টুকরো খবর
ডাইন-কাণ্ডে গ্রেফতার ৫
মা ও ছেলেকে ‘ডাইন’ অপবাদ দিয়ে জরিমানা করার অভিযোগে এক সিপিএম সদস্য-সহ পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি মানবাজার থানার শাসনগোড়া গ্রামের। পুলিশ জানিয়েছে, ধৃতেরা হল আনন্দ কিস্কু, শ্যামাপদ কিস্কু, বিভূতি কিস্কু, তারাপদ কিস্কু ও সহদেব কিস্কু। বুধবার পুলিশ তাদের গ্রেফতার করে। আনন্দ সিপিএমের পার্টি সদস্য। বাকিরা সিপিএমের সমর্থক। শাসনগোড়া গ্রামের অজিত কিস্কু ও তাঁর মা দোলমনি কিস্কুকে ডাইন অপবাদ দিয়ে সালিশি সভা বসিয়ে বোকারোয় এক জানগুরুর কাছে নিয়ে গিয়ে ‘দোষ ছাড়ানো’ হয়। পুলিশের কাছে অজিত সোমবার এই অভিযোগ করে জানান, সে জন্য প্রায় ৯০০০ টাকা খরচ করতে হয়েছে। তারপরেও ওই পাঁচ জন আরও প্রায় ১ লক্ষ টাকা জরিমানা হিসেবে চেয়েছিল। তা দিতে না পারায়, তাঁদের উপরে অত্যাচার আরও বেড়ে গিয়েছে। পুলিশ মঙ্গলবার গ্রামে গিয়ে দু’পক্ষকে এ দিন থানায় ডেকেছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন থানায় পুলিশ জেরা করে ওই পাঁচ জন অভিযুক্তকে গ্রেফতার করে। সিপিএমের মানবাজার জোনাল কমিটির সদস্য অমিতাভ মিশ্র পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মানবাজারের জোনাল সম্পাদক। তাঁর দলের পার্টি সদস্য আনন্দ কিস্কু গ্রেফতার হওয়ার পরে তিনি বলেন, “ডাইন অপবাদ দিয়ে জরিমানা করা আমরা সমর্থন করিনা। আনন্দ কিস্কু এই ঘটনায় যুক্ত কিনা তা পুলিশ দেখবে। এর সঙ্গে আমাদের দল কোনওভাবেই যুক্ত নয়।”

কৃষক সভার স্মারকলিপি
ন্যায্য মূল্যে চাষিদের রাসায়নিক সার সরবরাহ করা ও চাষিদের কাছ থেকে সহায়ক মূল্যে অবিলম্বে ধান কেনার দাবি-সহ কয়েক দফা দাবিতে বিক্ষোভ দেখাল সিপিএমের কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা। বুধবার খাতড়া শহরে মিছিল করে সংগঠনের কর্মী-সমর্থকেরা মহকুমাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান। পরে তাঁদের এক প্রতিনিধি দল মহকুমাশাসক দেবপ্রিয় বিশ্বাসের কাছে স্মারকলিপি জমা দেন। মহকুমাশাসক বলেন, “তাঁদের স্মারকলিপি পেয়েছি। যে দাবিগুলি মহকুমাস্তরে পূরণ করা যাবে, তা অবশ্যই দেখা হবে। বাকি দাবিগুলি বিবেচনা করার জন্য ঊর্ধ্বতন কর্তৃফক্ষকে জানাব।”

দুই ট্রাকের ধাক্কা, মৃত ১
একটি খালি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল অন্য একটি ট্রাকের চালকের। বুধবার সকাল সাড়ে ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে পুরুলিয়া-বাঁকুড়া ৬০-এ জাতীয় সড়কে, হুড়া থানার দোপাহাড়িয়া গ্রামের কাছে। মৃত ট্রাক চালকের নাম গোপাল দশন্দির (৪২) বাড়ি জয়পুর থানা এলাকার ডুমুরডি গ্রামে। পুলিশ জানিয়েছে, পুরুলিয়া মফস্সল থানা এলাকার নদিয়াড়া গ্রাম থেকে গোপালবাবু ধানবোঝাই ট্রাক নিয়ে বর্ধমান যাচ্ছিলেন। দোপাহাড়িয়ার কাছে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে ধানবোঝাই ট্রাকের। ঘটনাস্থলেই গোপালবাবুর মৃত্যু হয়। খালি ট্রাকটি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে আসছিল। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে ঘণ্টা দুয়েক যান চলাচল ব্যাহত হয়। পরে বাঁকুড়া থেকে ক্রেন এনে ট্রাক দু’টিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। অন্য ট্রাকটির চালক পলাতক। পুলিশ তাঁর খোঁজ করছে।

কাশীপুরে প্রধান ঘেরাও
পঞ্চায়েত পরিচালনার কাজে দুর্নীতি-সহ একাধিক অভিযোগ তুলে বুধবার কাশীপুর ব্লকের হিদলদা-উপড়রা গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রধানকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় তৃণমূল। সন্ধ্যা পর্যন্ত প্রধানকে ঘেরাও করে রাখেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। তাঁদের অভিযোগ, ইন্দিরা আবাস যোজনায় বাড়ি ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণে পঞ্চায়েত দুর্নীতি করেছে। স্থানীয় তৃণমূল নেতা অনিরুদ্ধ মুখোপাধ্যায়ের অভিযোগ, “২০০৮ সালে মেছি গ্রামে এক ব্যক্তির নামে ইন্দিরা আবাস যোজনায় ২৫ হাজার টাকা বরাদ্দ হয়েছিল। ওই টাকা পঞ্চায়েত থেকে তুলে নেওয়া হলেও বাড়ি তৈরি হয়নি। এ ছাড়াও ইসন্দা গ্রামে গত দু’বছরে ১ লক্ষ ৬৫ হাজার টাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরির জন্য বরাদ্দ হওয়ার পরেও আদৌ কোনও নির্মাণ হয়নি।” পাশাপাশি বছরে ১০০ দিন প্রকল্পে আরও বেশি সংখ্যক বাসিন্দাকে কাজ দেওয়া-সহ ১৬ দফা দাবি তুলেছে তৃণমূল। পঞ্চায়েত প্রধান রিনা রায় অবশ্য তৃণমূলের অভিযোগ বা দাবিদাওয়া সম্পর্কে কোনও মন্তব্য করেননি।

আদ্রায় সংঘর্ষ
ইরানি সম্প্রদায়ের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়াল আদ্রার কাটাবাঙ্গুনি এলাকায়। দফায় দফায় সংঘর্ষের জেরে ১৩ জন জখম হয়েছেন। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে কাটাবাঙ্গুনি গ্রামের ইরানি বস্তিতে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, অভ্যন্তরীণ সমস্যা নিয়ে ওই দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। এ দিন পুরনো বিবাদের জেরেই সংঘর্ষ বাধে। ভোজালি, রড, লাঠি, তলোয়ার নিয়ে একে অপরের উপরে চড়াও হয় দুই গোষ্ঠীর লোকজন। খবর পেয়ে আদ্রা ফাঁড়ির পুলিশ যায়। পরে অতিরিক্ত বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান কাশীপুরের সিআই সোমনাথ দাস। পুলিশ জানায়, আহতদের মধ্যে ৯ জনকে কাশীপুর ব্লক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুই গোষ্ঠীর মোট ৩৫ জনকে পুলিশ গ্রেফতার করেছে।

বিধায়কের চিঠি
রাস্তা সংস্কার করার জন্য জেলাশাসকের দ্বারস্থ হলেন বিধায়ক। মানবাজারের ইন্দকুড়ি থেকে পোস্টঅফিস মোড়, ইন্দকুড়ি থেকে বাইপাশ হয়ে পোদ্দারপাড়া ও মানবাজার চৌমাথা থেকে দোলাডাঙা পিকনিক স্পট পর্যন্ত রাস্তা বেহাল হয়ে পড়েছে। এ বার ওই তিনটি রাস্তা সংস্কার করার জন্য স্থানীয় বিধায়ক তৃণমূলের সন্ধ্যারানি টুডু জেলাশাসক অবনীন্দ্র সিংহকে চিঠি দিলেন। বিধায়ক বলেন, “রাস্তাগুলির দায়িত্বে রয়েছে জেলা পরিষদ। দীর্ঘ দিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তাগুলি বিপজ্জনক হয়ে পড়েছে। জেলাশাসককে দ্রুত ওই তিনটি রাস্তা সংস্কার করার জন্য অনুরোধ জানিয়েছি।” জেলাশাসক বলেন, “রাস্তা সংস্কার করার ব্যাপারে বিধায়কের চিঠি পেয়েছি। অতিরিক্ত জেলাশাসককে (জেলাপরিষদ) বিষয়টি দেখতে বলেছি।

আগ্নিদ্বগ্ধ দেহ
নদীর ধার থেকে এক অজ্ঞাত পরিচয় মহিলার অর্ধদ্বগ্ধ দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি কেন্দা থানার বড়গাড়া গ্রামের। কাঁসাই নদীর ধারে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ দেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃতার বয়স আনুমানিক ৪০ বছর। মৃত্যুর কারণ জানার জন্য দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

ফের চালু হল স্কুল
স্কুলের দরজার তালা খোলা হল। মিড-ডে মিল রান্না করা নিয়ে বচসার জেরে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যেরা বৃহস্পতিবার মানবাজারের চিরুডি প্রাইমারি স্কুলের দরজায় তালা ঝুলিয়ে দিয়েছিল। প্রধান শিক্ষক নিমাই মাহাতো বলেন, “সোমবার গ্রাম শিক্ষা কমিটি বৈঠক করে মীমাংসা করে। মঙ্গলবার থেকে স্কুলে ফের পঠন পাঠন শুরু হয়েছে।”

বৃত্তি চেয়ে অবরোধ
তিন মাস ধরে তফসিলি জাতি-উপজাতি পড়ুয়ারা বৃত্তি পাচ্ছেন না। এই অভিযোগে বুধবার পথ অবরোধ করলেন পুঞ্চার লৌলাড়া রামানন্দ সেন্টেনারি কলেজের ছাত্র-ছাত্রীরা। আধ ঘণ্টা তাঁরা পুরুলিয়া-পুঞ্চা রাস্তা অবরোধ করেন। পরেন পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। কলেজের অধ্যক্ষ চণ্ডীদাস মুখোপাধ্যায় বলেন, “প্রায় মাস তিনেক ধরে কলেজের তফসিলি জাতি-উপজাতির পড়ুয়ারা বৃত্তির টাকা পাননি। তাঁরা পথ অবরোধে সামিল হয়েছিল। প্রাশাসন সমস্যা মেটার আশ্বাস দিয়েছে।”

প্রয়াত যাত্রাশিল্পী
মারা গেলেন যাত্রা শিল্পী মিহির সেন। দীর্ঘ রোগ ভোগের পরে বুধবার সকালে মানবাজারের পোদ্দারপাড়ায় নিজের বাড়িতে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি বহু যাত্রাপালা মঞ্চস্থ করেছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.