘটে। দুই কর্মী এটিএম-এর ভিতরে ঢুকে সাটার বন্ধ করে টাকা ভরার কাজ করছিলেন। বাইরে গাড়িতে বসেছিলেন ওই নিরাপত্তারক্ষী। হঠাৎ গুলির আওয়াজ শুনে ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

দুর্ঘটনায় মৃত ৩
অ্যাম্বুল্যান্সের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে তিন জনের। মৃতেরা হলেন শেখ ইব্রাহিম (৩৭), বিশ্বনাথ সাহা (৫৫) ও সুকুমার মণ্ডল (৫২)। ইব্রাহিমের বাড়ি বীরভূমে। বিশ্বনাথবাবুর বাড়ি বোলপুরে ও সুকুমারবাবুর বাড়ি ভাতারে।

কোথায় কী

বর্ধমান
শিশু দিবস উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা। দুপুর আড়াইটা। উৎসব ময়দান।
উদ্যোগ: বর্ধমান ফিজিক্যাল কালচারাল সেন্টার।

বিজয়া সম্মেলন। রাজবাড়ি সভাগৃহ। দুপুর ২টা। উদ্যোগ: বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি।

শিশু দিবস পালন। ডিউ ড্রপ কিন্ডারগার্টেন স্কুল। সকাল ৯টা।

কাটোয়া
সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। বিকাল ৫টা। স্টুডেন্টস হেলথ হোম ভবন। উদ্যোগ: স্বেচ্ছাসেবী সংস্থা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.