ইউনিফর্মের টাকা না পেয়ে স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিল ছাত্রছাত্রীরা। আটকে পড়েন শিক্ষকেরা। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের দুলদুলি দেবনারায়ণ উচ্চ বিদ্যালয়ে। প্রায় দু’ঘণ্টা বিক্ষোভ চলার পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। হিঙ্গলগঞ্জের ওসি পার্থ সিকদার বলেন, “দীর্ঘদিন ধরে ইউনিফর্মের টাকা না পেয়ে বিক্ষোভ দেখায় কিছু ছাত্রছাত্রী। আগামী এক মাসের মধ্যে বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে বলে শিক্ষকেরা প্রতিশ্রুতি দিলে বিক্ষোভকারীরা শান্ত হয়।”
পুলিশ ও স্কুল সূত্রে জানা গিয়েছে, এই স্কুলে পড়ে শ’পাঁচেক ছাত্রছাত্রী। ২০১০-১১ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের পোশাক কেনার জন্য ৪০০ টাকা করে ধার্য করে রাজ্য সরকার। অভিযোগ, এই টাকা এখনও পর্যন্ত দেওয়া হয়নি পড়ুয়াদের। বকেয়া টাকার দাবিতেই এ দিন সকাল থেকে শুরু হয় বিক্ষোভ। বেলা সাড়ে ১১টা নাগাদ এক দল ছাত্রছাত্রী স্কুল-গেটে তালা ঝুলিয়ে দেয়। শিক্ষকদের আটকে রেখে শুরু হয় বিক্ষোভ। অভিভাবকদের একাংশও তাতে যোগ দেন।
স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, সরকারি কিছু সমস্যার জন্যই টাকা দিতে দেরি হচ্ছে। তবে সকলকেই টাকা দেওয়া হবে। কিছু মানুষ পড়ুয়াদের ভুল বুঝিয়ে উত্তেজিত করার চেষ্টা করছে। প্রধান শিক্ষক পলাশ বর্মন বলেন, “জরুরি প্রশিক্ষণ থাকায় এ দিন স্কুলে যেতে পারিনি। শুনেছি পোশাকের টাকার দাবিতে শিক্ষকদের তালা-বন্দি করে রাখা হয়েছিল। কোনও কোনও ছাত্রছাত্রী এমন অনাকাঙ্খিত ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছে। আমাদের এ বাবদ পাওনা আছে ১ লক্ষ ৩৭ হাজার টাকা। কাগজপত্রে কিছু জটিলতার জন্য ওই টাকা দিতে দেরি হচ্ছে ব্যাঙ্ক কর্তৃপক্ষের। ঘটনাটি ইতিমধ্যেই স্কুল পরিদর্শককে জানানো হয়েছে।” আগামী দু’এক সপ্তাহের মধ্যেই চেক এসে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। |