মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূধ্বর্র্ ১৪ ফুটবল লিগে চ্যাম্পিয়ন হল উখড়া ফুটবল অ্যাকাডেমি। শনিবার নবদিগন্ত মাঠে ফাইনালে তারা তানসেন এসি-কে ১-০ গোলে হারায়। দ্বিতীয়াধের্র ১২ মিনিটের মাথায় গোলটি করেন রাজু আকুড়ে। এ দিনই প্রথম ডিভিশনে চ্যাম্পিয়ন সুভাষচন্দ্র বয়েজ ক্লাব ও রানার্স ভারতী ভলিবল ক্লাব এবং দ্বিতীয় ডিভিশনে চ্যাম্পিয়ন উখড়া ফুটবল অ্যাকাডেমি ও রানার্স পলাশডিহা আদিবাসী স্পোর্টিং ক্লাবের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায় ও তুষার ভট্টাচার্য।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৭ ফুটবল লিগের প্রথম খেলায় রবিবার জয়ী হল অআকখ কালচারাল ক্লাব। ভগৎ সিংহ ক্রীড়াঙ্গনে আয়োজিত খেলায় তারা সেক্টর ২ সি বিধাননগরকে ২-০ গোলে হারায়। গোল করেন সঞ্জয় হাড়ি ও সঞ্জিত গড়াই।
|
বালানপুর মাঠে তরুণ সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল চুনভাটি আদিবাসী ক্লাব। ফাইনালে তারা গিরমিট শান্তি সঙ্ঘকে ২-০ গোলে হারায়। ফাইনালের সেরা হন যুগ্মভাবে জয়ী দলের অমর ওরাঁও ও বিজিত দলের সারথি রায়চৌধুরী। আয়োজকদের পক্ষে ভগীরথ বাউরি জানান, ১৬টি দল প্রতিযোগিতায় যোগ দিয়েছে।
|
আইএফএ পরিচালিত আন্তঃস্কুল মির ইকবাল হোসেন ট্রফির আসানসোল জোনের চূড়ান্ত খেলায় জয়ী হল ঢাকেশ্বরী উচ্চ বিদ্যালয়। কালাঝড়িয়া মাঠের খেলায় তারা হিরাপুর মানিকচাঁদ বয়েজকে ১-০ গোলে হারায়। |