সাইনা নেহওয়ালের সাম্প্রতিক ফর্ম হারানো নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করতে রাজি নন প্রকাশ পাডুকোন। ব্যাডমিন্টন কিংবদন্তি বরং মনে করেন, সাইনা নিজেই নিজের জন্য যোগ্যতামান এত উঁচুতে বেঁধে দিয়েছেন, যে সেখান থেকে সামান্য স্খলন ঘটলেই গেল গেল রব উঠে যাচ্ছে। তবে গত বছরের তুলনায় এ বছর পারফরম্যান্স কেন খারাপ হল সেটা বোঝার জন্য সাইনাকে আত্মসমীক্ষার পরামর্শই দিচ্ছেন ভারতের প্রথম অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন। এ দিন এক সাক্ষাৎকারে প্রকাশ বলেন, “সাইনা গত বছর যতটা ধারাবাহিক ছিল, এ বছর ততটা ধারাবাহিকতা দেখাতে পারেনি। সামান্য দুশ্চিন্তার কারণ হয়তো আছে। সেটা ওকে নিজের কোচের সঙ্গে বসে ঠিক করে নিতে হবে। কিন্তু আসল হল একদম ঠিক সময়ে নিজের সেরা ফর্মটা বের করে আনা। সেটা না পারলে ওকে কিন্তু নিজের খেলার প্রতিটা দিক খুঁটিয়ে দেখতে হবে। বোঝার চেষ্টা করতে হবে গোলমালটা কোথায় হচ্ছে। গত বছর কোন ব্যাপারগুলো ও অন্য রকম করেছিল, যা এ বছর করতে গিয়ে পারছে না।”
|
কারাবাসের মেয়াদ ফুরোলে স্পট ফিক্সিং কেলেঙ্কারির তিন অপরাধী সলমন বাট, মহম্মদ আসিফ এবং মহম্মদ আমেরকে সরকারি ভাবে পাকিস্তানে ফেরত পাঠাতে পারে ইংল্যান্ড। সে ক্ষেত্রে জেল হওয়া তিন ক্রিকেটার ইংল্যান্ডের আইন অনুযায়ী ফেরত পাঠানোর পর দশ বছর পর্যন্ত ইংল্যান্ডে ঢোকার অনুমতি পাবেন না। অর্থাৎ, আই সি সি তাঁদের যে পাঁচ বছরের নির্বাসন দিয়েছে, তার মেয়াদ ফুরনোর পরেও কাউন্টিতে বা ইংল্যান্ডে অন্য কোনও ম্যাচে খেলতে চাইলেও খেলতে পারবেন না বাট, আসিফ, আমের। গতকাল আমেরকে তাঁর ছ’মাসের কারাদণ্ডের বিরুদ্ধে আবেদন করার অনুমতি দেয় লন্ডনের অ্যাপিলস কোর্ট। তবে বাট এবং আসিফকে ওয়ান্ডসওয়ার্থ জেল থেকে এইচ এম পি ক্যান্টারবেরি জেলে স্থানান্তরিত করায় তাঁদের ফেরত পাঠানো নিয়ে জল্পনা তুঙ্গে।
|
দু-দু’বার পিছিয়ে পড়েও অস্ট্রেলিয়াকে ৩-২ হারিয়ে অনূর্ধ্ব একুশ লাল বাহাদুর শাস্ত্রী হকিতে ব্রোঞ্জ জিতে নিলেন ভারতের মেয়েরা। ভারতের হয়ে প্রথম গোলটি অধিনায়ক পুনম রানির। অন্য দু’টি গোল করেন অনুপা বারলা। ধ্যানচাঁদ স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে অবশ্য অস্ট্রেলিয়াই এগিয়ে গিয়েছিল ব্রুক পেরিসের গোলে। প্রথমার্ধে অস্ট্রেলীয়রা তিনটি পেনাল্টি কর্নার রুখে দেন ভারতের গোলরক্ষক সুখমনি ভির্ক। ভারতও দু’টি পেনাল্টি কর্নার নষ্ট করে। দ্বিতীয়ার্ধে শুরু হওয়ার পর ৩৭ মিনিটের মাথায় পুনম গোল শোধ দিলেও অস্ট্রেলিয়াকে আবার এগিয়ে দেন কেট গিলমোর। কিন্তু পাল্টা আক্রমণে উঠে ভারত অনুপার দুর্দান্ত রিভার্স ফ্লিক থেকে ২-২ করে ঠিক পরের মিনিটেই। |