আন্তঃবিশ্ববিদ্যালয় পূর্বাঞ্চল খোখোয় তৃতীয় হল বর্ধমান। উৎকলের মাঠে তারা গ্রুপ লিগে বারাসতকে ১ ইনিংস ও ১৫ রানে হারালেও, উত্তরবঙ্গের কাছে ১৪-১৭ ও উৎকলের কাছে ১০-১২ পয়েন্টে হারে। এ দিকে, উৎকলের ম্যাচে রেফারিং নিয়ে পক্ষপাতের অভিযোগ জানিয়েছে বর্ধমান ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। তবে তৃতীয় হলেও সারা ভারত বিশ্ববিদ্যালয় খোখোতে খেলার সুযোগ পাচ্ছে বর্ধমান।
|
কেতুগ্রামের রসুই তরুণ সঙ্ঘ পরিচালিত ফুটবল প্রতিযোগিতায় ফাইনালে উঠল ভাতার একাদশ। বৃহস্পতিবার ইন্দ্রজিৎ মিত্রের একমাত্র গোলে ভাতার হারিয়ে দেয় বীরভূমের পারুলডাঙা ক্লাবকে।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন ফুটবলের প্লে অফ ম্যাচে জয়ী হল বিবেকানন্দ এস এ। তারা কালাঝড়িয়া মাঠের খেলায় বৃহস্পতিবার কল্যাণপুর সোশ্যাল ওয়েলফেয়ারকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারায়।
|
ধর্মসঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতার বৃহস্পতিবারের খেলায় জয়ী হয় সিএমপিডিআই। টাইব্রেকারে তারা বেকারি মাঠের খেলায় আড়াডাঙা এমবিজি-কে ৪-৩ গোলে হারায়।
|
কেতুগ্রামের রসুই তরুণ সঙ্ঘ পরিচালিত ফুটবল প্রতিযোগিতায় ফাইনালে উঠল ভাতার একাদশ। বৃহস্পতিবার ইন্দ্রজিৎ মিত্রের একমাত্র গোলে ভাতার হারিয়ে দেয় বীরভূমের পারুলডাঙা ক্লাবকে। |