বামেদের দুষে রাজ্যকে রাজস্ব আদায় বাড়াতে বললেন প্রণব
‘আকাশ ছোঁয়া’ মূল্যবৃদ্ধির কথা মেনে নিয়েও রেশনের মতো গণবণ্টন ব্যবস্থার উপরেই ভরসা রাখলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। শনিবার তিনি বলেন, গণবণ্টন ব্যবস্থায় ত্রুটি না থাকলে ‘আকাশ ছোঁয়া দ্রব্যমূল্যের দিনেও’ দারিদ্রসীমার নীচে বসবাসকারী মানুষদের কষ্ট লাঘব হত।
প্রণববাবু বলেন, রেশনের মাধ্যমে রাজ্যের বিপিএল তালিকাভূক্ত পরিবারগুলির সস্তায় চাল, গম, ভোজ্য তেল-সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য দেওয়া যায়। রাজ্যকেই এই বণ্টনের কাজ করতে হবে। অর্থমন্ত্রীর কথায়, “তা হলেই ফার্ম গেট থেকে কিচেন প্লেট পর্যন্ত দামের বিশাল ফারাক বন্ধ হবে।” শনিবার বহরমপুর রবীন্দ্রসদনে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের ‘পঞ্চায়েতিরাজ কনভেনশন’-এ, দেশের সবর্ত্রই গণবণ্টন ব্যবস্থা ঢেলে সাজার পরামর্শ দিলেন তিনি। এত দিন এই গণবণ্টন ব্যবস্থা ঢেলে সাজার দাবি করে এসেছে বামপন্থীরাই। খাদ্যশস্যের সরবরাহ বন্ধ করে রেশন ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়ার অভিযোগে তারাই বরাবর কংগ্রেস ও বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলেছে। বিপদের দিনে সেই রেশন ব্যবস্থাকেই ঢাল হিসাবে বেছে নিতে হচ্ছে প্রণববাবুকে।
রাজ্যের ‘বেহাল’ আর্থিক অবস্থার জন্যও অর্থমন্ত্রীর অভিযোগের আঙুল উঠছে আগের বামফ্রন্ট সরকারের আর্থিক নীতির দিকেই। তিনি বলেন, “ধার ও আয়ের মধ্যে একটা পার্থক্য রয়েছে। ৩৪ বছর ধরে একটা সরকারকে সেটা বোঝাতে পারিনি। ফলে দেশের মধ্যে এ রাজ্যের মাথাপিছু ঋণ সব চেয়ে বেশি।” সেই সঙ্গে পেট্রোলের দাম কমানোর ক্ষমতা যে কেন্দ্রের হাতে নেই, সেটাও স্পষ্ট করে দিয়েছেন তিনি।
এ দিনের সম্মেলনে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর অভিযোগ, “কেন্দ্র টাকা দিলেও মুর্শিদাবাদ জেলায় সহায়ক মূল্যে ধান কিনছে না রাজ্য সরকার।” এ প্রসঙ্গে প্রণববাবুও বলেন, “ধান, পাট, গম-সহ অতিরিক্ত কৃষি উৎপাদনের শতকরা ৩০ ভাগ রাজ্য সরকার কিনে নিলে বাজার তেজি হয়। সব রাজ্য সরকারকে অনুরোধ করব, তারা যেন সরকার নির্ধারিত সহায়ক মূল্যে কৃষকের কাছ থেকে ধান কেনে। জুট কর্পোরেশনকেও বলব সহায়ক মূল্যে চাষির কাছ থেকে পাট কিনতে।”
এ দিন সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রদেশ নেতৃত্বের অনেকেই। রাজ্য সরকারের প্রতি তাঁদের উষ্মা কেউই আড়াল করেননি। প্রদেশ সভাপতি প্রদীপ ভট্টাচার্য বলেন, “মনে রাখবেন জোট করা হয়েছে সরকার গড়তে। কংগ্রেসকে হত্যা করতে নয়।” পরে নদিয়ার বগুলাতেও একটি প্রতিবাদ সভাতেও প্রায় একই কথা বলেন প্রদীপবাবু। সেখানে সেচমন্ত্রী মানস ভুঁইয়া তৃণমূলের নেতৃত্বাধীন জোট সরকারের দিকে প্রশ্ন তোলেন, “আমরা পরিবর্তন চেয়েছিলাম। এ কী সেই পরিবর্তন?” নির্বেদ রায় বলেন, “পুরনো (বামফ্রন্ট) সরকারের জুতোতেই পা গলাচ্ছে এই সরকার।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.