জাতীয় ফুটবল কোচ হিসাবে স্যাভিও মেডেইরার অভিষেক হচ্ছে রবিবার গুয়াহাটিতে। মালয়েশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ দিয়ে।
বব হাউটনের সঙ্গে সহকারী কোচ হিসাবে চার বছর থেকেছেন ভারতীয় দলের সঙ্গে। কিন্তু জাতীয় কোচ হিসাবে আত্মপ্রকাশের ম্যাচে একবেলার বেশি অনুশীলনের সুযোগ পেলেন না স্যাভিও। এ জন্য আক্ষেপ রয়েছে আর্মান্দো কোলাসোর উত্তরসূরির। সাংবাদিকদের বলেছেন, “আই লিগের মধ্যে জাতীয় দলের ম্যাচ পড়লে কাজটা কঠিন হয়। অনুশীলনের সময়ই পেলাম না। বড় সমস্যা। সে জন্যই আমার চেনা ফুটবলারদের টিমে ডেকেছি। ফেডারেশন নিশ্চয়ই ভবিষ্যতে এ রকম সময়ে এ রকম ম্যাচ করা নিয়ে ভাববে।”
ফিফা র্যাঙ্কিংয়ে সামান্য এগিয়ে থাকা মালয়েশিয়ার বিরুদ্ধেও কোনও ঝুঁকি নিতে চাইছেন না নতুন কোচ। হায়দরাবাদে আফ্রো এশিয়ান গেমসে মালয়েশিয়ার বিরুদ্ধে শেষ খেলেছিল ভারত। ড্র হয়েছিল। স্যাভিও বলছেন, “মালয়েশিয়া বেশ ভাল দল। ওদের টিমে বেশ কিছু অভিজ্ঞ ফুটবলার আছে। এই ম্যাচটা আমাদের কাছে চ্যালেঞ্জের।” নিজের দলকে উদ্বুদ্ধ করার জন্য জাতীয় কোচের আরও সংযোজন, “ওরা র্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে এগিয়ে থাকলেও আমরা একেবারেই চিন্তিত নই। আমাদেরও দলে জেজে, জুয়েল রাজার মতো জুনিয়র ছেলে যেমন আছে, তেমনই এমন কিছু অভিজ্ঞ ফুটবলার আছে যারা যে কোনও ম্যাচই জেতাতে পারে।”
গুয়াহাটিতে বহুদিন পর জাতীয় ফুটবল দল খেলছে। অসমের রাজ্যপাল থেকে মুখ্যমন্ত্রী সবার থাকার কথা স্টেডিয়ামে। সেখানেই এ দিন বিকেলে অনুশীলন করান স্যাভিও। যে টিম প্র্যাক্টিসে খেলেছে তাতে ম্যাচে সুনীল ছেত্রীর সঙ্গে ফরোয়ার্ডে হয়তো থাকবেন জোয়াকিম আব্রাঞ্চেস। মাঝমাঠে ক্লিফোর্ড মিরান্ডা, ক্ল্যাইম্যাক্স লরেন্স, জুয়েল রাজা ও স্টিভন ডায়াস। রক্ষণে দুই স্টপার মহেশ গাউলি-গৌরমাঙ্গি সিংহ। দুই সাইড ব্যাক রহিম নবি ও যশপাল সিংহ। অধিনায়ক কাকে করা হবে তা এখনও ঠিক করেননি কোচ। ক্লাইম্যাক্স-সুনীল না অন্য কেউ, রবিবার সিদ্ধান্ত নেবেন স্যাভিও। |