অতলান্তিকের দুই পারে জিততে পারলেন না লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০১৪ বিশ্বকাপের কোয়ালিফায়ারে ঘরের মাঠে বলিভিয়ার সঙ্গে ১-১ ড্র করল আর্জেন্তিনা। অন্য দিকে ২০১২ ইউরো কাপের মূলপর্বে ওঠা আরও অনিশ্চিত করে ফেলল পর্তুগাল। প্লে-অফের প্রথম লেগে বসনিয়ার সঙ্গে ০-০ ড্র করলেন রোনাল্ডো-নানিরা।
উরুগুয়ে বিশ্বকাপের লাতিন আমেরিকান যোগ্যতা পর্বের শীর্ষে উঠে এল চিলিকে ৪-০ হারিয়ে। চারটি গোলই করলেন লুই সুয়ারেজ। চিলি বর্তমানে পয়েন্ট তালিকায় একদম শেষে থাকা বলিভিয়ার ঠিক উপরে। আগের ম্যাচে ভেনেজুয়েলার কাছে হেরে গিয়েছিলেন মেসিরা। শনিবারও আর্জেন্তিনার বিরুদ্ধে প্রথমে এগিয়ে গিয়েছিল দুর্বল বলিভিয়া। বদলি হিসাবে মাঠে নেমেই গোল শোধ করে আর্জেন্তিনার মানরক্ষা করেন এজেকিয়েল লাভেজ্জি। |
মঙ্গলবারই মেসিদের কঠিন লড়াই কলম্বিয়ার বিরুদ্ধে। কলম্বিয়া এ দিন ১-১ ড্র করেছে ভেনেজুয়েলার সঙ্গে। প্যারাগুয়ে ২-১ হারিয়েছে ইকুয়েডরকে।
ইউরোয় আবার প্লে-অফ কোয়ালিফায়ারে আগামী সপ্তাহে নিজেদের মাঠে ফিরতি ম্যাচ জিততে না পারলে মূলপর্বের আশা কার্যত শেষ হয়ে যাবে রোনাল্ডোর পর্তুগালের। হতাশ রোনাল্ডো বলেছেন, “আমাদের জন্য একটা দুঃস্বপ্নের দিন গেল। ভেবেছিলাম জিতেই ফিরব। কিন্তু গোল করার ব্যাপারে আমরা চূড়ান্ত ব্যর্থ। আশা করি লিসবনে প্রমাণ করতে পারব, বসনিয়ার থেকে অন্তত আমরা ভাল দল।”
অন্য দিকে প্লে-অফ পর্বের প্রথম ম্যাচ জিতে ইউরোর মূলপর্বে যাওয়া অনেকটাই নিশ্চিত করে ফেলল আয়ার্ল্যান্ড, ক্রোয়েশিয়া ও চেক প্রজাতন্ত্র। এস্তোনিয়াকে ৪-০ হারিয়েছেন আইরিশরা। খুস হিডিঙ্কের তুরস্ককে ৩-০ উড়িয়ে দেয় ক্রোয়েশিয়া। মন্তেনেগ্রোর বিরুদ্ধে ২-০ জিতেছে চেক প্রজাতন্ত্র। জিওভান্নি ত্রাপাতোনির আয়ার্ল্যান্ডের হয়ে অসাধারণ খেলে রবি কিন দু’টি গোল করেন। |