আটকাল রাজধানী
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
ছবি তুলেছেন হিমাংশুরঞ্জন দেব। |
কৃষিপণ্যের সহায়ক মূল্য বৃদ্ধির দাবিতে রাজধানী এক্সপ্রেস আটকে বিক্ষোভ দেখাল। কোচবিহার জেলা ধান-পাট-আলু চাষি সংগ্রাম কমিটি ও সারাভারত কৃষক খেতমজুর সংগঠন। বুধবার নিউ কোচবিহার স্টেশনে বিক্ষোভ হয়েছে। আন্দোলনের জেরে দুপুর দেড়টা থেকে ৪০ মিনিট নিউ দিল্লি-গুয়াহাটি রাজধানী এক্সপ্রেস স্টেশনে দাঁড়িয়ে থাকে। আন্দোলনকারীদের অভিযোগ, জেলার কৃষকরা উৎপাদিত পণ্যের বাজার দর পাচ্ছেন না। দ্রুত ৫ হাজার টাকা কুইন্টাল দরে পাট, ধানের দর ১,৫০০ টাকা ও আলু ১২০০ টাকা প্রতি কুইন্টাল হিসাবে সহায়ক মূল্য বাড়িয়ে কেনার বন্দোবস্ত করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা। কোচবিহার জেলা ধান-পাট-আলু চাষি সংগ্রাম কমিটির সম্পাদক নৃপেন কার্জি বলেন, “কৃষিপণ্যের দাম না পেয়ে জেলার কৃষকরা চরম দুরাবস্থায়। ধান-পাট-আলুর সহায়ক মূল্য বাড়ানো হলে সমস্যা মিটবে না। প্রয়োজনে বৃহত্তর আন্দোলন করব।” কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে নিউ কোচবিহারের স্টেশন ম্যানেজার প্রভাতরঞ্জন রায়ের মাধ্যমে স্মারকলিপি দেওয়া হয়েছে।
|
নাম বদলের দাবি, বৈঠক
নিজস্ব সংবাদাতা • মালবাজার |
শো-কজ হওয়া আদিবাসী বিকাশ পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করল ডুয়ার্স মিল্লাতে ইসলামিয়া। বুধবার ডুয়ার্সের নাগরাকাটায় অগ্রসেন ভবনে জন বার্লা, শুক্রা মুন্ডাদের মতো ওই নেতাদের সঙ্গে তারা বৈঠক করে। ‘গোর্খা আদিবাসী টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন’ নামের বদলে তারা ‘গোর্খা আদিবাসী মাইনোরিটি টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন’ নাম রাখার প্রস্তাব দিয়েছেন। ১৩ নভেম্বর তারা মাদারিহাটে জনসভায় তা জানাবেন। ডুয়ার্স মিল্লাতের সাধারণ সম্পাদক আব্দুর রজ্জাক বৈঠকে ছিলেন। শুক্রা মুন্ডা জানান, ডুয়ার্স মিল্লাতে ইসলামিয়া তাদের কথা শুনে পক্ষেই মত দিয়েছেন। নাম পরিবর্তনের যে বিষয়টি বলা হয়েছে তা নিয়ে এখনই কিছু জানাতে চাননি তিনি। |
থানায় বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
পুলিশের একাংশের মদতে কোচবিহার শহরে মদ ও দেহ ব্যবসার রমরমা কারবার শুরু হয়েছে অভিযোগ করে কোচবিহার কোতোয়ালি থানায় বিক্ষোভ দেখাল তৃণমূল যুব কংগ্রেস। বুধবার দুপুরে ঘণ্টাখানেক বিক্ষোভ হয়। তৃণমূল যুব কংগ্রেস নেতা কুমার রাজীব নারায়ণ বলেন, “তোর্সা বাঁধ, সাগরদিঘি, পান্থশালা রোড এলাকায় মদের কারবার চলছে। ব্যবস্থা নেওয়া না হলে আন্দোলন হবে।” কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “অভিযোগ খতিয়ে দেখা হবে।” |
চলচ্চিত্র উৎসব
নিজস্ব সংবাদদাতা • হলদিবাড়ি |
আগামী ১২-১৩ নভেম্বর চলচ্চিত্র উৎসব হবে কোচবিহারের হলদিবাড়ি শহরে। এই প্রথম হলদিবাড়িতে চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হচ্ছে। স্থানীয় ঊর্মিকা পত্রিকা গোষ্ঠীর উদ্যোগে হলদিবাড়ির রবীন্দ্র ভবনে ওই উৎসব হবে। সত্যজিৎ রায়, চ্যাপলিনের-সহ খ্যাতনামা পরিচালকদের ছবি দেখানো হবে বলে জানিয়েছেন উৎসব কমিটির মুখপাত্র সত্রাদীপ পাল। |
একই দিনে দুটি পৃথক এলাকায় দু’জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। দুটি ঘটনাই ঘটেছে ইসলামপুর থানা এলাকায়। মঙ্গলবার সন্ধ্যায় রামগঞ্জের বেদবাড়ি এলাকায় পহিনা খাতুন (১৬) নামে এক কিশোরী এবং এ দিন রাতে জানকী রাম (১৫) নামে আর এক কিশোরী বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন। দুটি দেহ ময়নাতদন্তে পাঠিয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। |