টাকা তছরুপের অভিযোগে এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। বুধবার বিকেলে মহম্মদবাজার থানার বিষ্ণুপুর গ্রাম থেকে মৃণালকুমার দাস নামে ওই অবসরপ্রাপ্ত শিক্ষককে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাঁকে সিউড়ি আদালতে হাজির করানো হলে বিচারক জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃণালবাবু বিষ্ণুপুর হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন। বছর দু’য়েক আগে তিনি অবসর নিয়েছেন। ওই স্কুলের বর্তমান পরিচালন সমিতির পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ এনে সিউড়ি আদালতে মামলা করা হয়। অভিযোগ, ২০০৭ সাল থেকে স্কুলের বিভিন্ন খাতের টাকা তিনি নয়ছয় করেছেন। ওই অভিযোগের ভিত্তিতে বুধবার তাঁকে গ্রেফতার করা হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছেন মৃণালবাবু। চক্রান্ত করে তাঁকে ফাঁসানো হচ্ছে বলে তিনি দাবি করেছেন।
গত নির্বাচনে সব কটি আসনে এই স্কুলে জয়ী হন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। স্কুল পরিচালন সমিতির সম্পাদক জগন্নাথ মণ্ডলের অভিযোগ, “আগে স্কুল পরিচালন সমিতিতে সিপিএম ক্ষমতায় ছিল। ২০০৯-এর অগস্ট মাসে নির্বাচন হলেও প্রধান শিক্ষক বোর্ড গঠনের ক্ষেত্রে নানা ভাবে গড়িমসি করছিলেন। ৩১ অক্টোবর তিনি অবসর নেন। তার পরেই ব্যাঙ্কের পাশ বই ও সাব রেজিস্টারের হিসেব মেলাতে গিয়ে গরমিল ধরা পড়ে। অভিযোগ জানানোর পরেও স্কুল পরিদর্শক বা পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। চলতি বছরের ২১ এপ্রিল সিউড়ি আদালতে মামলা করি।” স্কুলের বর্তমান প্রধান শিক্ষক মদন মোহন দাস বলেন, “৮ জুলাই এই স্কুলে যোগ দিয়েছি। অডিট রিপোর্ট না পাওয়া পর্যন্ত এ ব্যাপারে সঠিক করে কিছু বলতে পারব না।” |