টুকরো খবর
টাকা হাতানোর অভিযোগ
চড়া সুদের প্রলোভন দিয়ে বেকার ছেলেদের কাছে লক্ষ লক্ষ টাকা নগদ হাতানোর অভিযোগ উঠল পানাগড়ের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, অলোক চট্টোপাধ্যায় নামে এক তৃণমূল নেতার ছেলে স্মরণজিৎ চট্টোপাধ্যায় এলাকার বেকারদের কাছে চড়া সুদের লোভ দেখিয়ে অনেক টাকা তুলেছেন। তেমনই কয়েক জন সুজিত দত্ত, রামরূপ রায়, মনোজ পট্টনায়ক, নিতাই সিংহদের অভিযোগ, বার বার তাগাদা দিয়েও কোনও ফল হয়নি। প্রতিবাদে বৃহস্পতিবার তাঁরা অলোকবাবুর ওষুধের দোকানে তালা ঝুলিয়ে দেন। স্মরণজিৎ পলাতক। বিষয়টি আইনমন্ত্রী মলয় ঘটককে জানানো হয়েছে বলেও জানান তাঁরা। কাঁকসা থানায়ও তাঁরা লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন। থানার ওসি পার্থ ঘোষ জানান, অভিযুক্ত পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চলছে। এ দিকে অলোকবাবুর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই বলে দাবি করেন কাঁকসা ব্লক যুব তৃণমূল সভাপতি পল্লব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “অসাধু উপায় নিয়ে ওই পরিবারটি বেকারদের প্রতারণা করে টাকা হাতিয়েছে। প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিক।”

ডিপিএলের কর্মীকে ছুরি, অভিযুক্ত স্বামী
ডিপিএলের এক মহিলা ঠিকাকর্মীকে ছুরি মারার অভিযোগে তাঁর স্বামীকে গ্রেফতার করল কোকওভেন থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, কণিকা সিংহ নামে ওই ঠিকাকর্মীর উপর দীর্ঘ দিন ধরেই শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তাঁর স্বামী পেশায় লরি চালক দিলীপ সিংহ। অতিষ্ঠ হয়ে কনিকাদেবী সম্প্রতি বাড়ি ছেড়ে লেবারহাট শালবাগানে মাসির বাড়িতে থাকতেন। বৃহস্পতিবার সকালে কারখানার গেটের সামনেই কণিকাদেবীর গলায় ছুরির কোপ মারেন তাঁর স্বামী। বাধা দিতে গিয়ে তাঁর হাতেও চোট লাগে। স্থানীয় বাসিন্দারা কনিকাদেবীকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠান। দিলীপ সিংহকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

জয়দেবের মামলার শুনানি পিছোল
অবৈধ অস্ত্র রাখা ও অবৈধ কয়লার কারবারে জড়িত থাকার অভিযোগে ধৃত মাফিয়া জয়দেব মণ্ডলের মামলার শুনানি হল না বৃহস্পতিবার। তাকে আসানসোল মহকুমা আদালতে দেরি করে হাজির করায় পুলিশ। ফলে তার বিষয়ে সিদ্ধান্ত দেননি বিচারক। তাকে আসানসোলের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। শুক্রবার তাকে ফের আদালতে হাজির করার নিদের্শ দিয়েছেন বিচারক। গত ২ নভেম্বর তাকে জামুড়িয়া থানার পুলিশ দু’টি পৃথক মামলায় আসানসোল আদালতে তোলে। একটি মামলায় বিচারক তাকে জামিন দেন। অপর মামলায় বিচারক তাকে ৮ দিনের পুলিশ হেফাজতে পাঠান। বৃহস্পতিবার সেই মেয়াদ শেষ হয়। এ দিকে জামুড়িয়া থানার পুলিশ জানিয়েছে, জয়দেব মণ্ডলের দেওয়া খবরে সালানপুর থানার ফুলবেড়িয়ার একটি কারখানা থেকে বুধবার রাতে পুলিশ প্রায় ৩০ টন অবৈধ কয়লা বাজেয়াপ্ত করেছে। এক ব্যক্তিকে গ্রেফতারও করেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতের জামিন হয়।

বামফ্রন্টের গণসম্মেলন
অন্ডালের বিমান নগরী কর্তৃপক্ষ ও সরকারের কাছে একগুচ্ছ দাবির ভিত্তিতে গণসম্মেলন করল বামফ্রন্ট। অন্ডালের খাঁদরা কমিউনিটি সেন্টারের পাশে বৃহস্পতিবার বাম নেতারা জানান, ২ নম্বর জাতীয় সড়কের পাশে জমির দাম যদি বেশি দেওয়া হয়, তাহলে আগে যাঁরা জমি দিয়েছেন তাঁদেরও সেই দামই দিতে হবে। বর্গাদার, খেতমজুর, জমিহারাদের পরিবার পিছু চাকরি দিতে হবে। ২৪ থেকে ২৬ নভেম্বর বিমান নগরী কর্তৃপক্ষের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাবেন তাঁরা। ২৮ থেকে ৩০ নভেম্বর রিলে অনশন করবেন।

ফের গ্রেফতার কয়লা মাফিয়া
জয়দেব মণ্ডল ঘনিষ্ঠ আরও এক কয়লা মাফিয়াকে গ্রেফতার করল আসানসোল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বিজয় ভালুটিয়া। তাকে বৃহস্পতিবার আসানসোল আদালতে তোলা হয়। বিচারক তাকে জেল হেফাজতে পাঠিয়েছে। এসিপি ভি সুলেমান জানান, বুধবার রাতে রানিগঞ্জের শিশুবাগানে রাজু ভালুটিয়া, সুন্দর ভালুটিয়া, বিজয় ভালুটিয়া ও বক্তারনগরে চিন্ময় মণ্ডলের বাড়িতে অভিযান চালানো হয়। বিজয় ছাড়া বাকিদের পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়লা মাফিয়া জয়দেব মণ্ডলকে অর্থ দিয়ে সাহায্য করে তারা। এছাড়াও তাদের বিরুদ্ধে কয়লা পাচারের অভিযোগও রয়েছে।

খননে বিপর্যস্ত গ্রাম, ক্ষোভ
রানিগঞ্জের কুনস্তরিয়া এরিয়ার নারায়ণপুরি প্যাচে কয়লা খননে বিপর্যস্ত হচ্ছে গ্রাম। প্রতিবাদে বিক্ষোভ দেখিয়ে বৃহস্পতিবার কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, প্যাচে খননের জন্য বিস্ফোরণের জেরে বাড়ি কেঁপে উঠছে। প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের কয়লা সংস্থার ভগ্নাবশেষ সংরক্ষণের কথা। সেখানে এই খননের জেরে তার অস্তিত্বও সঙ্কটে পড়ছে। এরই প্রতিবাদে এ দিন তাঁরা কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখান। ইসিএল কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছেন, বিস্ফোরণের জেরে কোনও ক্ষয়ক্ষতির কথা তাঁদের জানা নেই। প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের কয়লা সংস্থার ভগ্নাবশেষটিও কোনও ভাবেই নষ্ট হবে না বলেই তাঁরা রিপোর্ট পেয়েছেন।

বেতন ও পিএফ-এর দাবিতে বিক্ষোভ
পাঁচ জন ঠিকাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা-সহ একগুচ্ছ দাবিতে প্রতিবাদ মিছিল করল আইএনটিটিইউসি। বৃহস্পতিবার বার্নপুর শহর পরিক্রমা করে মিছিলটি। আইএনটিটিইউসি ও যুব তৃণমূল যৌথভাবে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করে। যুব নেতা উৎপল সেন অভিযোগ করেন, বোনাস চাওয়ায় ইস্কোর এক ঠিকাদার ৫ জন ঠিকা কর্মীকে বিনা কারণে মারধর করেন। আবার তাঁদের নামে পুলিশের কাছে অভিযোগও দায়ের করেন। এ দিন ওই পাঁচ ঠিকাকর্মী আদালতে গিয়ে জামিন নেন। মারধরের কারণে অসুস্থ থাকায় তাঁরা এত দিন চিকিৎসাধীন ছিলেন। ঠিকাদারের এই কাজের নিন্দা জানাতে এবং ঠিকাকর্মীদের বেতন ন্যুনতম সরকারি হারে দেওয়া ও পিএফ-র দাবিতে এ দিন মিছিল করেন তাঁরা।

পথ দুর্ঘটনায় মৃত্যু
সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। বৃহস্পতিবার সকালে আসানসোল দক্ষিণ থানার চেলিডাঙার কাছে জি টি রোডে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম জ্যোতিষ চক্রবর্তী (৭০)। বাড়ি ওই থানা এলাকার শ্রীপল্লিতে। এ দিন একটি বাসের ধাক্কায় গুরুতর জখম হন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে জানান চিকিৎসকেরা।

ক্রিকেট নিয়ে ঝামেলা
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আসানসোল উত্তর থানার শীতলাডাঙায় বুধবার রাতে পাশাপাশি দু’টি ক্লাবের মধ্যে গণ্ডগোল বাধে। গণ্ডগোলের রেশ ছিল বৃহস্পতিবার সকালেও। পরে পুলিশ গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কেউ জখম হননি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।

জঙ্গলে পচাগলা দেহ
সোনাচোরা স্টেশনের অদূরে জঙ্গলের একটি গাছে ঝুলন্ত পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের পরিচয় জানা যায়নি। জামুড়িয়া পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়না-তদন্তের জন্য আসানসোল মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

কোথায় কী
দাঁইহাট
রাস উৎসবের প্রতিমা নিরঞ্জন। সন্ধ্যা ৬ টা। উদ্যোগ: রাস উৎসব কমিটি।

বর্ধমান
৩৩ তম ইন্ডিয়ান জিওগ্রাফি কংগ্রেস। সকাল ১১ টা। বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম। উদ্যোগ: বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগ।

হিরাপুর
ফুটবল প্রতিযোগিতা। কালাঝড়িয়া মাঠ। বিকাল ৩টা। উদ্যোগ: মহকুমা ক্রীড়া সংস্থা।

বারাবনি
আন্তঃগ্রামীণ ফুটবল। গৌরান্ডি মাঠ। বিকাল ৩টা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.