তৃণমূল কর্মী খুনের ঘটনায় ধৃত এক ব্যক্তি জামিনে মুক্তি পেয়েছিলেন। বোনের বাড়িতে বেড়াতে আসা সেই ব্যক্তির উপরে হামলা চালাল দুষ্কৃতীরা। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুর থানার বেলেঘাই গ্রামের কাছে দ্বারকেশ্বর নদের চরে। নিমাই খাঁড়াৎ নামের ওই সিপিএম কর্মী বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে ভর্তি। গত ২৭ ফেব্রুয়ারি পাত্রসায়রের মৌকুচি গ্রামে তৃণমূল কর্মী জগন্নাথ বাগদি খুনের ঘটনায় পুলিশ তাঁকে গ্রেফতার করে। ওই মামলায় হাইকোর্ট থেকে ২৯ অক্টোবর তিনি জামিন পান। এর পরে তিনি বেলেঘাই গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বুধবার সন্ধ্যায় শৌচকর্ম সারতে দ্বারকেশ্বর নদের ধারে যান। সেখানেই তাঁর উপরে পাঁচ দুষ্কৃতী চড়াও হয় বলে অভিযোগ। তাদের হাতে ছুরি, ভোজালি, ব্লেড ছিল। দুষ্কৃতীরা নিমাইয়ের দেহের নানা জায়গায় আঘাত করে। তাঁর চিৎকার শুনে লোকজন ছুটে এলে দুষ্কৃতীরা পালায়। পরে আত্মীয়েরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বৃহস্পতিবার বিষ্ণুপুর হাসপাতালে নিমাই বলেন, “দুষ্কৃতীদের মুখ কাপড়ে ঢাকা ছিল। তাদের চিনতে পারিনি। মারতে মারতে তারা শুধু বলছিল, ‘ভাবিস না তুই মুক্তি পেয়ে গেছিস। তোকে আমরা ফাঁসিয়েছি। তোকে আমরা জানে মেরে দেব।” তাঁর দাদা স্কুল শিক্ষক সম্পদ খাঁড়াৎ বলেন, “কারা ভাইকে আক্রমণ করল বুঝতে পারছি না।” পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু করা হয়েছে। এই খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত জগন্নাথের স্ত্রী নাগেশ্বরী বাগদি। তাঁকেও পুলিশ গ্রেফতার করেছিল। তিনি মঙ্গলবার জামিন পেয়েছেন। |