শততম আন্তর্জাতিক সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়ানো সচিনের উপর চাপ সৃষ্টি না করতে প্রচারমাধ্যমকে অনুরোধ করলেন মহেন্দ্র সিংহ ধোনি।
ভারত অধিনায়কের মতে, সচিনের উপর প্রত্যাশার চাপ এভারেস্টের মতো। কোটলায় ভিড়ে ঠাসা সাংবাদিক সম্মেলনে ধোনি বলেন, “টিম হিসেবে আমরা মোটেই চাপে নেই। আপনারা মিডিয়াই সচিনের ওপর চাপ সৃষ্টি করছেন। সচিনকে সেঞ্চুরি করতে দেওয়া হোক এবং সেটা ও কখনও না কখনও করবেই। কী ভাবে কাজটা করতে হবে ও জানে এবং সেটা করবেও। কোনও চাপ ছাড়া ওকে সেঞ্চুরিটা করতে দেওয়া হোক।”
এতেই শেষ নয়। ধোনি ব্যাখ্যা করছেন, “সচিনকে যদি দেখেন, ওর কাছে মানুষের প্রত্যাশার চাপটা এভারেস্টের মতো উঁচু। আন্তর্জাতিক ক্রিকেট খেলতে আসার দ্বিতীয় বছর থেকেই ও একজন তারকা। মাঠে গিয়ে ও যদি ৫০ করে তা হলেও লোকে বলে ও রান করেনি এবং এটা সেই শুরু থেকে ও প্রত্যেক বার মাঠে নামার সময় হয়ে আসছে।” সচিনের শততম আন্তর্জাতিক সেঞ্চুরি যে স্রেফ কিছু সময়ের অপেক্ষা তা বোঝাতে গিয়ে ভারত অধিনায়ক কোটলা টেস্টের শেষে বলেছেন, “হতেই পারে, মাইলস্টোনে পৌঁছতে সচিন একটু সময় নিচ্ছে। কিন্তু আমার মনে হয় ওটা খুব কাছেই আছে। আমাদের শুধু অপেক্ষা করতে হবে।” |
ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ডারেন স্যামি আবার জানাচ্ছেন, সচিনের শততম সেঞ্চুরি হলে তিনি খুশি হবেন, কিন্তু সেটা যেন তাঁর টিমের বিরুদ্ধে না হয়। “আমি আগেই বলেছি আমরা সবাই সচিনকে শ্রদ্ধা করি। মহান ক্রিকেটার। কিন্তু আমি চাইব, ও অস্ট্রেলিয়ায় গিয়ে ওর শততম সেঞ্চুরিটা করুক। সেটা আমি দেখতে চাই, উপভোগ করতে চাই। যেটা ওর বিরুদ্ধে মাঠে থাকার সময় হবে না।” অন্য দিকে, সিরিজে ১-০ এগিয়ে গেলে কী হবে, ধোনি কিন্তু জানাচ্ছেন, এটা মোটেই সিরিজের সেরা শুরু নয়। “প্রথম ইনিংসে লিড থাকলে বলতাম, এটা সিরিজের সেরা শুরু। প্রথম ইনিংসে আমরা মোটেই ভাল খেলিনি। আমাদের ব্যাটসম্যানরা যদি দেখে ওরা প্রথম ইনিংসে কী ভাবে আউট হয়েছে, তা হলে মোটেই খুশি হবে না। পিচের যা চরিত্র ছিল, নিজেদের আর একটু প্রয়োগ করা উচিত ছিল,” বক্তব্য তাঁর। নিজের বোলারদের প্রশংসার পাশাপাশি আলাদা করে বলেছেন অশ্বিনের কথা। “কঠিন পিচে বোলাররা বেশ ভাল বল করেছে। অভিষেকেই নয় উইকেট পেয়েছে অশ্বিন। ওর বলে বৈচিত্র্য আছে, ফ্লাইটও করিয়েছে বেশ ভাল। ক্যারম বল আর টপ স্পিনটা দারুণ ব্যবহার করেছে।” প্রশ্ন উঠেছিল অশ্বিন ও প্রজ্ঞান ওঝার সাফল্যের পরে হরভজন সিংহের ফেরার সম্ভাবনা নিয়ে। ধোনির জবাব, “ওঝা ভাল বল করেছে, অশ্বিন তো ম্যান অব দ্য ম্যাচ। দেখা যাক!” |