নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
চুক্তি করে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ তৈরি হয়েছে আগেই। সেই চুক্তি অনুযায়ী উন্নয়নের কাজ কতটা এগোল, তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার বৈঠকে বসেন মুখ্যসচিব সমর ঘোষ। মহাকরণ সূত্রের খবর, কোন দফতরের কাজ কতটা হয়েছে, কতটা বাকি, কোথায় কাজ আটকাচ্ছে সব বিষয়েই সবিস্তার আলোচনা হয়েছে। বৈঠকে ছিলেন রাজ্যের ১৫টি দফতরের সচিবেরা।
মুখ্যসচিব পরে বলেন, “পাহাড় নিয়ে জিটিএ চুক্তিতে যা যা হবে বলা হয়েছিল, সেই কাজে কতটা অগ্রগতি হয়েছে, তা পর্যালোচনা করতেই বৈঠক ডাকা হয়েছিল।” এক সচিব জানান, পূর্ত ও সড়ক, পরিবহণ এবং পুর দফতরের কাজকর্মের উপরে সব চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আলোচনা হয়েছে বিজনবাড়ি সেতুর পুনর্নির্মাণ থেকে শুরু করে নেপালি ভাষার অ্যাকাডেমি গড়া, দার্জিলিং শহরে জল সরবরাহ থেকে শুরু করে সেখানকার তিনটি পুরসভার নির্বাচন-সহ বিভিন্ন বিষয় নিয়ে।
কিছু দিন আগেই বিজনবাড়িতে সেতু ভেঙে প্রাণ হারিয়েছেন বেশ কিছু মানুষ। বহু পুরনো সেতুটি ছিল ঝুলন্ত কাঠের তৈরি। রাজ্যের পূর্তসচিব অজিতরঞ্জন বর্ধন জানান, প্রথমে ভাবা হয়েছিল, সেখানে কংক্রিটের সেতু তৈরি করা হবে। কিন্তু ওই এলাকার ভূপ্রাকৃতিক পরিস্থিতি ও অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে ঠিক হয়েছে, সেখানে ‘কেব্ল সাসপেনশন’ সৈতু তৈরি করা হবে। এই ব্যাপারে শীঘ্রই দরপত্র ডাকা হচ্ছে।
কেমন হবে নতুন সেতু?
পূর্তসচিব বলেন, “নতুন সেতু আগের তুলনায় চওড়া ও পোক্ত হবে। তার উপর দিয়ে গাড়ি যাতায়াত করতে পারবে।” তিনি আরও জানান, তাঁরা ওই এলাকার আরও ৩০টি সেতু পরীক্ষা করে দেখছেন। এই ধরনের সেতুতে একসঙ্গে বেশি লোক যাতে না-ওঠেন, সেই ব্যাপারে আমজনতাকে সতর্ক করার কাজও শুরু হয়েছে।
পুর দফতর সূত্রের খবর, দার্জিলিং শহরে পানীয় জলের জন্য বালাসন নদী থেকে জল সরবরাহের একটি প্রকল্প তৈরি হবে। এর চূড়ান্ত ছাড়পত্র পেতে দিল্লিতে কাগজপত্র পাঠানো হয়েছে। এই প্রকল্পের টাকা আসবে জওহরলাল নেহরু ন্যাশনাল আর্বান রিনিউয়াল মিশন থেকে। এ দিকে, উত্তরবঙ্গে তিনটি নতুন কলেজ তৈরির ব্যাপারে কথা বলতে এ দিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বিকাশ ভবনে দেখা করেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা হড়কা বাহাদুর ছেত্রি। |