টুকরো খবর
জামশেদপুরে শুক্রবার থেকে বইমেলা শুরু
টেগোর সোসাইটির উদ্যোগে আগামী শুক্রবার জামশেদপুর সাকচিতে শুরু হচ্ছে বইমেলা। চলবে ২০ নভেম্বর পর্যন্ত। মেলার আয়োজন করা হয়েছে সোসাইটির মাঠে। এ বার মেলায় ৭২ টি প্রকাশনা সংস্থার স্টল থাকছে বলে জানিয়েছেন সোসাইটির সাধারণ সম্পাদক আশিস চৌধুরী। তিনি জানান, এ বার মেলায় দৈনিক প্রবেশ মূল্য ধার্য করা হয়েছে মাথাপিছু পাঁচ টাকা। তবে শিশু থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের মেলায় কোনও প্রবেশ মূল্য লাগবে না। মেলার উদ্বোধন করবেন শিক্ষাবিদ পবিত্র সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পূর্ব সিংভুম জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকেরা।

নাগাল্যান্ডে ছাত্রদের সঙ্গে রাহুল গাঁধী
নাগা সমস্যার প্রকৃত সমাধানে সব নাগা গোষ্ঠীকে ঐক্যবদ্ধ হওয়ার পরামর্শ দিলেন রাহুল গাঁধী। আজ লুমামিতে নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে কথোপকথনের সময় এই কথা বলেন ‘আম আদমি কা সিপাহি’-র সেনাপতি। ১৯৮৪ সালে তাঁর বাবা তদানীন্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধী এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। ২৭ বছর পরে, প্রায় ঘণ্টাখানেকের ‘অরাজনৈতিক’ আলাপচারিতায় ছাত্রদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন ছেলে। নাগাল্যান্ডের বেকারত্ব নিয়ে তাঁর মত, এটি বিশ্বজনীন সমস্যা। তবে নাগা যুবকদের ঘরে কুনো স্বভাব ছেড়ে ভিন রাজ্যে কাজ করতে যেতে হবে। দিল্লিতে নাগাল্যান্ড ও উত্তর-পূর্বের মেয়েদের উপরে অত্যাচার ক্রমশ বাড়তে থাকার ঘটনায় ছাত্রছাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখবেন বলে রাহুল আশ্বাস দিয়েছেন। নাগা স্টুডেন্টস্ ফেডারেশন ও নর্থ-ইস্ট স্টুডেন্ট্স অরগানাইজেশনের প্রবল প্রতিবাদ সত্ত্বেও এআইসিসি-র সাধারণ সম্পাদক তাঁর বিশ্ববিদ্যালয় সফর বাতিল করেননি। বিশ্ববিদ্যালয় সফর সেরে রাহুল ডিমাপুরে প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে খানিকক্ষণ বৈঠক করেন। পরে ডিমাপুরের জনসভায় রাহুল বলেন, “নেফিয়ু রিও সরকারের কুশাসন ও দুর্নীতির ফলেই নাগাল্যান্ডের উন্নতি হচ্ছে না। উন্নয়নমূলক কাজের জন্য আসা অর্থের মাত্র ১৫ শতাংশ জনগণের কাছে পৌঁছচ্ছে।” তিনি ডাক দেন, “রাজ্যে শান্তি ও উন্নয়ন চাইলে কংগ্রেসে যোগ দিন।”

বাড়তি বিমান ভাড়া প্রত্যাহার চায় ত্রিপুরা
আগরতলা-কলকাতা রুটে বিমানযাত্রায় ভাড়া বৃদ্ধির বিষয়ে প্রতিবাদ জানাল ত্রিপুরা সরকার। ত্রিপুরার মতো স্থলবেষ্টিত রাজ্যে বর্ধিত বিমান ভাড়া প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে। রাজ্য পরিবহণ দফতরের যুগ্ম সচিব এ বর্মণ রায় বর্ধিত ভাড়া প্রত্যাহারের আর্জি জানিয়ে মঙ্গলবার চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রকে। চিঠিতে তিনি জানিয়েছেন, এয়ার ইন্ডিয়া-সহ আগরতলা-কলকাতা রুটে বিমান চালায় এমন সকল সংস্থাই এই রুটে ভাড়া বাড়িয়ে দিয়েছে। এর ফলে অত্যন্ত অসুবিধায় পড়েছেন উত্তর-পূর্বাঞ্চলের এই রাজ্যের মানুষ। বর্মণ রায় চিঠিতে লিখেছেন, অবস্থানগত কারণেই স্থলবেষ্টিত এ রাজ্যের অত্যন্ত স্বল্পবিত্তের মানুষকেও নানা প্রয়োজনে কলকাতা যেতে হয়। বিশেষ করে চিকিৎসার জন্য। কারণ, ত্রিপুরায় বহু জটিল রোগের চিকিৎসার ব্যবস্থা নেই। এ ছাড়া এ রাজ্যের বহু ছাত্রছাত্রীও বাইরের রাজ্যে পড়াশোনা করেন। ট্রেনপথে কলকাতা যেতে কয়েক দিন লেগে যায়। এ জন্য বাধ্য হয়েই তাঁরা বিমানে যাতায়াত করেন। বিমান ভাড়া বেড়ে যাওয়ায় এঁরা সকলেই প্রচণ্ড সমস্যায় পড়েছেন। রাজ্যবাসীর স্বার্থেই কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রকের উচিত, অবিলম্বে এই বাড়তি ভাড়া প্রত্যাহার করে নেওয়া।

পরমাণু সুরক্ষা নিয়ে ভারত-মার্কিন বৈঠক
পরমাণু কেন্দ্রগুলিকে নিরাপদে চালাতে তার সুরক্ষা ব্যবস্থার মান ও নিয়মবিধি নিয়ে আলোচনা করতে দেশে আসছে মার্কিন নিউক্লিয়ার রেগুলেটরি কমিশনের একটি প্রতিনিধি দল। অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড (এইআরবি)-র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তাঁরা। সচার দিনের সফরে দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ে যাবে ওই দলটি।

স্কুলবাড়ি গুঁড়িয়ে দিল মাওবাদীরা
সশস্ত্র মাওবাদীরা কাল রাতে বিহারে গয়া জেলার ধনগাঁই গ্রামে একটি স্কুলবাড়ি ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। পুলিশ সুপার সত্যবীর সিংহ আজ জানান, কাল গভীর রাতে জনা পঞ্চাশ অস্ত্রধারী মাওবাদী গ্রামে হানা দেয়। তারা সঙ্গে এনেছিল বুলডোজার। প্রথমে চারদিক থেকে স্কুলবাড়িটি ঘিরে ফেলে তারা, তারপর বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় গোটা স্কুলভবনটি। ওই এলাকায় মাওবাদী-দমন অভিযান চালানোর প্রতিবাদেই এই কাণ্ড তারা ঘটাল বলে পুলিশের দাবি। স্কুল ধ্বংসকারীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে রাত পর্যন্ত কাউকে গ্রেফতারের খবর নেই।

প্রধানমন্ত্রীর মন্তব্য খারিজ সিএজি-র
চিঠি লিখে প্রধানমন্ত্রীর মন্তব্য খারিজ করলেন সিএজি কর্তা বিনোদ রাই। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী মনমোহন সিংহ বলেন, যে সব বিষয় সিএজি-র এক্তিয়ারে নেই তা নিয়ে তাদের মাথা ঘামানো উচিত নয়। সরকারের নীতি নিয়ে প্রশ্ন তোলার অধিকার নেই সিএজি-র। প্রধানমন্ত্রীকে লেখা একটি চিঠিতে এই মন্তব্যের প্রতিবাদ করেছেন সিএজি কর্তা বিনোদ রাই। রাইয়ের দাবি, তাঁর কার্যকালে কোনও সিএজি রিপোর্টে সরকারি নীতি নিয়ে প্রশ্ন তোলা হয়নি। টু-জি রিপোর্টেও এই ধরনের কোনও কথা নেই। প্রধানমন্ত্রীর মন্তব্যকে সিএজি-র এ ভাবে খারিজ করার ঘটনা অভূতপূর্ব। রাইয়ের চিঠির কড়া নিন্দা করে কেন্দ্র। প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী ভি নারায়ণস্বামী বলেন, সরকারের সমালোচনা করার অধিকার সিএজি-র নেই।

আরজেডি নেতা জেডিইউয়ে
লালু প্রসাদ যাদবের দলে ভাঙন চলছেই। একদা প্রবল প্রতাপান্বিত যাদব নেতা লালু কিছুতেই নিজের দলে ভাঙন ঠেকাতে পারছেন না। এ বার সুপরিচিত আরজেডি নেতা ও বিহার বিধান পরিষদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান বীরেন্দ্র কুমার চৌধুরি লালুর দল ছেড়ে যোগ দিলেন জেডিইউয়ে। বীরেন্দ্রর সঙ্গে আরও আটজন আরজেডি সদস্য লালুসঙ্গ ত্যাগ করে ভিড়লেন ক্ষমতাসীন নীতীশের দলে। রাজ্য জেডিইউ সভাপতি বশিষ্টনারায়ণ সিংহ আজ এক সাংবাদিক সম্মেলনে বীরেন্দ্রকে প্রাথমিক সদস্যপদ দেওয়ার কথা ঘোষণা করেন। বীরেন্দ্র ও তাঁর সঙ্গীদের স্বাগত জানিয়ে বশিষ্ট বলেন, “বীরেন্দ্রর মতো জনপ্রিয় নেতা আসায় বিহারে জেডিইউয়ের ভিত আরও মজবুত হবে।”

আফস্পা তুলতে সেনাকে কড়া বার্তা ওমরের
জম্মু-কাশ্মীরের কিছু এলাকা থেকে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন (আফস্পা) প্রত্যাহার নিয়ে সেনাকে ফের কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। রাজ্যের সংযুক্ত কম্যান্ডের সঙ্গে আজ প্রায় তিন ঘণ্টা ধরে বৈঠক করেন ওমর। বৈঠকে ছিলেন সেনা ও আধাসামরিক বাহিনীর প্রতিনিধিরা। বৈঠক শেষে রাজ্য সরকারের এক মুখপাত্র একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় আফস্পার গুরুত্ব ওমরকে ফের বোঝানোর চেষ্টা করেছে সেনাবাহিনী। সেনার বক্তব্য, জম্মু-কাশ্মীরের কোনও কোনও এলাকা থেকে আফস্পা তুলে নিলে গোটা রাজ্যের পক্ষে তা ক্ষতিকর হতে পারে। উল্টো দিকে ওমর বলেছেন, “রাজ্যের মানুষের কাছে শান্তির বার্তা দেওয়ার জন্য আফস্পা তোলাটা খুব প্রয়োজন।” ওই মুখপাত্র জানান, আপাতত রাজ্যের বেশ কিছু এলাকা থেকে উপদ্রুত এলাকা আইন তুলে নিতে আগ্রহী ওমর। এ নিয়ে জম্মু-কাশ্মীর পুলিশ, রাজ্যের ডিজি ও স্বরাষ্ট্রসচিবকে বিশেষ নির্দেশও দিয়েছেন তিনি।

আন্তর্জাতিক পুরস্কার রবি ঠাকুরের নামে

রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এক কোটি টাকা অর্থমূল্যের একটি আন্তর্জাতিক পুরস্কার চালু করতে চলেছে কেন্দ্র। বিশ্বভ্রাতৃত্ব ও মৈত্রীর প্রসারে যাঁরা কাজ করবেন, এমন ব্যক্তি বা সংস্থাকেই এই পুরস্কার দেওয়া হবে। বর্তমানে গাঁধী ও নেহরুর নামে সম অর্থমূল্যের দু’টি পুরস্কার দিয়ে থাকে ভারত সরকার। রবীন্দ্রনাথের নামাঙ্কিত পুরস্কারটি তারই সমগোত্রীয় হতে চলেছে। এক সরকারি বিবৃতিতে বুধবার বলা হয়েছে, ‘‘রবীন্দ্রনাথ তাঁর লেখায় এবং সামগ্রিক সৃষ্টিকর্মে বিশ্বভ্রাতৃত্বের প্রসারে অতুলনীয় অবদান রেখে গিয়েছেন। সেই কারণে তাঁর নামাঙ্কিত পুরস্কার বিশ্বভ্রাতৃত্বে অবদানের জন্যই দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে।” পুরস্কারের যাবতীয় খুঁটিনাটি কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকই স্থির করেছে। প্রতি বছর ২৫ বৈশাখ এই পুরস্কার ঘোষিত হবে। প্রথম বার কে পুরস্কার পাবেন, তার ঘোষণা আগামী বছর ২৫শে বৈশাখেই হবে। ওই সময়েই রবীন্দ্রসার্ধশতবর্ষ পালন কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

সরদারপুরা দাঙ্গায় যাবজ্জীবন ৩১ জনের
গোধরা পরবর্তী সরদারপুরা দাঙ্গায় অভিযুক্ত ৩১ জনকে বুধবার যাবজ্জীবন কারাদণ্ড দিল মেহসানার বিশেষ আদালত। ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারির রাতে সরদারপুরার একটি বাড়িতে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল সংখ্যালঘু সম্প্রদায়ের ৩৩ জনকে। তাঁদের মধ্যে ২২ জন ছিলেন মহিলা। ওই ঘটনায় অভিযুক্ত ৭৩ জনের মধ্যে প্রমাণের অভাবে ছাড়া পেয়েছেন ১১ জন। সন্দেহের অবকাশ থাকায় বাকি ৩১ জনকে মুক্তি দেওয়া হয়েছে। গোধরা পরবর্তী যে ক’টি দাঙ্গা মামলার তদন্ত সুপ্রিম কোর্টের বিশেষ তদন্তকারী দলের (সিট) হাতে রয়েছে, তার মধ্যে শুধু এই মামলাটিরই নিষ্পত্তি হল এ দিন।

পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে ২০
হরিদ্বারে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০। মঙ্গলবার সকালে হর কি পৌড়ির কাছে শান্তিকুঞ্জ আশ্রমে এই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। বুধবার ঘটনাস্থল থেকে আরও চারটি মৃতদেহ উদ্ধার হয়। উত্তরাখণ্ড পুলিশ এ দিন ওই আশ্রম কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার কারণে মৃত্যু ঘটানোর অভিযোগ দায়ের করেছে। এ দিন সকালেই রাজ্য সরকারের নির্দেশে ওই আশ্রমের গুরু পণ্ডিত শ্রীরাম শর্মার জন্মশতবার্ষিকী অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।

ধ্যানে কানিমোঝি
উদ্বেগ কাটাতে জেলে ধ্যান করছেন করুণানিধি-কন্যা। টু-জি কেলেঙ্কারিতে অভিযুক্ত কানিমোঝি ২০ মে থেকে তিহাড়ে। বিশেষ আদালত জামিনের আবেদন খারিজ করায় কানিমোঝি ও অন্য ৪ অভিযুক্ত দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বুধবার তাঁদের আবেদন নিয়ে সিবিআইয়ের বক্তব্য জানতে চেয়েছে আদালত। ১ ডিসেম্বরের মধ্যে তা জমা দিতে হবে সিবিআইকে।

ফেসবুকে সিবিআই
ফেসবুকে এ বার সিবিআই। তদন্তের কাজে সাধারণ মানুষের সাহায্য চাইতেই এই সিদ্ধান্ত। সিবিআই সূত্রের খবর, ভোপাল শাখাই সর্বপ্রথম অনলাইন হল বুধবার। কেমন সাড়া মেলে তা দেখে নিয়ে অন্য শাখাগুলিও ফেসবুকে আসতে পারে। মানুষ যে কোনও বিষয়ে ফেসবুকের মাধ্যমে সিবিআইকে তথ্য জোগাতে পারবেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.