এক নাবালিকা ও এক নাবালককে পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার পুলিশ। ওই নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে মোহন নস্কর নামে ওই ব্যক্তিকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তবে ওই নাবালকের বাড়ি থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নাবালক ও নাবালিকাকে কাজ দেওয়ার নাম করে নিয়ে বাড়ি থেকে নিয়ে যায় মোহন। কিন্তু তার পর থেকে মেয়ের কোনও খোঁজ পাচ্ছিলেন না ওই নাবালিকার মা। এ জন্য তিনি মোহনকে জিজ্ঞাসা করেন। কিন্তু মোহন কোনও সদুত্তর দিতে না পারায় সন্দেহ হয় মায়ের। তিনি বাসন্তী থানায় সব ঘটনা জানিয়ে মোহনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এর পরেই মোহনকে গ্রেফতার করে পুলিশ।
|
বৃহস্পতিবার থেকে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের পিয়ালিতে রাস পূর্ণিমা উপলক্ষে শুরু হয়েছে রাস উৎসব ও গ্রামীণ মেলা। পিয়ালি মিলন সঙ্ঘ ময়দানে মেলা চলবে ২২ নভেম্বর পর্যন্ত। মেলায় থাকছে কীর্তনের অনুষ্ঠান, যাত্রা, বাউল গান, আলোচনা চক্র, গান, নাচ, অঙ্কন প্রতিযোগিতা-সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী শ্যামল মণ্ডল।
|
বাস দাঁড়ানোর জন্য নির্দিষ্ট স্টপেজ থাকলেও সেখানে বাস দাঁড়ায় না। ফলে ভুগতে হয় স্কুলের ছাত্রছাত্রী থেকে নিত্যযাত্রীদের। এর প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল স্কুলের পড়ুয়ারা। ঘটনাটি ঘটেছে বসিরহাটের পিফাঁ অঞ্চলের রামনগর কাঠকাটা পোলের কাছে। রাস্তা অবরোধের ফলে বসিরহাট ভেবিয়া মালঞ্চ এবং ন্যাজাটের মধ্যে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বেলা ১১টা তেকে দুপুর ১টা পর্যন্ত অবরোধ চলার পরে পুলিশ গিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ ওঠে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রামনগর এলাকায় মেয়েদের একটি স্কুল রয়েছে। বুধবার বিকেল ৪টে নাগাদ স্কুলছুটির পরে ছাত্রীরা বাস স্টপেজে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেও কোনও বাস সেখানে থামেনি বলে অভিযোগ। শেষ পর্যন্ত সন্ধ্যা ৬টা নাগাদ স্থানীয় মানুষ রাস্তা আটকে বাস দাঁড় করিয়ে ছাত্রীদের বাড়ি ফেরার ব্যবস্থা করেন। খবর জানাজানি হতে এ দিন কয়োকশো স্কুলপড়ুয়া বেলা ১১টা নাগাদ পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
|
গ্রামে কোনও নলকূপ নেই। পানীয় জলের জন্য ১০-১৫ মিনিট হেঁটে গিয়ে পাশের গ্রাম থেকে নয়ে আসতে হয়। বছরের পর বছর শীত, গ্রীষ্ম, বর্ষা এ ভাবেই কাটছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মহকুমার ১ ব্লকের বাসুলডাঙা পঞ্চায়েতের উত্তর মরুইবেড়িয়া গ্রামের মানুষের। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের জল সমস্যার কথা তাঁরা বিভিন্ন মহলে জানিয়েছেন। কিন্তু জলের ব্যবস্থা হয়নি। ফলে প্রখর রোদ, ঝড়, জলকে সঙ্গী করেই তাঁদের পানীয় জল আনতে ১০-১৫ মিনিট হেঁটে পাশের গ্রাম ষাটমণীষায় যেতে হয়। শুধু পানীয় জলই নয়, গ্রামের রাস্তার অবস্থাও দীর্ঘদিন ধরে খারাপ। ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে তাঁদের প্রচণ্ড অসুবিধায় পড়তে হয়। গ্রামবাসী রফিক মোল্লা, তনিমা বিবিরা জানান, একে রাস্তা খারাপ। তার উপর কোনও আলোর ব্যবস্থা না থাকায় রাতের বেলা জল আনতে তাঁদের যথেষ্ট সমস্যায় পড়তে হয়। অথচ তাঁদের সমস্যা নিয়ে পঞ্চায়েত থেকে জেলা প্রশাসন কারওরই কোনও মাথাব্যাথা নেই। এ ব্যাপারে বাসুলডাঙা গ্রাম পঞ্চায়েতের প্রধান আলপনা হালদার বলেন, “ওই গ্রামের জলের সমস্যার কথা জানি। নলকূপের অনুমোদন হলেই তা বসানোর ব্যবস্থা হবে।” ডায়মন্ড হারবার ১-এর বিডিও মৌমিতা সাহা বলেন, “ওই গ্রামের জল সমস্যার কথা আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে শীঘ্র ব্যবস্থা নেব।”
|
ওয়াটার পোলো খেলার মধ্যে বৃহস্পতিবার শুরু হল বসিরহাট মেলার ক্রীড়া প্রতিযোগিতা। এ বার মেলার ৫০ বছর। এ দিন আবুদৈয়ান রোডে দেশবন্ধু অ্যাথলেটিকস ক্লাবের পুকুরে ওয়াটার পোলোয় চারটি দল অংশ নেয়। ফাইনালে বিধান স্মৃতি সঙ্ঘকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় কিশলয় সঙ্ঘ। জয়ী, বিজিত দুই দলকেই সুদৃশ্য ট্রফি এবং নগদ পুরস্কার দেওয়া হয়। আগামী ২ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর বসিরহাটের কাছারিপাড়ায় বিএসএস ময়দানে মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। |