আডবাণীর সমর্থনে সরব শাহনওয়াজও
প্রাক্তন সভাপতি রাজনাথ সিংহের পর বিজেপি-র সংখ্যালঘু মুখ শাহনওয়াজ হুসেন। লালকৃষ্ণ আডবাণীর রথ যত এগোচ্ছে, প্রধানমন্ত্রীর পদের প্রার্থী হওয়ার প্রশ্নে তাঁর প্রতি সমর্থনও বাড়ছে দলে। দিল্লিতে কাল আডবাণীর জন্মদিনের অনুষ্ঠানে তাঁকে ফের প্রধানমন্ত্রী পদের প্রার্থী করার পক্ষে জোরালো সওয়াল করেন রাজনাথ। তাঁর কথায়, “অনেকে বলেন, আডবাণী প্রধানমন্ত্রী পদের দাবিদার। আমি বলি, তাঁর মতো নেতা পদ চাইবেন কেন? দেশ তাঁকে প্রধানমন্ত্রীর পদ দেবে। অতীতে অটলবিহারী বাজপেয়ী তাঁকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করেছিলেন তাঁর ব্যক্তিত্বের জন্য।” এর চব্বিশ ঘণ্টার মধ্যে শাহনওয়াজও আজ একই সুরে বলেন, “আডবাণী প্রধানমন্ত্রী পদের জন্য সর্বজনগ্রাহ্য নেতা। বাজপেয়ী ও আডবাণী বিজেপি-র শীর্ষ নেতা। তাঁদের নেতৃত্বেই দলের বিস্তার হয়েছে।”
জন্মদিনের জন্য যাত্রায় এক দিনের বিরতির পর আজই রাজস্থানে ছুটে গিয়েছেন আডবাণী। যোধপুর হয়ে রথ অজমেরে পৌঁছেছে রাতে। গত বিধানসভা নির্বাচনে বিজেপি এ রাজ্যে ক্ষমতা হারালেও পথে এ দিন বিপুল সমর্থন পেয়েছেন আডবাণী। প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়াও এই যাত্রাকে নিজের সাংগঠনিক শক্তি বাড়ানোর কাজে লাগাচ্ছেন। রাজ্যের গহলৌত সরকার এখন নানান ঘটনায় প্রশ্নের মুখে। সেই বিষয়গুলিও সুকৌশলে কাজে লাগাচ্ছেন বিজেপি নেতারা। আরও দু’দিন রাজস্থানে কাটাবেন আডবাণী। কাল যাবেন হজরত মইনুদ্দিন চিস্তির দরগায়। সে সময় সঙ্গী হবেন শাহনওয়াজও। বিজেপি নেতারা মনে করছেন, যাত্রা শুরুর আগে সঙ্ঘ নেতৃত্ব আডবাণীকে প্রধানমন্ত্রীর দৌড় থেকে যতই বাদ রাখার কথা বলুন, এই বয়সেও যে পরিশ্রম তিনি করছেন, যেমন জনসমর্থন পাচ্ছেন, তাতে নিজের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হচ্ছেন তিনি। রথযাত্রার এই পর্বে সদ্য দলে ফেরা উমা ভারতীই প্রথম আডবাণীকে প্রধানমন্ত্রী পদের প্রার্থী করার পক্ষে সওয়াল করেছিলেন। দলের অন্য শীর্ষ নেতারাও সে পথে হাঁটছেন। চাপ বাড়ছে সঙ্ঘের উপরেও।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.