গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলার কৃতিত্ব হয়তো আছে। কিন্তু পেশাদার সার্কিটের মাস্টার্স ট্যুর-এ প্রথম বার ফাইনালে ওঠার নজির শনিবারই গড়লেন রোহন বোপান্না-আইসাম কুরেশি জুটি। ২০১০-এর যুক্তরাষ্ট্র ওপেন ফাইনালিস্ট ইন্দো-পাক জুটির এ দিন প্যারিস ইন্ডোর ওপেনের ডাবলস ফাইনালে ওঠার পথে আরও একটা কৃতিত্বকোয়ার্টার এবং সেমিফাইনালে তাঁরা পরপর হারালেন বিশ্বের দুই এবং তিন নম্বর জুটিকে। বোপান্নাদের অভিনন্দন জানিয়ে উচ্ছ্বসিত মহেশ ভূপতি টুইট করেছেন, “প্যারিসে বপস্দের আতসবাজি চলছেই! এ বার খেতাবটাও উপমহাদেশে নিয়ে এসো ইন্দো-পাক এক্সপ্রেস।” |
প্যারিসে ফাইনালে ওঠার পথে ইন্দো-পাক জুটির পরামর্শ। শনিবার। ছবি: এএফপি |
গতকাল কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় বাছাই মাইকেল লোদরা-নেনাদ জিমোনজিচকে এক সেট পিছিয়ে পড়েও সুপার টাইব্রেকে ৩-৬, ৬-৪, ১০-৬ হারিয়ে সাড়া ফেলেছিলেন বোপান্না-কুরেশি। এ দিনও আবার চমক দিলেন তাঁরা। ইন্দো-পাক মৈত্রী এক্সপ্রেসের অপ্রতিরোধ্য ফর্মের সামনে ১ ঘণ্টা ২৭ মিনিটের লড়াইয়ে হার মানতে হল তৃতীয় বাছাই ম্যাক্স মির্নি-ড্যানিয়েল নেস্টরের অভিজ্ঞতাকেও। সেমিফাইনালে সপ্তম বাছাই বোপান্না-কুরেশি স্ট্রেট সেটে ৬-৩, ৭-৬ (৯-৭) হারিয়ে দিলেন তৃতীয় বাছাই মির্নি-নেস্টরকে। ফাইনালে বোপান্নাদের সামনে পড়বে জুলিয়েন বেনেতো-নিকোলাস মাহু এবং সান্তিয়াগো গঞ্জালেস-কাস ক্রিস্টোফার জুটির বিজয়ীরা।
লি-হেশের মতোই বিশ্বসেরা ব্রায়ান ভাইয়েরা প্যারিস মাস্টার্সে তাঁদের প্রথম ম্যাচেই হেরে যাওয়ায় বোপান্নাদের সামনে জীবনের প্রথম মাস্টার্স খেতাব পাওয়ার সম্ভাবনা আরও উজ্জ্বল। যদিও বব-মাইক ব্রায়ানকে এখানে হারানো ফরাসি জুটি বেনেতো-মাহু অন্য সেমিফাইনালে রয়েছেন। তবে এক সপ্তাহ পরে লন্ডনে বিশ্ব ডাবলস চ্যাম্পিয়নশিপের মুখে লি-হেশ যতটা খারাপ ফর্মে আছেন, বোপান্নাদের ততটাই ঝকঝকে দেখাচ্ছে। বোপান্না টুইটারে লিখেছেন, “সুপ্রভাত! দুর্দান্ত অনুভূতি। বার্কির ইন্ডোরে আমাদের পরপর দুটো স্মরণীয় পারফরম্যান্সের পরে ফাইনালে আবার সে রকম কিছু করতে হবে। এ বার ট্রফির সময়... গো...!” সত্যিই, বোপান্নারা ছুটছেন! |