কিছুতেই মণ্ডপ ছেড়ে বেরোতে চাইছিল না ছোট্ট ছেলেটি। হেঁচড়ে চলা মায়ের হাত ছাড়িয়ে ছেলেটি আরও দু-দণ্ড দাঁড়িয়ে থাকতে চেয়েছিল তার স্বপ্নের সাম্রাজ্যেতার চেনা কার্টুন চরিত্রদের পৃথিবীতে। এত দিন যাদের সে দেকে এসেছে টেলিভিশনের পর্দায়, পুজো মণ্ডপে তারাই তো এখন এ কোণ থেকে কোণে দাপিয়ে বেড়াচ্ছে। ছোটা ভীম থেকে টম অ্যান্ড জেরি কে নেই শান্তিপুরের আগমেশ্বরী ইয়ং স্টাফ রাস কমিটির সেই মণ্ডপে। ছোটদের কাছে এই মণ্ডপই এ বার তাই অন্যতম সেরা আকর্ষণ। থার্মোকল আর রং দিয়ে তৈরি ‘কার্টুন ওয়ার্ল্ড’ দেখতে তাই ছোটদের ভিড় উপচে পড়েছে সেখানে। রাস কমিটির সম্পাদক শ্যামসুন্দর কর বলেন, “সকলেই তো বড়দের কথা মাথায় রেখে থিম ভাবে। আমরা না হয় ছোটদের কথা ভাবলাম।” বেশ কয়েক বছর ধরেই শান্তিপুরের রাসে শুরু হয়েছে থিমের প্রতিযোগিতা। এ বার সেই তালিকায় ঢুকে পড়েছে ‘অ্যানিমেশন’-এর জগৎ-ও। ভাঙা রাসের শোভাযাত্রার পাশাপাশি থিমের মণ্ডপ দেখতে তাই শান্তিপুরের রাস্তায় তবুও ঢল। এ বারও তা যেন আরও বেশি। ঠাকুরপাড়া যুবকবৃন্দ তৈরি করেছে সুদৃশ্য ইস্কনের সূর্যোদয় মন্দিরের আদলে মণ্ডপ। আর তার দেওয়ালে ফুটিয়ে তোলা হচ্ছে চৈতন্যদেবের জীবনের নানা মুহূর্ত। আবার ঘোষপাড়া যুবগোষ্ঠী তৈরি করেছে বৃন্দাবনের পাগলা বাবার মন্দির। |
পাটকাঠি আর লাট্টুর ফিতে দিয়ে তৈরি মণ্ডপের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে রামায়ণের বিভিন্ন ঘটানবলী। পৌরাণিক কাহিনির পাশাপাশি এবার বিভিন্ন মণ্ডপে ফুটে উঠেছে সাম্প্রতিক কালের বিভিন্ন ঘটনা। সেখানে যেমন রয়েছে ভূমিকম্প বিধ্বস্ত সিকিম তেমনই রয়েছে সীমান্তে সেনা তৎপরতা। আবার তিলিপাড়া শ্বেতনারায়ণ পুজো কমিটি ফাইবার আর অ্যালুমিনিয়ামের তার দিয়ে তৈরি মণ্ডপে যে জীবন্ত হয়ে উঠেথছে রামচন্দ্রের জীবন আর কুরুক্ষেত্রের যুদ্ধের নানা কাহিনি। বাদ যায়নি পরিবেশ। রামনগরপাড়া যুবগোষ্ঠীর এবারের থিম সবুজায়ন। তবে এ বার শান্তিপুরের রাসের অন্যতম আকর্ষণ মনসাতলা বারোয়ারির তৈরি লালন ফকিরের বাড়ি আনন্দ ভুবনের আদলে তৈরি মণ্ডপ। আবার বিভিন্ন গাছের ছাল দিয়ে তৈরি এসবিটি ইউথ ক্লাবের সুদৃশ্য মণ্ডপ এ বারের রাসের অন্যতম প্রধান আকর্ষণ। শ্যামবাজার বারোয়ারি তৈরি করেছে তামিলনাড়ুর মহাবলিপুরমের সূর্যমন্দির। বড় গোস্বামী পাড়া বারোয়ারি তৈরি করেছে রাজস্থানের পাথরের তৈরি ভেঙে পড়া প্রাসাদ। চট, বিচুলি আর বাঁশ দিয়ে তৈরি এই মণ্ডপ অন্যতম প্রধান প্রধান আকর্ষণ। শান্তিপুর লিচুবাগান সত্যনারায়ণ বারোয়ারির থিম কুরুক্ষেত্র যুদ্ধে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন। খবরের কাগজ কেটে কোলাজ তৈরি করে মণ্ডপ তৈরি করেছে আদর্শ ক্লাব। খাঁপাড়া সুস্মিত স্মৃতি সংঘের মণ্ডপ তৈরি হয়েছে মাটির সরা দিয়ে। আর সরায় আঁকা পটচিত্র মণ্ডপকে অন্য মাত্রা এনে দিয়েছে। এ ছাড়াও হাসপাতাল কোয়ার্টার অধিবাসী বৃন্দ, নবজাগরণ সংঘ,বহির্গাছিপাড়া, সত্যনারায়ণ পুজো কমিটি, পঞ্চাননতলা ইয়ং স্টাফ, ভট্টাচার্য গোস্বামীপাড়া, তারামা, প্যারাডাউস ক্লাব, ভদ্রকালী শক্তি সংঘ, গোডাউন মাঠের ক্লাব, লক্ষ্মীতলা বারোয়ারি রাসের উল্লেখ না করলে অন্যায় হবে। |