টুকরো খবর
অগ্নিদগ্ধ বধূর মৃত্যু, ধৃত স্বামী
এক বধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে মগরাহাটের বাঁকিপুর গ্রামে। গ্রেফতার করা হয়েছে স্বামীকে।পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বছর তিনেক আগে বারুইপুরের পূর্ব পাঁচগাছিয়া গ্রামের টিনা বিবির (২০) সঙ্গে বিয়ে হয়েছিল হাফিজুল শেখ নামে মগরাহাটের এক যুবকের। তিনি পেশায় হোটেল ব্যবসায়ী। তাঁদের একটি পুত্রসন্তান আছে। টিনার বাপের বাড়ির লোকজনের অভিযোগ, বিয়ের কিছু দিন পর থেকেই অতিরিক্ত পণের দাবিতে শারীরিক নির্যাতন শুরু হয় ওই তরুণীর উপরে। অশান্তি মেটাতে গ্রামে একাধিক বার সালিশিও বসেছে। বৃহস্পতিবার বিকেলে টিনার বাপের বাড়িতে খবর আসে, স্টোভ ফেটে অগ্নিদগ্ধ হয়েছেন তিনি। ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সন্ধের দিকে মারা যান ওই তরুণী। তাঁর বাবা মইসুর মোল্লা পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান, জামাই এবং শাশুড়ি মিলে পুড়িয়ে মেরেছে টিনাকে। ওই অভিযোগের ভিত্তিতেই হাফিজুলকে গ্রেফতার করে পুলিশ। টিনার শাশুড়ি নুরকেশম বেওয়া পলাতক বলে জানিয়েছেন তদন্তকারী অফিসারেরা।

রাস উৎসব শুরু হল উলুবেড়িয়ায়
ছবি: হিলটন ঘোষ।
রাস উৎসবের সূচনা হল উলুবেড়িয়া কালীবাড়িতে। এক মাসেরও বেশি সময় ধরে চলা এই উৎসবের প্রধান আকর্ষণ মেলা। যা শুরু হবে আগামী ২০ নভেম্বর। তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার শুরু হল উৎসবের। উৎসব এ বার ৫৯ বছরে পড়ল। উলুবেড়িয়া শহর ছাড়াও দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর ও হুগলি থেকেও প্রতি বছর বহু মানুষ এখানকার উৎসব ও মেলা দেখতে আসেন। রাসের প্রধান আকর্ষণ বিশাল মণ্ডপ। যেখানে রাধাকৃষ্ণ-সহ গোপিনীদের মূর্তি থাকে। মূল রাসমঞ্চের দু’ধারে দেবদেবীদের বিভিন্ন ঘটনা মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়। রাসমেলার সম্পাদক ও সেই সঙ্গে উলুবেড়িয়া কালীবাড়ির সম্পাদক বারীন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “এ বার রাসে কৃষ্ণের জন্ম থেকে যৌবন পর্যন্ত বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে। মূল রাসমঞ্চের দু’ধারে ১৮টি জায়গায় দেবদেবীদের উপাখ্যান থাকবে।” উদ্যোক্তারা জানিয়েছেন, প্রায় এক একর জমিতে ৪০০ ধরনের ছোটবড় দোকান থাকবে মেলায়। মন্দির কর্তৃপক্ষের নিয়োগ করা স্বেচ্ছাসেবকরা তো থাকছেনই, ভিড় নিয়ন্ত্রণ করতে পুলিশি ব্যবস্থাও জোরদার করা হচ্ছে। ভিড় সামলাতে প্রস্তুত প্রশাসনও।

আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেফতার
বধূকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল তাঁর শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। শাশুড়িকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে সুজাতা সামুই (১৯) নামে ওই তরুণীর দেহ শ্বশুরবাড়ির ঘরে সিলিং ফ্যানের সঙ্গে শাড়ির ফাঁসে ঝুলন্ত অবস্থায় মেলে। তাঁর বাপের বাড়ির লোকজনের অভিযোগ, শ্বশুরবাড়ির অত্যাচারেই আত্মঘাতী হয়েছেন সুজাতা। পুলিশ জানায়, সুজাতার অভিযুক্ত স্বামী বাপন পলাতক। শাশুড়ি শ্যামলীকে গ্রেফতার করা হয়েছে। দেহ পাঠানো হয়েছে ময়না-তদন্তের জন্য।

বিপ্লবী কানাইলালের মৃত্যুদিবস পালিত
শ্রদ্ধার সঙ্গে চন্দননগরে পালিত হল বিপ্লবী কানাইলাল দত্তের প্রয়াণ দিবস। বৃহস্পতিবার ওই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছিল চন্দননগর পুরসভা। চন্দনগরের সর্ষেপাড়ায় জিটি রোডের ধারে থাকতেন বিপ্লবী কানাইলাল। ১৯০৮ সালের ১০ নভেম্বর তাঁর ফাঁসি হয়। সেই দিনটিকে স্মরণ করেই বৃহস্পতিবার তাঁর বাড়ির সামনে থেকে পদযাত্রা বের হয়। ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ ওই তাতে সামিল হন। পদযাত্রা শেষ হয় জোড়াঘাটে। সেখানে গঙ্গার ধারে কানাইলালের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী-সহ বহু বিশিষ্টজন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.