ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার করল খড়গ্রাম থানার পুলিশ। মঙ্গলবার রাতে সাদল অঞ্চলের শঙ্করপুর গ্রামের রাস্তা থেকে ১০টি মাস্কেট, ৫টি পাইপগান ও ২২ রাউন্ড গুলি উদ্ধার হয়। গ্রাম থেকে গত রবিবার ভোরে ২২ টি বন্দুক ও ১৯ টি গুলি উদ্ধার হয়। ১ নভেম্বর ওই গ্রামে তল্লাশি চালিয়ে ২ টি বন্দুক, ৩টি গুলি ও ১৪টি ভোজালি উদ্ধার করা হয়। ওই গ্রামে শান্তিরক্ষা কমিটি গঠন করার পরে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে বলে দাবি পুলিশ কর্তাদের।
|
খড়গ্রামে পুড়ল ৭টি দোকান |
ভষ্মীভূত হয়েছে সাতটি দোকান। খড়গ্রামের কদমকান্দির সাবলদহ মোড়ে বৃহস্পতিবার রাতে আগুন লাগে। ব্যবসায়ীরা জানান, রাত সাড়ে তিনটে নাগাদ আগুন লাগার খবর পান তাঁরা। ততক্ষণে সব দোকান পুড়ে যায়। তবে স্থানীয় বাসিন্দারা জল ঢেলে আগুন নিভিয়ে ফেলেন। ব্যবসায়ী নব্যেন্দু সরকার, লক্ষ্মণ দাস বলেন, “প্রচুর টাকার ক্ষতি হয়েছে। কী করব বুঝতে পারছি না।” বিধায়ক আশিস মার্জিত বলেন, “দোকানগুলোতে কেউ আগুন লাগিয়ে দিয়েছে বলে মনে হচ্ছে। পুলিশকে তদন্ত করতে বলব।”
|
জুয়ার ঠেক থেকে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে রেজিনগরের অমরপুর গ্রামের এই ঠেক থেকে ১৫ হাজার টাকাও উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, গ্রামেরই বাসিন্দা গফফর শেখের বাড়িতে জুয়ার ঠেক বসেছিল। পুলিশ গিয়ে গফফর শেখ-সহ আমট শেখ, রিন্টু শেখ, আতিকুল শেখ, হাবিবুর শেখ, জামাত শেখ ও খালেক শেখকে ধরে।
|
পুনর্বাসনের দাবিতে প্রায় ১৫ মিনিট রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল কৃষ্ণনগর রোড স্টেশন সংলগ্ন এলাকার রেলের জমি থেকে উচ্ছেদ হওয়া ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ স্থানীয় কয়েক জন ব্যবসায়ী কৃষ্ণনগর-নবদ্বীপ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয়।
|
বোমা এবং দু’কেজি বোমার মশলা-সহ এক যুবককে গ্রেফতার করেছে বড়ঞা থানার পুলিশ। বুধবার রাতে খড়জুনা গ্রাম থেকে সাদেক শেখ নামে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।
|
সাগরদিঘির মনিগ্রাম গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান হলেন তৃণমূলের আলি মহম্মদ। বুধবার ১০-৬ ভোটের ব্যবধানে তিনি প্রধান নির্বাচিত হন। |