রাজাবাজার ট্রামডিপো থেকে লোহালক্কড় চুরি করতে গিয়ে নিরাপত্তা রক্ষীর গুলিতে জখম হল এক দুষ্কৃতী। শুক্রবার মধ্যরাতে ট্রামডিপোর ভিতরে ওই ঘটনা ঘটে। মহম্মদ রাজু (২২) নামে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। মহম্মদ চুরির কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের। চিকিৎসার জন্য মহম্মদকে শনিবার সকালে নীলরতন সরকার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নারকেলডাঙা থানা সূত্রের খবর, এ দিন সকালে সূর্য সেন স্ট্রিট এবং আচার্য প্রফুল্ল চন্দ্র রোডের সংযোগস্থলের কাছে একটি সিনেমা হলের সামনে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারাই থানায় খবর দেন। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের সময়েই ওই যুবক জানায়, তার নাম মহম্মদ রাজু। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফে। শুক্রবার রাতে ঘুটিয়ারি শরিফ এলাকার কয়েক জন দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে সে রাজাবাজার ট্রামডিপোয় লোহালক্কড় চুরি করতে ঢুকেছিল।
কী করে গুলিবিদ্ধ হল ওই দুষ্কৃতী? ট্রামডিপোয় পাহারায় থাকা বেসরকারি নিরাপত্তা সংস্থার কর্মী রামেশ্বর সাহু পুলিশকে জানান, শুক্রবার মাঝরাতে টাকি স্কুলের দিকের পাঁচিল বেয়ে কয়েক জনকে লাফিয়ে নামতে দেখে তিনি প্রথমে চিৎকার করে সতর্ক করেন। তাতে কাজ না হওয়ায় তাদের লক্ষ করে গুলি ছোড়েন। কিন্তু যেখান দিয়ে তারা পাঁচিল বেয়ে নেমেছিল, সেখানে গিয়ে ওই নিরাপত্তা রক্ষী কাউকে দেখতে পাননি। তাই তাঁর ধারণা, গুলি ছুড়লেও তা কারও গায়ে লাগেনি।
ধৃত দুষ্কৃতী অবশ্য পুলিশকে জানায়, গুলি লাগার পরে তার সঙ্গীরা তাকে কোনও ভাবে ফের পাঁচিল টপকে বাইরে বেরোতে সাহায্য করে। পরে তারা তাকে রাস্তায় ফেলে চম্পট দেয়। ধৃতের সঙ্গীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। |