মাত্র ১১.৪ ওভারে নিউল্যান্ডসের স্কোরবোর্ডে ফুটে উঠল অস্ট্রেলিয়া ২১-৯!
মাইকেল ক্লার্কের টিম তখন সবচেয়ে কম রানের ইনিংসের বিশ্বরেকর্ড গড়ার মুখে। ৫৬ বছর আগে অকল্যান্ডে নিউজিল্যান্ড মাত্র ২৬ রানে শেষ হয়ে গিয়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। এতদিন পর্যন্ত এটাই ছিল টেস্ট ইতিহাসে সর্বনিম্ন রানের ইনিংস। নতুন রেকর্ড হওয়া থেকে অস্ট্রেলিয়াকে বাঁচালেন পিটার সিডল ও লিওন। শেষ উইকেটের জুটিতে উঠল ২৬। অস্ট্রেলিয়া শেষ ৪৭ রানে এবং মাত্র ১৮ ওভারে। স্টেইন, ফিল্যান্ডার আর মর্কেল---এই ত্রয়ীর সামনে প্রথম টেস্টে একেবারে শুয়ে পড়ল অস্ট্রেলিয়া ব্যাটিং। দুই অঙ্কের স্কোর বলতে সিডলের ১২ নট আউট এবং লিওনের ১৪।
‘নিউল্যান্ডসে নাটক’ বললেও অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজের চলতি সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনকে ধরা যাবে না। টেস্ট ক্রিকেট তার যাবতীয় সম্ভাবনা, উত্থান-পতন আর ঘাত প্রতিঘাতের রসদ নিয়ে হাজির নিউল্যান্ডসের প্রাণবন্ত বাইশ গজে। সবুজ বাউন্সি উইকেট, বল ছুটেছে আগুনের গতিতে, কিন্তু খেলার অযোগ্য উইকেট মোটেই নয়। তাই একদিনে তেইশটা উইকেটের পতনের যুক্তিসঙ্গত ব্যাখ্যা খুঁজতে গিয়ে বিশেষজ্ঞদের আঙুল উঠছে ব্যাটসম্যানদের দিকে। কারণ যে পিচে আজ পরপর দুটো ইনিংস শেষ হয়ে গেল মাত্র ৯৬ ও ৪৭ রানে, সেখানেই অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক খেলেছেন ১৫১ রানের অনবদ্য ইনিংস। দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকাও দ্বিতীয় ইনিংসে ভাল জায়গায়। ১৭ ওভারে তারা তুলেছে ৮১-১। স্মিথ ও আমলা ক্রিজে। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার চাই আর ১৫৫, হাতে নয় উইকেট। |
টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন, ২১৪-৮ অবস্থায় আজ দ্বিতীয় ইনিংস শুরু করেছিল অস্ট্রেলিয়া। ক্লার্কের সৌজন্যে শেষমেষ তারা পৌঁছয় ২৮৪ রানে। ৭৩-৩, অধিনায়ক গ্রেম স্মিথ ক্রিজে। মোটামুটি ভদ্রস্থ স্কোর ছিল দক্ষিণ আফ্রিকার। ওয়াটসনের বলে স্মিথের (৩৭) বোল্ড হওয়ার পরই মুড়ি মুড়কির মতো পড়তে শুরু করে উইকেট। মাত্র ৫ ওভারে ১৭ রান দিয়ে শেন ওয়াটসন তুলে নেন পাঁচ উইকেট। ৭৩-৩ থেকে দক্ষিণ আফ্রিকা শেষ হয়ে যায় ৯৬ রানে। নাটকের তখনও বাকি ছিল। চা বিরতিতে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের স্কোর দাঁড়ায় ১৩-৩। আর চা বিরতির পরে? টেস্ট অভিষেকেই পেসার ভের্নন ফিল্যান্ডার অস্ট্রেলিয়ার মহাতারকাদের একেবারে পেড়ে ফেলেন। প্রথম ইনিংসে তিন উইকেটের পরে দ্বিতীয় ইনিংসে বোলিং গড় ৭-৩-১৫-৫। শেষ উইকেটে কোনওরকমে মুখরক্ষা সিডল আর লিওনের সংগ্রামী লড়াইয়ে। টেস্ট ইতিহাসে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন স্কোর ৩৬। সেই রেকর্ড অক্ষত থেকে গিয়েছে।
|
সর্বনিম্ন পাঁচ ইনিংস |
স্কোর |
দল |
স্থান |
বছর |
বিপক্ষ |
২৬ |
নিউজিল্যান্ড |
অকল্যান্ড |
১৯৫৫ |
ইংল্যান্ড |
৩০ |
দক্ষিণ আফ্রিকা |
পোর্ট এলিজাবেথ |
১৮৯৬ |
ইংল্যান্ড |
৩০ |
দক্ষিণ আফ্রিকা |
বার্মিংহাম |
১৯২৪ |
ইংল্যান্ড |
৩৫ |
দক্ষিণ আফ্রিকা |
কেপ টাউন |
১৮৯৯ |
ইংল্যান্ড |
৩৬ |
দক্ষিণ আফ্রিকা |
মেলবোর্ন |
১৯৩২ |
অস্ট্রেলিয়া |
|