দুই পাড়ার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল সাঁইথিয়া থানা এলাকায়। পুলিশের দাবি, তৃণমূল ও কংগ্রেস সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষের রূপ নেয়। তৃণমূলের দাবি, মঙ্গলবার সন্ধ্যায় ডাঙালপাড়ার ৬০০-৭০০ কংগ্রেস সমর্থক তৃণমূলে যোগ দেন। তার পর থেকে নানা ভাবে হুমকি দিত কংগ্রেস সমর্থকেরা। বুধবার বিকেল থেকে তৃণমূল কর্মীদের উপরে ইটপাটকেল দিয়ে আক্রমণ করে। রাতে বোমাবাজি করে কংগ্রেস। যদিও কংগ্রেসের দাবি, কসাইপাড়ার কিছু সংখ্যক লোকের সঙ্গে ও ডাঙালপাড়ার কিছু সংখ্যক লোকের বিবাদ দীর্ঘদিনের। ওদের মধ্যে মাঝে মধ্যে সংঘর্ষ হয়। এতে তাঁদের দলের কোনও যোগ নেই। জেলা পুলিশ সুপার নিশাত পারভেজ বলেন, “প্রাথমিক ভাবে জানতে পেরেছি সাঁইথিয়ার কসাইরপাড়ার কিছু কংগ্রেস সমর্থকদের সঙ্গে ডাঙালপাড়ার তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও বোমাবাজি হয়। পুলিশকে বলেছি অভিযুক্তদের গ্রেফতার করতে।” তৃণমূলের সাঁইথিয়া শহর সভাপতি মানস সিংহের অভিযোগ, “মঙ্গলবার সন্ধ্যায় কংগ্রেসের কয়েকশো সমর্থক আমাদের দলে যোগ দেন। যাঁর নেতৃত্বে তাঁরা আমাদের দলে যোগ দিয়েছেন সেই মিঠু শেখকে নানা ভাবে হুমকি দিত। বুধবার সকালে সাঁইথিয়া থানায় জানানো হয়। কিন্তু পুলিশ ব্যবস্থা নেয়নি। ওই দিন বিকেল থেকে মিঠুরবাড়ি লক্ষ্য করে কংগ্রেসের সমর্থকেরা ইটপাটকেল ছোড়ে।” তাঁর দাবি, “মিঠুর বাড়িতে তারা আগুনও লাগিয়ে দেয়। কয়েক জন জখম হয়েছেন।”
কংগ্রেসের শহর সভাপতি পিনাকী দত্ত বলেন, “দুই পাড়ার ঝামেলাকে নিয়ে তৃণমূল নোংরা রাজনীতি করছে। পুলিশ-প্রশাসন সবই জানে।” এসপি জানান, দু’এক জন পুলিশও কর্মী জখম হয়েছেন। |