|
|
|
|
সম্মেলনের বাস্তব ‘পরিস্থিতি’ খতিয়ে দেখলেন বিমান |
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
‘পরিবর্তিত’ রাজনৈতিক পরিস্থিতিতে রাজ্য জুড়েই এ বার শাখা কমিটির সম্মেলন করছে না সিপিএম। হুগলি জেলায় লোকাল বা জোনাল কমিটির সম্মেলন করা যাবে কিনা, সে ব্যাপারে ‘পরিস্থিতি’ অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করেন দলের রাজ্য সম্পাদক তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সিপিএমের হুগলি জেলা কমিটির বৈঠক উপলক্ষে বৃহস্পতিবার শ্রীরামপুরের দলীয় কার্যালয়ে এসেছিলেন বিমানবাবু। লোকাল ও জোনাল কমিটির আসন্ন সম্মেলনের বিষয়টি খতিয়ে দেখেন তিনি। পরে সাংবাদিকদের বলেন, “আমরা শাখা সম্মেলন করছি না, সভা করছি। লোকাল আর জোনাল সম্মেলন হবে। জেলা সম্মেলন হবে।” আরামবাগ-সহ জেলার বিভিন্ন এলাকায় সিপিএমের কর্মী-সমর্থকদের উপরে তৃণমূল অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ। |
|
ছবি: প্রকাশ পাল। |
এই পরিস্থিতিতে জেলার সর্বত্র সুষ্ঠু ভাবে লোকাল বা জোনাল কমিটির সম্মেলনও করা যাবে কিনা, তা নিয়ে দলের জেলা নেতারা অনেকেই সংশয়ে। এ বিষয়ে বিমানবাবুর বক্তব্য, “যেখানে যেখানে সম্মেলন করা যাবে না, সেখানে করব না। যেখানে করা যাবে, সেখানে করব।” রাজ্যের উন্নতির প্রশ্নে সিপিএম তথা বামফ্রন্ট যে কোনও রকম বিরোধিতা করবে না, এ দিন আরও এক বার তা স্পষ্ট করে দিয়েছেন প্রবীন এই রাজনীতিক। বিমানবাবু বলেন, “বাংলার উন্নতি হলে, অগ্রগতি হলে আমরা বলব না যে অগ্রগতি হয়নি, উন্নতি হয়নি। বাংলার অর্থনীতি যদি উন্নত হয়, বাংলার যদি উন্নতি হয়, তা হলে আমরা কখনওই তার বিরোধিতা করব না।” তবে রাজ্য সরকারের একপ্রস্ত সমালোচনাও করেছেন তিনি। বিমানবাবুর কথায়, “যদি সকাল দেখে সারা দিনের আভাস পাওয়া যায়, তা হলে বলতে হবে যে, যা ঘটছে তা খুব ভাল বলে মনে হচ্ছে না। যাঁরা চাকরি করেন, তারা বেতন পাচ্ছেন না। যাঁরা অবসর নিয়েছেন, তাঁরা পেনশন পাচ্ছেন না।” |
|
|
|
|
|