টুকরো খবর |
ক্ষোভ রায়গঞ্জে |
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
নয়া ট্রেনের স্টপ এবং সময়সূচি ঘোষণার পরেও রাধিকাপুর-নিউ জলপাইগুড়ি ডিএমইউ ট্রেন চালু না-হওয়ায় ক্ষোভ প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত রেজ বাজেটে ওই ট্রেনের ঘোষণা করেছিলেন। রেলের তরফে প্রস্তাবিত ট্রেনের সময়সূচি এবং স্টপও ঘোষণা করা হয়। তার পরেও কেন ট্রেন চালু হয়নি সেই প্রশ্ন তুলেছেন শহরের ব্যবসায়ী মহল থেকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। অবিলম্বে ট্রেন চালু না-হলে লাগাতার আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তাঁরা। উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহারের ডিআরএম ভূষণ পটেল বলেন, “রাধিকাপুর-নিউ জলপাইগুড়ি ট্রেন চালুর জন্য চাপ আসছে। ঊর্ধ্বতন কর্তাদের নির্দেশ পেলেই ট্রেনটি চালু করা হবে।” তৃণমূলের জেলা সভাপতি অসীম গোষও দাবি করেছেন, “খুব শীঘ্রই ট্রেনটি চালু হবে বলে রেলের কর্তারা জানিয়েছেন। অহেতুক বিষয়টি নিয়ে জলঘোলা করার মানে হয় না।” উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পবিত্র চন্দ বলেন, “রাধিকাপুর-নিউ জলপাইগুড়ি ট্রেন চালুর দাবিতে সম্প্রতি রেল দফতরের কর্তাদের কাছে স্মারকলিপি পাঠানো হয়েছে। ট্রেন চালু করা না-হলে লাগাতার আন্দোলনে নামা হবে।”
|
ইঞ্জিনিয়ারিং ছাত্র নিখোঁজ |
নিজস্ব সংবাদদাতা • হলদিবাড়ি |
জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্র নিখোঁজ হয়েছে। ১ নভেম্বর নকুল সরকার নামে ওই যুবক হলদিবাড়ি থেকে জলপাইগুড়ি যাওয়ার পথে নিখোঁজ হন। এই ব্যাপারে নিখোঁজ ছাত্রের বাবা হলদিবাড়ি থানায় একটি অভিযোগ দায়ের করলেও পুলিশ কোনও হদিস করতে পারেনি। জলপাইগুড়িতে যে মেসে থেকে নকুল থাকতেন সেখানে একটি ডায়েরি এবং এক তরুণীর ছবি মিলেছে। ডায়েরির তথ্য থেকেই পরিবারের লোকেদের সন্দেহ, নকুলকে অপহরণ করে খুন করা হয়ে থাকতে পারে। পুলিশ ঘটনার তদন্তে নেমে সোমবার ওই তরুণীরকে জেরা করে। পুলিশ সুপার প্রণব দাস বলেন, “তদন্ত চলছে। এখনই কিছু বলা সম্ভব নয়।” নকুল ছোট থেকেই কষ্ট করে পড়াশোনা করেছে। তাঁর বাবা নৃপেন সরকার পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। বয়স হয়ে যাওয়ায় নিয়মিত কাজকর্ম করতে পারেন না। নকুল ইঞ্জিনিয়ারিংয়েও ভর্তি হয়েছেন বাসিন্দাদের সহযোগিতায়। কলেজে ভর্তি হওয়ার পরেই নকুলের সঙ্গে এক তরুণীর প্রেম হয়। হলদিবাড়ির বাসিন্দা হলেও তরুণী শিলিগুড়িতে কলেজে পড়াশোনা করেন। তরুণীর সঙ্গে দেখা করতে নকুল প্রায়ই শিলিগুড়িতে আসতেন। বন্ধুদের সঙ্গেও তরুণীর পরিচয় করিয়ে দেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, সম্প্রতি তরুণীর বিয়ে ঠিক হলে পরিবারের লোকেরা নকুলকে মেলামেশা করতে নিষেধ করে দেন।
|
বোল্লা গ্রামে আজ শুরু কালীর মেলা |
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
|
ছবি: অমিত মোহান্ত। |
জেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে বোল্লা গ্রামে আজ, শুক্রবার থেকে শুরু বোল্লাকালী পুজো ও মেলা। রাতে মানতের শতাধিক পাঁঠা ও মোষ বলি দিয়ে শুরু হয় বোল্লাকালীর পুজো। ৩ দিনের মেলায় লক্ষাধিক মানুষের সমাগম হয়। সে জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা জুড়ে সারা রাত বেসরকারি বাস, ম্যাক্সি ট্যাক্সি ট্রেকার চালানোর সিদ্ধান্ত নেয় প্রশাসন।
|
ট্রাক-ট্রেকারে সংঘর্ষে মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
ট্রাক ও ট্রেকারের সংঘর্ষে মৃত্যু হয়েছে এক যাত্রীর। জখম হয়েছেন ট্রেকারের আরও ১০ যাত্রী। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইটাহার থানার জামবাড়ি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। মৃত গঙ্গাধর মণ্ডলের (৬০) বাড়ি ইটাহারের খরসোতায়। তিনি এ দিন রায়গঞ্জে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় জখম ট্রেকারের চালক ইটাহারের সুরুণ এলাকার বাসিন্দা সামাদ আলম নামে এক যুবককে উত্তরবঙ্গ মেডিক্যাল ও হাসপাতালে রেফার করা হয়েছে। ট্রেকারের বাকি ৯ জন যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ইটাহার থানার বিভিন্ন এলাকায় তাদের বাড়ি।
|
যাত্রার মঞ্চে আগুন দিল ক্ষিপ্ত জনতা |
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
অল্প সময় থেকেই চিত্রাভিনেত্রী রবিনা ট্যান্ডন যাত্রার মঞ্চ ছেড়ে চলে গিয়েছেন, এই অভিযোগে ক্ষুব্ধ দর্শক আগুন লাগিয়ে দিল অনুষ্ঠান মঞ্চে। বৃহস্পতিবার রাত ১১ টা নাগাদ মালদহের চাঁচল থানার গৌরিয়ার মাঠে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে দমকল গিয়ে আগুন নিভিয়েছে। হামলাকারীরা আয়োজকদের বেশ কিছু সরঞ্জাম লুঠ করেছে বলে অভিযোগ। মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “অনুষ্ঠানে যথেষ্ট পুলিশ ছিল। দমকলের সাহায্যে আগুন দ্রুত নেভান হয়। ঘটনায় জড়িত সন্দেহে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আরও কয়েকজনকে খোঁজা হচ্ছে।” ওই চিত্রাভিনেত্রীর অনুষ্ঠানের প্রচার করে টিকিট বিক্রি হয়। কিন্তু একটি গানের সঙ্গে নেচে রবিনা চলে যান বলে অভিযোগ। তাঁদের অভিযোগ, রবিনা ট্যান্ডনের অনুষ্ঠানের কথা বলেই টিকিট বিক্রি হয়েছে। একটি নাচের পর তিনি মঞ্চ থেকে চলে গেলে দর্শকরা তাঁকে ফের আনতে অনুরোধ করে হইচই শুরু করেন। কিন্তু তিনির আসবেন না জেনে ক্ষিপ্ত হয়ে উত্তেজিত দর্শকরা মঞ্চের একাংশে আগুন ধরিয়ে দেন। উদ্যোক্তারা অবশ্য দাবি করেন, অভিনেত্রী রবিনা ট্যান্ডন মঞ্চে যথেষ্ট সময়ই দিয়েছেন।
|
ধিক্কার মিছিল |
নিজস্ব সংবাদদাতা • দিনহাটা |
বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর অশালীন মন্তব্যের প্রতিবাদে দিনহাটার ধিক্কার মিছিল করল তৃণমূল। বৃহস্পতিবার সন্ধ্যায় দিনহাটা গোধুলী বাজার এলাকায় দলের অফিস থেকে ওই মিছিল বের হয়ে শহর পরিক্রমা করে। নেতৃত্ব দেন মনোজিৎ চৌধুরী, অমল মিত্র, নীলাম্বর সরকার প্রমুখ।
|
হিসাব চেয়ে চিঠি |
বরাদ্দের হিসাব চেয়ে স্কুলকে চিঠি দিল কোচবিহার সর্বশিক্ষা মিশন দফতর। ২০০৩-০৪ আর্থিক বছর থেকে ২০১১-১২পর্যন্ত কোচবিহারের বিভিন্ন স্কুল ক্লাসঘর তৈরি ও পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ দেওয়া হয়। প্রায় ১০০ কোটির ইউটিলাইজেশন সার্টিফিকেট মিশন কর্তারা পাননি। কত টাকা পড়ে রয়েছে জানতে ওই চিঠি দেওয়া হয়েছে। |
|