ইস্টবেঙ্গল-৩ (রবিন্দর, সুনীল, রবিন)
জর্জ টেলিগ্রাফ-১(ওরোক)
|
কলকাতা লিগের প্রথম ম্যাচ। বিপক্ষে কোনও তারকা ফুটবলার নেই। রিজার্ভ বেঞ্চকে পরীক্ষা করার আদর্শ ক্ষেত্র। আর সেই পরীক্ষায় ভাল ভাবেই পাস ট্রেভর মর্গ্যানের লাল-হলুদ ফুটবলাররা। ইস্টবেঙ্গলের ‘দ্বিতীয়’ দলের রবিন্দর এবং চরণ রাই তো লেটার মার্কস পেলেন। আই লিগে ইস্টবেঙ্গলের শেষ ম্যাচের প্রথম এগারোর শুধু টোলগে ছিলেন শনিবারের প্রথম দলে।
লাল-হলুদ ফুটবলাররা তাঁদের পারফরম্যান্সের সার্টিফিকেট পেলেন বিপক্ষ কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যের কাছ থেকেও। “গতি ইস্টবেঙ্গলের বড় সম্বল। এই জায়গায় ওরা মোহনবাগানের থেকে এগিয়ে,” মন্তব্য বিশ্বজিৎ ভট্টাচার্যের। লিগের প্রথম ম্যাচ প্রাধান্য নিয়ে জিতে খুশি মর্গ্যান, “এ ভাবেই কলকাতা লিগে খেলতে খেলতে রিজার্ভ বেঞ্চ তৈরি হয়ে যাবে। আই লিগে সুবিধাই হবে।” মর্গ্যানের ৪-৩-৩ ছকে টোলগের সঙ্গী ছিলেন রবিন সিংহ এবং লেন। টোলগে যদি সবচেয়ে উজ্জ্বল হন, তো কলকাতা লিগের প্রথম খেলতে নেমে লেন বিবর্ণ। আর রবিন! নামের পাশে একটি গোল থাকলেও একটা মুভও করেননি মনে রাখার মতো। মিসপাস। গোলকিপারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ। |
গোলের পর রবিন্দর। শনিবার। -নিজস্ব চিত্র |
বরং আট মিনিটেই বাঁ পায়ের আউট স্টেপে অসাধারণ গোল করলেন রবিন্দর। লেফট হাফে নব্বই মিনিটই দায়িত্ব নিয়ে খেললেন। চরণ রাই অসাধারণ কিছু থ্রু বাড়ালেন মাঝমাঠের ডান দিক থেকে। বিরতির ঠিক আগে রবিনের গোলটাও তৈরি করে দিলেন চরণ-ই। তার মিনিট পাঁচেক আগেই অবশ্য হেডে ২-০ করে দিয়েছেন সুনীল ঠাকুর। তবে গুরবিন্দরের সঙ্গে বোঝাপড়ায় এখনও সড়গড় নন সুনীল। জর্জে জোড়া বিদেশি স্ট্রাইকার আরও তৎপর হলে পরীক্ষায় ফেলতে পারতেন সুনীল-গুরবিন্দরকে। শেষ বাঁশি বাজার কিছু সেকেন্ড আগে জর্জের ওরোক যখন বক্সের বাইরে থেকে শট নিলেন তখন লাল-হলুদ ডিফেন্ডাররা কাছেই ছিলেন না।
শেষ ২০ মিনিট টোলগের বদলে পেনকে নামান মর্গ্যান। বাকি দুটি বদলও একইসঙ্গে। তা-ও আর গোলের রাস্তা খুলতে পারেনি ইস্টবেঙ্গল। শোনা যাচ্ছে, বড় ম্যাচের আগে মেহতাব হোসেনকে ম্যাচ ফিট করার জন্য কলকাতা লিগে খেলাতে চান মর্গ্যান। এ দিকে, গুয়াহাটির মালয়েশিয়া ম্যাচ খেলে জাতীয় দল কলকাতায় ফিরলেই মেহতাবকে সোমবার যোগ দিতে হবে জাতীয় ক্যাম্পে। কিন্তু সেখানে চোটের কারণে তিনি বাতিল হলে পর দিনই কলকাতা লিগে বিএনআর ম্যাচে তাঁকে খেলানো সম্ভব হবে কী করে?
ইস্টবেঙ্গল: দেবজিৎ, সৈকত, সুনীল, গুরবিন্দর (সুনীল), সৌমিক, চরণ (খাবরা), সুবোধ, রবিন্দর, লেন, টোলগে (পেন), রবিন। |