নিয়ম ভেঙে ওভারটেক, প্রাণ গেল স্কুলছাত্রের |
নিয়ম ভেঙে ওভারটেকের কারণে মৃত্যু হল এক স্কুলছাত্রের। গুরুতর জখম ছাত্রের বাবাও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। বেপরোয়া ট্রাকটিকে অবশ্য ধরা যায়নি। বুধবার বিকালে ঘটনাটি ঘটে কল্যাণী এক্সপ্রেসওয়েতে বীজপুরের জোনপুরে। এই ঘটনায় কিছুক্ষণ পথ অবরোধ করে জনতা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাঁচরাপাড়া কেন্দ্রীয় বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অর্ধেন্দু পাল (১৩) এ দিন বিকেল সাড়ে তিনটে নাগাদ স্কুল ছুটির পরে বাবা বৈদ্যনাথ পালের সঙ্গে সাইকেলে বাড়ি ফিরছিল। জোনপুর মোড়ের আর একটি গাড়িকে বাঁ দিক দিয়ে ওভারটেক করছিল ট্রাকটি। গাড়ির আওয়াজে রাস্তার একদম ধারে সরে যান সাইকেল বৈদ্যনাথবাবু। ছেলে অর্ধেন্দু পিছনে কেরিয়ারে বসেছিল। দুরন্ত গতিতে ওভারটেক করা ট্রাকটি সাইকেলে ধাক্কা মারলে রাস্তায় ছিটকে পড়ে বাবা-ছেলে দু’জনেই। অর্ধেন্দুকে পিষে দিয়ে বৈদ্যনাথবাবুর হাত ও পায়ের উপর দিয়ে চলে যায় ট্রাকের চাকা। আশপাশের লোকজন ছুটে এসে দু’জনকেই কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা জানান যে অর্ধেন্দু মারা গিয়েছে। ঘটনার পরে স্থানীয় মানুষ কিছুক্ষণ এক্সপ্রেসওয়ে অবরোধ করেন। এই ঘটনায় এক্সপ্রেসওয়ের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বাসিন্দারা। স্থানীয় গাড়ি চালকদের অভিযোগ, জোনপুর ও কাঁচরাপাড়া মোড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে। পুলিশ মোতায়েন বা ট্রাফিক সিগন্যালের ব্যবস্থা করা হয়নি। নদিয়ার গোকুলনগর কাঁটাগঞ্জে অর্ধেন্দুদের বাড়ি। ছেলে ও স্বামীর দুর্ঘটনার খবরে সংজ্ঞাহীন অর্ধেন্দুর মা। প্রতিবেশীরা জানান, প্রাক্তন বায়ুসেনা কর্মী বৈদ্যনাথবাবুই রোজ ছেলেকে স্কুল থেকে আনতেন। এক্সপ্রেসওয়েতে সাবধানে যাতায়াত করার কথা নিজেই বলতেন। শেষ পর্যন্ত তাঁর জীবনেই ঘটল মর্মন্তুদ ঘটনা।
|
বেআইনি যান নিয়ন্ত্রণের দাবিতে বাস বন্ধ হিঙ্গলগঞ্জে |
অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে বুধবার হিঙ্গলগঞ্জের দুলদুলি থেকে হাসনাবাদ বাস চলাচল বন্ধ রাখলেন বাসমালিক ও শ্রমিকেরা। এর ফলে সমস্যায় পড়েন যাত্রীরা। বিক্ষোভকারীদের বক্তব্য, অবিলম্বে এই রুটে অবৈধ গাড়ি চলাচল বন্ধ করতে হবে। না হলে লাগাতার বাস বন্ধ থাকবে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বসিরহাট মহকুমায় বেশ কিছু লাইসেন্সহীন গাড়ি চলাচল করে। এতে বাস মালিকেরা লোকসানের সম্মুখীন হচ্ছেন। একই পরিস্থিতি হিঙ্গলগঞ্জেও। অবৈধ যান নিয়ন্ত্রণের দাবিতে বাস মালিক-শ্রমিকেরা এর আগে প্রশাসেনর দ্বারস্থ হয়েছেন। রাস্তা অবরোধের মতো ঘটনাও ঘটেছে। কিন্তু কোনও সুরাহা না হওয়ায় বুধবার বাস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। হিঙ্গলগঞ্জ বাস ইউনিয়নের সম্পাদক দেবপ্রসাদ হরি বলেন, “অতিরিক্ত বেআইনি গাড়ির জন্য বাস চালিয়ে আমাদের লোকসান হচ্ছে। প্রশাসনের নাকের ডগা দিয়েই দিব্যি বেআইনি যানবাহন চলাচল করছে। পুলিশ-প্রশাসনকে জানিয়ে আশ্বাস মিলছে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। আমরা গাড়ি চালিয়ে লোকসান আর সামাল দিতে পারছি না বলেই গাড়ি বন্ধ রেখে প্রতিবাদে নামতে বাধ্য হলাম।” চলতি সপ্তাহের মধ্যে সমস্যার সুরাহা না হলে অনির্দিষ্ট কাল বাস বন্ধের হুমকি দিয়েছেন বাসমালিকেরা।
|
তিন সশস্ত্র দুষ্কৃতী গ্রেফতার |
ডাকাতির উদ্দেশে জড়ো হওয়া তিন সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার শেষরাতে উত্তর ২৪ পরগনার বীজপুরের ডাঙাপাড়া এলাকা থেকে অজয় মণ্ডল, সুশীল সিংহ এবং রবি সেনগুপ্ত নামে ওই তিন জনকে গ্রেফতার করা হয়। তারা ওই এলাকারই বাসিন্দা। তাদের কাছ থেকে একটি পাইপগান এবং এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, জেরায় ধৃতেরা কবুল করেছে ওই এলাকায় ডাকাতির জন্য তারা জড়ো হয়েছিল।
|
যান চলাচলে অচলাবস্থা কাটল |
বনগাঁ-বাগদা সড়কে যান চলাচল নিয়ে মঙ্গলবার থেকে চলা অচলাবস্থা কাটল। বনগাঁর মহকুমাশাসক সঞ্জয় মুখোপাধ্যায়ের সঙ্গে বুধবার বৈঠকে বসেন বাস ও অটো-মালিক সংগঠন এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। মহকুমাশাসক বেআইনি অটো চলাচলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। ওই দাবিতেই মঙ্গলবার থেকে যান চলাচল বন্ধ হয়েছিল। |