অস্ট্রেলিয়ার সাইমন স্টোরিকে বাতিল করে তাঁরই স্বদেশীয় ড্যানিয়েল জিলানিকে নিতে চলেছে মোহনবাগান। এ ব্যাপারে কর্তাদের সবুজ-সঙ্কেত দিয়েছেন মোহন-টিডি। সইসাবুদ হয়ে গেলে ২০ নভেম্বর ডার্বি ম্যাচে তাঁকে নামিয়ে দেওয়ার কথাও ঘুরছে সুব্রত ভট্টাচার্যের মাথায়।
রবিবার কলকাতা লিগের প্রথম ম্যাচে বিদেশিও নামাচ্ছেন সুব্রত। টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে অসীম বিশ্বাসের সঙ্গে ফরোয়ার্ডে শুরু করবেন অধিনায়ক ব্যারেটো। চোট লাগার পর তাঁর প্রথম ম্যাচ।
টিমের বর্তমান পরিস্থিতি সামাল দিতে চব্বিশ ঘণ্টার মধ্যেই নিজের দু’টো সিদ্ধান্ত পাল্টে ফেললেন সুব্রত। আরও একটু ‘ভাল ফুটবলার’ চাইলেও, ড্যানিয়েলকে সই করানোর ব্যাপারে শেষ পর্যন্ত কর্তাদের যুক্তিতেই সায় দিলেন মোহন-টিডি। সুব্রত বললেন, “হাতে আর সময় নেই। নতুন ভাল বিদেশি ফুটবলার খুঁজতে গেলে জানুয়ারির তৃতীয় সপ্তাহ হয়ে যাবে সই করাতে। তত দিনে আই লিগের অনেক ম্যাচ হয়ে যাবে। হেরেটেরে গেলে ঝামেলা। টিমে চোট-আঘাতের যা অবস্থা তাতে একজন স্টপার দরকার। তাই ড্যানিয়েলকেই সই করানোর জন্য ক্লাবকে বলেছি।” ডার্বি ম্যাচের আগে কলকাতা লিগে বিদেশি নামাবেন না বললেও প্রথম ম্যাচেই ব্যারেটোকে নামানোর ব্যাপারে সুব্রতর ব্যাখ্যা, “ব্যারেটো সবে চোট সারিয়ে ফিট হয়েছে। ওকে আরও ম্যাচ ফিট করানো দরকার। বিশেষ করে বড় ম্যাচের জন্য। তাই কাল খেলাব। তবে ওডাফাকে আমি সরাসরি বড় ম্যাচে নামাব। হাদসনকেও হয়তো তাই করব।” এ দিন আবার কলকাতা লিগের কথা ভেবে গৌতম ঠাকুরকে সই করাল মোহনবাগান।
এ দিকে, গ্লাসগো রেঞ্জার্স ট্রায়ালে ডাক পাওয়া সুনীল ছেত্রী প্রসঙ্গে ক্লাব সচিব অঞ্জন মিত্র বললেন, “আমরা ম্যাচ সংগঠন নিয়ে ব্যস্ত। সুনীল নিয়ে পরে ভাবব।” তবে ক্লাব সূত্রের খবর, সুনীলের সঙ্গে কোথাও ট্রায়ালে সুযোগ পেলে ছাড়ার কথা ক্লাবের চুক্তিতে নেই। তবে অন্য ক্লাবে সই করলে ট্রান্সফার ফি দেওয়ার কথা লেখা আছে। সুনীলের এজেন্ট যোগেশ যোশীর চিঠি পেলেও তাই ক্লাব কর্তারা মাথা ঘামাচ্ছেন না। কর্তারা ঠিক করেছেন, বেশি জোরাজুরি করলে বিশাল অঙ্কের ট্রান্সফার ফি চাওয়া হবে।
|
কলকাতা লিগ
মোহনবাগান: টালিগঞ্জ অগ্রগামী (মোহনবাগান, ২-১৫) |