টুকরো খবর
বোলপুরে দুষ্কৃতী হানায় ধৃতদের জেল
বোলপুর থানার বড়শিমুলিয়া গ্রামে হামলার ঘটনায় ধৃত চার জনকে ১৪ দিন জেলহাজতে রাখার নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার ধৃতদের বোলপুর আদালতে হাজির করানো হয়েছিল। সরকারি আইনজীবী সুদীপ সরকার বলেন, “বড়শিমুলিয়া গ্রামে বোমাবাজি, গুলি চালানোর অভিযোগে ধৃতদের ১৪ দিন জেলহাজত হয়েছে।” প্রসঙ্গত, বুধবার সকালে ওই গ্রামে দুষ্কৃতীরা হামলা চালিয়েছিল। অভিযোগ উঠেছিল, সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা ওই হামলা করেছিল। দুষ্কৃতীদের গুলিতে দু’জন গুরুতর জখম হন। বৃহস্পতিবার ওই গ্রামে গিয়ে দেখা গেল, গ্রামে পুলিশ ক্যাম্প রয়েছে। চলছে টহলও। জেলা পুলিশ সুপার নিশাত পারভেজ বলেন, “কালো শেখ ও উত্তম দাস-সহ ৫১ জনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে। এলাকায় পুলিশি নজরদারি চলছে। অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার ওই গ্রাম থেকে ১৫ জনকে আটক করা হয়েছে।” অন্য দিকে, সিউড়ির কোমা অঞ্চলের মেটে গ্রামে তৃণমূল সমর্থকদের উপরে আক্রমণ করার অভিযোগ উঠল সিপিএম সমর্থকদের বিরুদ্ধে। এর জেরে বৃহস্পতিবার উভয় পক্ষের মধ্যে বোমাবাজি হয় বলে জানায় পুলিশ। জেলা পুলিশ সুপার নিশাত পারভেজ বলেন, “দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। মোট ১৪ জনকে পুলিশ আটক করেছে। এ দিন রাত পর্যন্ত কোনও পক্ষই অভিযোগ দায়ের করেনি।”

বেহাল রাস্তা, ক্ষোভ নলহাটিতে
নলহাটি ১ পঞ্চায়েত সমিতির অধীন বাউটিয়া থেকে বৈধড়া পর্যন্ত পাকা সড়কের বেহাল দশায় জেরবার হচ্ছেন সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রী সকলেই। দীর্ঘদিন সংস্কারের অভাবে পাথর বলতে কিছুই নেই। অথচ রাস্তাটির উপরে বাউটিয়া পঞ্চায়েতে এবং হরিদাসপুর পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ প্রত্যেকদিন তাঁদের নানা প্রয়োজনে ওই রাস্তার উপরে নির্ভরশীল। রাস্তাটি সংস্কারের ব্যাপারে একাধিকবার এলাকার মানুষ রাস্তা অবরোধও করেছেন। কাজের কাজ কিছুই হয়নি। নলহাটি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি মাধবেন্দ্র ঘোষাল বলেন, “রাস্তাটি সংস্কারের জন্য এলাকার বিধায়ক অভিজিৎ মুখোপাধ্যায় একাধিকবার জেলা প্রশাসনের হস্তক্ষেপের জন্য আবেদন করেছেন। পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসন রাস্তাটির গুরুত্ব বুঝে সংস্কারের জন্য ব্যবস্থা নেওয়ায় আমরা পিছিয়ে আসি। অথচ এখনও পর্যন্ত রাস্তাটি সংস্কার করল না পূর্ত দফতর (সড়ক)।” নলহাটি ১ ব্লকের বিডিও অচিন্ত্য সিংহ বলেন, “রাস্তাটি সংস্কার না হওয়ায় এলাকার মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। পূর্ত দফতরকে (সড়ক) একাধিকবার বলা হয়েছে। কিন্তু কেন জানি না তাদের তরফ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।”

বিপিএল তালিকা নিয়ে ক্ষোভ
বিপিএল তালিকায় অবস্থাপন্ন ও মৃত মানুষের নাম রয়েছে। অথচ প্রতিবাদ করতে গেলে মারধর করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে মুরারই পঞ্চায়েতের ভাদিশ্বর সংসদে। অবিলম্বে স্বচ্ছ বিপিএল তালিকা প্রকাশের দাবিতে সম্প্রতি লিখিত ভাবে বিডিও-র কাছে অভিযোগ জানিয়েছেন বাসিন্দাদের একাংশ। মুরারই ১ ব্লকের বিডিও কৌশিক চট্টোপাধ্যায় বলেন, “মাস তিনেক আগে ভাদিশ্বর সংসদে একটা গণ্ডগোল হয়েছিল বলে জানি। বিপিএল তালিকায় গরমিল আছে ঠিকই। তবে ওই সংসদে এখনও পর্যন্ত বর্তমান আর্থিক বছরে ইন্দিরা আবাস যোজনার টাকা বিলি করা হয়নি।” মুরারই পঞ্চায়েতের প্রধান কংগ্রেসের কিশোর পিপাড়া বলেন, “তালিকায় নাম থাকলেই যে ইন্দিরা আবাস যোজনার টাকা উপভোক্তাকে দেওয়া হবে এটা ঠিক নয়। উপযুক্ত তদন্ত করে প্রতিটি সংসদে ইন্দিরা আবাসের উপভোক্তাদের টাকা বিলি করা হয়। তবে যতদূর জানি ওই সংসদে এখনও পর্যন্ত কোনও টাকা বিলি করা হয়নি।”

পানীয় জল,আলোর দাবি
বক্রেশ্বর উষ্ণপ্রস্রবনের প্রায় গা ঘেঁসে রয়েছে বক্রেশ্বর শ্মশান। দুবরাজপুর ব্লকের গোহালিয়াড়া পঞ্চায়েতের অধীনে থাকা ওই শ্মশানে প্রতিদিন প্রচুর শবদাহ হয়। দিনের বেলারয় শবদাহ করতে ততখানি সমস্যা না হলেও বৈদ্যুতিক আলো ও পানীয় জলের ব্যবস্তা না থাকায় রাতে শবদাহ করতে আসা লোকজন সমস্যায় পড়েন। আলো ও পানীয় জলের ব্যবস্থা না থাকায় ক্ষুব্ধ মৃতদেহ নিয়ে আসা মানুষ থেকে এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, গোহালিয়াড়া পঞ্চায়েতের পক্ষ থেকে সদর্থক পদক্ষেপ নেওয়া উচিত ছিল। পঞ্চায়েত প্রধান, তৃণমূলের দিলীপ মালের দাবি, “এর আগে বক্রেশ্বর শ্মশানের কাছে গভীর নলকূপ বসানো হয়েছিল। কিন্তু উষ্ণপ্রস্রবনের কাছাকাছি হয়ে যাওয়ায় ওই নলকূপ থেকে গরম জল পনছিল। তা ছাড়া, সেই জল পানের অযোগ্যও ছিল। তবে শীঘ্রই আমরা নতুন করে নলকূপ বসানোর ব্যবস্থা করব।” তিনি বলেন, “বিদ্যুতের জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন সেই খরচ পঞ্চায়েতের পক্ষে বহন করা সম্ভব নয়। সমস্যার কথা দুবারাজপুর ব্লক ও পঞ্চায়েত সমিতিকে জানানো হয়েছে।”

বাজারে আগুন
নিজস্ব চিত্র।
অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সাঁইথিয়া থানার আমোদপুর স্টেশন লাগোয়া বাজারে। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেলের জায়গাতেই দীর্ঘদিন আগে ওই বাজার গড়ে ওঠে। সব্জির পাশাপাশি, ছোট মুদিখানা, কাপড়ের দোকানও রয়েছে। স্থানীয় মানুষজনই এই সব দোকান দেন। সব্জি ও ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সম্পাদক রাজু মণ্ডল বলেন, “অন্য দিনের মতো বুধবার রাতেও যে যার মতো দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলেন। রাত দেড়টা নাগাদ আগুন লাগার খবর পাই। সঙ্গে থানায় ও দমকলে খবর দেওয়া হয়। প্রায় ৮০-১০০টি দোকানে আগুন লেগেছে। সব পুড়ে ছাই হয়ে গিয়েছে।” কী ভাবে আগুন লাগল, তার তদন্ত চলছে।

দুর্ঘটনায় মৃত্যু
মোরাম ভর্তি লরির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে দুবরাজপুর থানা এলাকার রসুলপুর গ্রামে। পুলিশ জানায়, মৃতের নাম শেখ জাহাঙ্গির (৪৫)। ওই গ্রামেই তাঁর বাড়ি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে গ্রামের কাঁচা রাস্তা পারাপার মোরামভর্তি লরিটি ধাক্কা মারতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনার পরে উত্তেজিত বাসিন্দারা বিক্ষোভ দেখান। পরে পুলিশ এসে দেহটি ময়না তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠায়। লরিটি আটক করেছে। তবে চালক ও খালাসি পলাতাক।

সচেতনতা শিবির
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে বুধবার আমোদপুর টাউন ক্লাবের সভাকক্ষে অনুষ্ঠিত হল আইনি সচেতনতা শিবির। ওই দিনের শিবিরে উপস্থিত ছিলেন বীরভূম জেলা জজ এম এম বন্দ্যোপাধ্যায়, অতিরিক্ত জেলাশাসক (ভূমি সংস্কার) শ্যামাশিস রায় প্রমুখ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.