নবজাতকের জন্য ইউনিট চালু হবে ১৫ দিনেই |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মহাকরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বুধবার এক ঘণ্টা বৈঠক করেছেন স্বাস্থ্যসচিব সঞ্জয় মিত্র। নবজাতকদের চিকিৎসায় সিক নিওনেটাল কেয়ার ইউনিট (এসএনসিইউ) নিয়ে যে-জটিলতার সৃষ্টি হয়েছিল, এই বৈঠকের পরে তা কেটে গিয়েছে। ১৫ দিনের মধ্যে রাজ্যের পাঁচটি হাসপাতালে এসএনসিইউ তৈরির কাজ শেষ করতে হবে বলে নির্দেশ দেন পূর্তসচিব অজিতরঞ্জন বর্ধন।
মমতা মুখ্যমন্ত্রী হওয়ার পরে ঘোষণা করেছিলেন, ডিসেম্বরের মধ্যে ২০টি এসএনসিইউ চালু করবেন। কিন্তু কার্যক্ষেত্রে এত দিনে শুধু কলকাতার বিধানচন্দ্র রায় শিশু হাসপাতাল ছাড়া আর কোথাও এসএনসিইউ চালু হয়নি। কেন এসএনসিইউ তৈরির কাজ আটকে রয়েছে, সেই ব্যাপারে স্বাস্থ্য দফতর দায় চাপিয়ে দিয়েছিল পূর্ত দফতরের উপরে। স্বাস্থ্যসচিব এ দিন অন্যান্য বিষয়ের সঙ্গে এসএনসিইউ নিয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন বলে মহাকরণ সূত্রের খবর। তার পরেই তৎপরতা শুরু হয়।
মহাকরণে নিজের দফতরের অফিসারদের সঙ্গে বৈঠক করে পূর্তসচিব জানান, যুদ্ধকালীন তৎপরতায় বহরমপুর হাসপাতাল, এম আর বাঙুর হাসপাতাল, বালুরঘাট হাসপাতাল, শিলিগুড়ি হাসপাতাল ও আরামবাগ হাসপাতালে এসএনসিইউ নির্মাণের কাজ শেষ করবে পূর্ত দফতর। ১৫ দিনের মধ্যে ওই সব ইউনিট কাজ শুরু করতে পারবে। পূর্ত দফতর এত দিন এ ভাবে উদ্যোগী হয়নি কেন? পূর্তসচিবের ব্যাখ্যা, “নির্মাণের কাজে ও বিদ্যুতের কাজে বেশ খানিকটা দেরি হয়েছে। আর দেরি হবে না।” স্বাস্থ্যসচিব বলেন, “অনেক জায়গাতেই পূর্ত দফতর কাজ করেনি বলে আমাদের এসএনসিইউ আটকে রয়েছে। ওরা এ বার সক্রিয় হয়েছে, এটা আনন্দের কথা।” |